Bollywood Films Releasing On The Same Date : ২০২৩ শুরু হয়েছে একের পর এক হিট ছবি দিয়ে। এই বছরে বহুদিন পর বলিউড (Bollywood) -র শাহরুখ খানের বড়পর্দায় কামব্যাক ছিলো দেখার মত। তার অভিনীত পাঠান, জওয়ান ছবি রীতিমতো বক্স অফিস কাঁপিয়ে দিয়েছে। আবার বহু বছর পর গদর ২ দিয়ে ধর্মেন্দ্র পুত্র সানি দেওলের কামব্যাক ছিলো চোখে পড়ার মতো। এদিকে সম্প্রীতি মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত টাইগার থ্রি। অর্থাৎ একের পর এক হিট ছবির মেলা।
Bollywood Upcoming Movies 2023
এদিকে এবছরে এখনো অনেক সুপারহিট ছবি মুক্তি পাওয়া বাকি। যেমন শাহরুখ অভিনীত ডাঙ্কি, রনবীর কাপুর অভিনীত অ্যানিমেল আবার ক্যাটরিনা কাইফের প্রথম তামিল ছবি মেরি ক্রিসমাস। কিন্তু জানেন কী এই ছবিগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বী হিসেবে একই তারিখে আরও একটি করে ছবি মুক্তি পাবে। চলুন জেনে নিই এ বছর কোন সুপারহিট ছবি একই দিনে রিলিজ হতে চলেছে (Bollywood Films Releasing On The Same Date)।
ডাঙ্কি বনাম সালার (Dunki Vs Salaar) : ২০২৩ শাহরুখ খানের জন্য লাকি বছর। এই বছর শাহরুখের মোট তিনটি ছবি মুক্তি পাবে। ইতিমধ্যে তার অভিনীত পাঠান এবং জওয়ান বক্স অফিসে ১০০০ কোটি টাকা ব্যবসা করেছে। আর এবার আগামী ২২ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে শাহরুখের আরও এক ছবি ডাঙ্কি। ছবিটি পরিচালনা করেছেন রাজকুমার হিরানি।
অন্যদিকে এই একই দিনে দক্ষিণী ছবির সুপারষ্টার বাহুবলী খ্যাত অভিনেতা প্রভাসের ছবি মুক্তি পাবে। ছবির নাম সালার। এই অ্যাকশন থ্রিলার ছবিতে প্রভাস ‘সালার’ নামে একজন গ্যাং লিডারের ভূমিকায় অভিনয় করবেন। এখন দেখার এই দুই মেরুর সুপারস্টারের ছবি কে কাকে পিছনে ফেলে এগিয়ে যায় বক্স অফিসে।
স্যাম বাহাদুর বনাম অ্যানিমেল (Sam Bahadur Vs Animal) : আগামী ১ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ভিকি কৌশলের অভিনীত ছবি ‘স্যাম বাহাদুর’। মেঘনা গুলজার প্রযোজিত ‘স্যাম বাহাদুর’ ছবিটি ভারতের প্রথম ফিল্ড মার্শাল স্যাম মানেকশ’র জীবনী অবলম্বনে নির্মিত। এদিকে একই দিনে মুক্তি পাবে রনবীর কাপুর অভিনীত ছবি অ্যানিমেল। যেখানে একদম অন্য অবতারে ধরা দেবেন এই অভিনেতা।
আরও পড়ুন : ক্যামেরার সামনেই পোশাক বদলাচ্ছেন কাজল! রশ্মিকার পর ভাইরাল কাজলের ডিপফেক ভিডিও
আরও পড়ুন : মাইনে নেতা-মন্ত্রীদের থেকেও বেশি, ক্যাটরিনা কাইফের বডিগার্ডের বেতন শুনলে আঁতকে উঠবেন
মেরি ক্রিসমাস বনাম যোদ্ধা (Merry Christmas And Yodha) : ‘মেরি ক্রিসমাস’ ছবির মধ্যে দিয়ে তামিল ছবিতে ডেবিউ করতে চলেছেন ক্যাটরিনা কাইফ। এখানে বিজয় সেতুপতির সঙ্গে তাকে অভিনয় করতে দেখা যাবে। ছবিটি মুক্তি পাবে ৪ ডিসেম্বর। আর ওই একই দিনে মুক্তি পাবে সিদ্ধার্থ মালহোত্রার ছবি ‘যোদ্ধা’। সিদ্ধার্থ মালহোত্রা একজন সৈনিকের ভূমিকায় অভিনয় করবেন