টুকলিতে সেরা বলিউড, বাংলা থেকে ছবি টুকে ব্লকবাস্টার আনছেন অজয়-সিদ্ধার্থরা

বিগত কয়েক মাস ধরে বলিউডের (Bollywood) বিরুদ্ধে দারুণ চটে আছেন দর্শকরা। ভারতীয় সংস্কৃতির অপমান, পশ্চিমী দুনিয়ার নকল, ছবির মাধ্যমে হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাত করা সম্পর্কিত একাধিক অভিযোগ আছে বলিউডের বিরুদ্ধে। এখন সারাদেশে ‘ব্রহ্মাস্ত্র’ ছবি নিয়ে বিক্ষোভ চলছে। সেই বিতর্ক মিটতে না মিটতেই এবার নতুন বিতর্কের আমদানি। ফের আরেক হিন্দি ছবি নিয়ে বাংলায় শুরু হয়েছে জোর চর্চা।

খুব শীঘ্রই বলিউডের তরফ থেকে অজয় দেবগণ, সিদ্ধার্থ মালহোত্রাকে নিয়ে আসছে নতুন ছবি ‘থ্যাঙ্ক গড’ (Thank God)। এই ছবির বিরুদ্ধে বাংলা ছবি কপি করার অভিযোগ উঠেছে। তাও আবার এই প্রজন্মের কোনও সিনেমা নয়, প্রায় ৪০-৫০ বছর আগের বাংলা ছবির গল্প চুরি করে ছবি বানাচ্ছে বলিউড। আসন্ন এই ছবিটিকে টলিউডের ‘যমালয়ে জীবন্ত মানুষ’ (Jamalye Jibanta Manush) ছবির কপি বলে মনে করছেন বাংলার দর্শকরা।

যমালয়ে জীবন্ত মানুষ ছবিটি মুক্তি পেয়েছিল ১১৯৫৮ সালে। এই ছবিতে অভিনয় করেছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়। ছবিটিতে দেখানো হয়েছিল সিধু ওরফে ভানু বন্দোপাধ্যায় আত্মহত্যা করে যমালয়ে পৌঁছে যান। তারপরে তিনি সেখানে যে যে কান্ড ঘটিয়েছিলেন তা দেখে হেসে কুটোপাটি হয়েছিলেন দর্শকরা। অনেকটা ঠিক একই গল্পের আদলে বলিউডের নিবেদন ‘থ্যাঙ্ক গড’।

সম্প্রতি এই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। সেখানে দেখা যাচ্ছে সিদ্ধার্থ মালহোত্রা একজন অত্যন্ত বদমেজাজি চরিত্রের মানুষ। গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান ফিরতেই দেখেন এক অদ্ভুত জায়গায় তিনি পৌঁছে গিয়েছেন। সেখানে তার সামনে স্যুট বুট পড়ে দাঁড়িয়ে রয়েছেন চিত্রগুপ্ত, অজয় দেবগন। সঙ্গে রয়েছেন যমরাজও।

অজয় দেবগণ জানান ‘আয়ান’ ওরফে সিদ্ধার্থ এখন জীবন-মৃত্যুর মাঝে আটকে রয়েছেন। তার পাপ-পূণ্যের বিচার করার পর ঠিক করা হবে তিনি স্বর্গে যাবেন নাকি নরকে। এই ছবি দেখে বাংলার দর্শকদের এক নিমেষেই মনে পড়ে যাচ্ছে ভানু বন্দ্যোপাধ্যায়ের যমালয়ে জীবন্ত মানুষের কথা। টলিউডের এই কালজয়ী ছবির গল্প এবার এদিক ওদিক করে ঘুরিয়ে দেখানো হবে বলিউডের এই ছবিতে, এমনটাই অনুমান দর্শকদের।

যদিও এই প্রসঙ্গে চলচ্চিত্র বিশেষজ্ঞদের একাংশের মতামত এই যে একই কনসেপ্টের উপর ভিত্তি করে এর আগেও অনেক সিনেমা তৈরি হয়েছিল। কাজেই ছবিটিকে ঠিক নকল বলা যায় না। এদিকে প্রযোজক রানা সরকার অবশ্য বলেছেন গল্পের বিশেষ অংশগুলো এক রেখে যদি কিছুটা এদিক-ওদিক করাও হয় তাহলেও কিন্তু এটা আদতে টুকলিই হবে। মোটকথা ‘থ্যাঙ্ক গড’ ছবির ট্রেলার পেতেই বাঙালিদের মধ্যে শোরগোল পড়ে গিয়েছে।