যতই ‘বয়কট বলিউড’ রব উঠুক, বলিউড কখনও শেষ হবে না! কারন জানালেন রোহিত শেট্টি

বর্তমানে শুধু সারা ভারতজুড়ে নয়, সারা বিশ্ব জুড়ে চলছে দক্ষিণী সিনেমার (South Indian Movie) রমরমা। দক্ষিণ ভারতীয় সিনেমাগুলি হলিউডকে টক্কর দেওয়ার ক্ষমতা রাখে। বাহুবলী থেকে শুরু করে পুষ্পা, কেজিএফ, আর আর আর বক্স অফিসে এত বিপুল পরিমাণ ব্যবসা করছে যে সেই জায়গায় তার বিপরীতে এঁটে উঠতে পারছে না কোনও বলিউড (Bollywood) ছবি। এদিকে আবার দর্শকদের একাংশ এর মধ্যে নানা কারণে বিতর্কের জেরে ‘বয়কট বলিউড’ রব উঠছে! যার ফলে বলিউডের ভক্তরা বেশ চিন্তায় রয়েছেন।

তবে কি সত্যিই বলিউডের দিন শেষ? দক্ষিণ ভারতীয় সিনেমার কাছেই পরাজিত হবে বলিউড? এমনটা মোটেই বিশ্বাস করেন না বলিউড পরিচালক রোহিত শেট্টি (Rohit Shetty)। তিনি একদম বিশ্বাস করেন না বলিউডের জামানা শেষ হয়ে গিয়েছে। দক্ষিণ ভারতীয় সিনেমার বিপরীতে বলিউড যে ঘুরে দাঁড়াতে পারবে না এই কথার ঘোর বিরোধিতা করেছেন ‘সূর্যবংশী’ সিনেমার পরিচালক।

রোহিত শেট্টি বলিউডে ব্যাক-টু-ব্যাক অ্যাকশন, কমেডি নির্ভর ব্লকবাস্টার ছবি এনেছেন। তার ‘সূর্যবংশী’ ছবিটি মাত্র ৫ দিনে ১০০ কোটির গণ্ডি ছুঁয়ে ফেলেছিল। তার বানানো পরপর ৮ টি ছবিই ১০০ কোটির ক্লাবে ঢুকেছে। কলিউড বনাম বলিউড বিতর্ক তার কানে গিয়েও পৌঁছেছে। এই প্রসঙ্গে তার সাফ বক্তব্য, বলিউডের বাজার এখনও নষ্ট হয়নি। এমনকি ভবিষ্যতেও কখনও নষ্ট হবে না। সোশ্যাল মিডিয়াতে বলিউড সম্পর্কে যে হ্যাশট্যাগ চলছে তা আদতে কার্যত কখনও সম্ভব নয় বলেই মনে করেন এই পরিচালক।

তিনি আরও বলেছেন, এই প্রথম নয় এর আগেও বলিউড নিয়ে গেল গেল রব তুলেছিলেন অনেকে। ৮০ এর দশকেও বলিউড শেষ হয়ে গিয়েছে বলে গুঞ্জন ছড়িয়েছিল। কিন্তু বলিউড আবার ঘুরে দাঁড়িয়ে সমস্ত বিতর্কের অবসান ঘটিয়েছে। বরং আগের তুলনায় দ্বিগুণ বেশি সমৃদ্ধ হয়েছে বলিউড। বর্তমানে ওটিটি বাজার চালু হতেই আবার ‘বলিউডের বাজার শেষ’ বলে রব উঠেছে। কিন্তু বলিউড এখনও তার জায়গায় অবিচল।

রোহিত আরও বলেছেন, সাউথ আজ প্রথম আসেনি। এর আগেও বলিউডে সাউথের রিমেক হয়েছে। শশী কাপুর থেকে শুরু করে অমিতাভ বচ্চন বলিউডের রিমেক বানিয়েছেন। দর্শকদের থেকে ব্যাপক বাহবাও পেয়েছে সেই ছবিগুলো। অর্থাৎ রিমেক আগেও হয়েছে এখনও হচ্ছে, মানুষ আগেও দক্ষিণী সিনেমার রিমেক পছন্দ করেছেন, এখনও করছেন। এমনটাই বক্তব্য রোহিত শেট্টির। দর্শকদের প্রত্যাশাপূরণ করার জন্য ভবিষ্যতে বলিউডে আরও বেশ কিছু ছবি আসছে বলে জানিয়েছেন তিনি।