
শাহিদ কাপুর (Shahid Kapoor) এবং মীরা রাজপুত (Meera Rajput), বলিউডের (Bollywood) বিয়ে ভাঙার ট্রেন্ডের মাঝে এই জুটিকে অন্যতম সুখী দম্পতি বলা যেতে পারে। বিনোদন দুনিয়া থেকে শত হস্ত দূরে থাকা মীরাকেই শাহিদ নিজের জীবনসঙ্গিনী করেছেন। তবে তার আগে অবশ্য বলিউডের একাধিক নায়িকার সঙ্গে তার নাম জড়িয়েছিল। তবে জানেন কি এক তারকা কন্যা নিজেকে শাহিদ কাপুরের স্ত্রী বলে দাবি করেছিলেন?
শাহিদ কাপুর বলিউডে পা রাখার পরপরই তার একটা ‘চকলেট বয়’ নায়কের ইমেজ তৈরি হয়ে গিয়েছিল ইন্ডাস্ট্রিতে। সারা দেশে অসংখ্য মহিলা ফ্যান ফলোয়ার্স ছিল তার। কিন্তু এক বলিউড তারকার কন্যা শাহিদের প্রেমে পাগল হয়ে গিয়েছিলেন। তিনি নিজেকে শাহিদের স্ত্রী বলে মনে করতেন। এমনকি পরিস্থিতি এতটাই বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছায় যে শাহিদকে পুলিশের দ্বারস্থ হতে হয়।
যে তারকা কন্যার কথা বলা হচ্ছে তিনি হলেন বলিউডের প্রখ্যাত অভিনেতা রাজকুমারের মেয়ে বাস্তবিকতা পন্ডিত। ২০১২ সালে নৃত্যগুরু সিয়ামক ডাবুর কাছে নাচের ক্লাস করতে গিয়ে শাহিদের সঙ্গে বাস্তবিকতার প্রথম দেখা হয়। তাকে প্রথমবার দেখেই প্রেমে পড়ে গিয়েছিলেন বাস্তবিকতা। যদিও প্রথম থেকেই পুরোটা ছিল একতরফা প্রেম।
শাহিদ কাপুর কখনও বাস্তবিকতার সম্পর্কে এমন কিছু অনুভব করতেন না। এদিকে বাস্তবিকতা সেটা মানতে চাইতেন না। তিনি শাহিদের পিছু করতে শুরু করেন। শাহিদ যখন শুটিং করতে যেতেন তখন বাস্তবিকতা গাড়ির বনেটের উপর বসে তার উপর নজর রাখতেন। এমনকি রাজকুমারের কন্যা শাহিদের বাড়ির পাশে একটা ফ্ল্যাট কিনে ফেলেন।
বাস্তবিকতা নাকি শাহিদের প্রেমে এতটাই পাগল হয়ে পড়েছিলেন যে তিনি নিজেকে অভিনেতার স্ত্রী বলে পরিচয় দিতে শুরু করেন। এদিকে এমন পাগলামি দেখে অতিষ্ঠ হয়ে শেষমেষ পুলিশের সাহায্য নিতে বাধ্য হয়েছিলেন শাহিদ। পরে অবশ্য বিষয়টি ধামাচাপা পড়ে যায়। বাস্তবিকতার বিরুদ্ধে সমস্ত অভিযোগ উঠিয়ে নেন শাহিদ।