বলিউড সেলিব্রিটিরা কে কোথায় হানিমুনে গিয়েছিলেন জানেন

মধুচন্দ্রিমা সকল দম্পতিদের জন্যই স্বপ্ন-তুল্য। প্রিয় মানুষটির সাথে সময় কাটানোর মধ্যেই একটা বিশেষ অনুভূতি আছে আর তা যদি হয় মধুচন্দ্রিমা উদযাপন তাহলে তো কথাই নেই। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি প্রত্যেকেই বিয়ের পর মধুচন্দ্রিমা উদযাপন করতে বাইরে কোথাও যান।

সম্প্রতি বরুণ ধাওয়ান ও নাতাশা দালালের বিয়ে হয়েছে। বরুণ ধাওয়ান ও নাতাশা দালাল মধুচন্দ্রিমায় তুরস্ক গিয়েছিলেন। মধুচন্দ্রিমা নিয়ে যখন এত কিছু শোরগোল উঠেছে,তখন বলিউডের অনান্য তারকারা মধুচন্দ্রিমায় কোথায় কোথায় কাটিয়েছেন তা একবার দেখে নেওয়া যাক।

Source : EaseMytrip.com

মালাইকা আরোরা ও আরবাজ খান :-এই দম্পতি  ১৯৯৮ সালের এপ্রিল মাসে বিয়ে করেন এবং তারপরে তারা মধুচন্দ্রিমায় মলদ্বীপে গিয়েছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য বলিউডের এই দম্পতির এখন বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে।

   
Source : EaseMytrip.com

শিল্পা শেটি ও রাজ কুন্দ্রা :- সেইসময়  এই দুজনের প্রেম ছিল হট টপিক। শোনা যায় তিন কোটির এঙ্গেজমেন্ট রিং পরিয়ে শিল্পার সাথে বাগদান করেছিলেন রাজ। ২০০৯ সালে দুইজনের বিয়ে হয়। বিয়ের পর তারা মার্কিন মুলুকে মধুচন্দ্রিমায় গিয়েছিলেন।

Source : EaseMytrip.com

অনুষ্কা শর্মা ও বিরাট কোহেলি :- এই দুজনের প্রেম থেকে বিয়ে সবটা নিয়েই ভক্তদের উন্মাদনা ছিল তুঙ্গে। তারা মধুচন্দ্রিমায় গিয়েছিলেন ফিনল্যান্ড।

Source : Balakatours.in

কাজল ও অজয় দেবগন :- সবথেকে অভিনব মধুচন্দ্রিমা ছিল এদের দুজনের। কাজল নিজের মুখে স্বীকার করেছিলেন যে তারা দুজন মধুচন্দ্রিমায় বিশ্ব ভ্রমণের পরিকল্পনা করেছিলেন। অস্ট্রেলিয়া থেকে লস অ্যাঞ্জেলস হয়ে লাস ভেগাসে গিয়েছিলেন। তারপর সেখান থেকে চলে যান গ্রিস। গ্রিস গিয়ে অজয় অসুস্থ হয়ে পড়লে তাদের দীর্ঘ দুই মাসের মধুচন্দ্রিমায় ইতি টেনে ফিরে আসেন দুজন।

Source : EaseMytrip.com

শাহিদ কাপুর মিরা রাজপুত :- বলিউডের জনপ্রিয় শাহিদ কাপুর ২০১৫ সালে মীরা রাজপুতকে বিয়ে করেন। বিয়ের পর তারা মধুচন্দ্রিমায় গিয়েছিলেন লন্ডনে।

Source : EaseMytrip.com

কারিনা কাপুর সাইফ আলি খান :- ২০১২ সালের অক্টোবরে বিয়ে করেন এই দুই তারকা। তারপর মধুচন্দ্রিমায় তারা গিয়েছিলেন সুইজারল্যান্ড।

Source : EaseMytrip.com

ঐশ্বর্য রাই অভিষেক বচ্চন :- এই দুই তারকা দম্পতিও ২০০৫ সালে  বিয়ে করেছিলেন। এরপর তারা মধুচন্দ্রিমার জন্য বেছে নেন ইউরোপকে। যদিও এরপরে তারা একাধিকবার ইউরোপে গিয়েছেন।