শাহরুখের ছেলে একা নয়! বলিউডে নেশাখোরদের ছড়াছড়ি, রইল গুণধরদের তালিকা

ড্রাগের আসক্তিতে জর্জরিত বলিউড, রইলো মাদকাসক্ত বলিউড তারকাদের তালিকা

Bollywood Celebrities who are Addicted to Drugs

নেপোটিজম, কাস্টিং কাউচ বিতর্ক এমনিতেই কিছু কম ছিলনা। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এই তালিকার নতুন সংযোজন বলিউড (Bollywood) তারকাদের মাদকাসক্তি (Drug Addiction)! যদিও সুশান্তের মৃত্যুর অনেক আগে থেকেই বলিউডে এই নিয়ে বিতর্ক চলছে। সঞ্জয় দত্ত রণবীর কাপুরের মতো তাবড় তাবড় সেলিব্রেটিরা তো নিজের মুখে মাদকাসক্তির কথা স্বীকারও করেছেন। এক নজরে দেখে নিন বলিউডের কোন কোন তারকার জীবন ডুবে রয়েছে মাদকের নেশায়।

সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) : বলিউড তারকা সুশান্ত সিং রাজপুত যে শেষ জীবনে মাদকের প্রতি আসক্ত হয়ে উঠেছিলেন এ কথা অনেকেরই অজানা ছিল। সুশান্তের মৃত্যুর তদন্ত করতে গিয়ে তার মাদকাসক্তির কথা জানতে পারে এনসিবি। এই নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল বলিউড ইন্ডাস্ট্রিতে।

রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty) : বলিউডের মডেল-অভিনেত্রী রিয়া চক্রবর্তীর নাম মাদক কাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়ে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, প্রয়াত সুশান্তকে তিনিই মাদকের নেশা ধরিয়েছিলেন। তিনিই তার প্রাক্তন প্রেমিক সুশান্ত সিং রাজপুতকে মাদক সরবরাহ করতেন বলে অভিযোগ উঠেছিল। মাদক মামলায় নাম জড়িয়ে বেশ কয়েক মাস কারাগারেও কাটাতে হয়েছে তাকে।

সারা আলি খান (Sara Ali Khan) : সুশান্তের মৃত্যু রহস্য মামলার তদন্ত করতে গিয়ে বলিউডের মাদকযোগ সংক্রান্ত মামলার তদন্তের স্বার্থে সারা আলি খানকে এনসিবির দপ্তরে ডেকে পাঠানো হয়েছিল। ২০১৯ সালে করণ জোহারের আয়োজিত একটি পার্টিতে সারাকে নেশার ঘোরে পাওয়া গিয়েছিল।

শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor) : মাদক সংক্রান্ত মামলার তদন্ত করতে গিয়ে বলিউডের তাবড় তাবড় সেলিব্রিটিদের ডেকে পাঠায় এনসিবি। তাদের মধ্যে ছিলেন শ্রদ্ধা কাপুরও। ২০২০ সালে এনসিবির দপ্তরে টানা ৬ ঘন্টা ধরে জেরা করা হয়েছিল শ্রদ্ধাকে। শ্রদ্ধা অবশ্য ড্রাগ নেওয়ার ব্যাপারটি সম্পূর্ণ অস্বীকার করে গিয়েছেন।

দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) : ২০২০ তে দীপিকাকে এনসিবির দপ্তরে হাজিরা দিতে হয়েছিল। সেই সময় অভিনেত্রী আধিকারিকদের কাছে স্বীকার করেছিলেন যে তিনি তার ম্যানেজার করিশমা প্রকাশের সঙ্গে মাদক নিয়ে হোয়াটসঅ্যাপে আলোচনা করেছিলেন। দীপিকাকে জেরা করার জন্য ২০১৭ সালের হোয়াটসঅ্যাপ চ্যাট তুলে ধরা হয়। যেখানে দীপিকা এবং করিশমা ‘মাল’ এবং ‘হ্যাস’ নিয়ে কথা বলছিলেন।

রানা দাগুবাতি (Rana Daggubati) : বলিউডের পাশাপাশি মাদকচক্রের শিকড় দক্ষীণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি পর্যন্ত পৌঁছে গিয়েছে। বাহুবলীখ্যাত অভিনেতা রানা দাগুবাতিও ২০১৭ সালে ড্রাগচক্রের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। তার সঙ্গে নাম জড়িয়েছিল রকুল প্রীত সিং এবং রবি তেজার।

রকুল প্রীত সিং (Rakul Preet Singh) : ড্রাগ মামলার সঙ্গে রিয়া চক্রবর্তীর নাম জড়িয়ে পড়ার পর রাকুল প্রীত সিংকেও ডেকে পাঠায় এনসিবি। রকুল প্রীতের বাড়িতে তদন্ত চালিয়ে বেশকিছু মাদক উদ্ধার করা হয়েছিল। এনসিবির কাছে রকুল প্রীত জানিয়েছিলেন তার বাড়িতে যে মাদক পাওয়া গিয়েছে তা তার নিজের নয়। রিয়া চক্রবর্তী তাকে সেই মাদক রাখতে দিয়েছিলেন।

করন জোহার (Karan Johar) : করণ জোহারের বাড়িতে আয়োজিত একটি পার্টিতে চলছিল মাদক সেবন। ভিকি কৌশল, সারা আলি খানসহ বলিউডের বহু সেলিব্রিটি উপস্থিত ছিলেন সেই পার্টিতে। সেই পার্টি থেকে একটি ভিডিও ফাঁস হয়ে গিয়েছিল নেট মাধ্যমে। সেখানে মাদকাসক্ত সেলিব্রিটিদের দেখে নিন্দার ঝড় উঠেছিল সোশ্যাল মিডিয়ায়।

অর্জুন রামপাল (Arjun Rampal) : নিষিদ্ধ ড্রাগ সেবনের অভিযোগের পরিপ্রেক্ষিতে অর্জুন রামপাল এবং তার গার্লফ্রেন্ড গ্যাব্রিয়েলাও সমন পাঠিয়েছিল এনসিবি। গ্যাব্রিয়েলার ভাই নিষিদ্ধ ড্রাগের কারবার করতেন। সেই খবরও এনসিবির তদন্তে উঠে আসে। অর্জুন রামপালের বোন কোমল রামপালের নামও জড়িয়েছিল এই চক্রের সঙ্গে।

সঞ্জয় দত্ত (Sanjay Dutt) : বলিউডের বহুল বিতর্কিত অভিনেতা সঞ্জয় দত্তের মাদকাসক্তির কথা প্রায় সকলেরই জানা। মাদকাসক্তির কারণে ১৯৮২ সালে টানা পাঁচ মাস তাকে জেলে কাটাতে হয়েছিল। এরপর তার বাবা সুনীল দত্ত তাকে ইউএসের রিহ্যাবিলিটেশন সেন্টারে পাঠিয়েছিলেন।

ফারদিন খান (Fardeen Khan) : একসময় সুপারহিট ছবিতে দেখা যেত অভিনেতাকে। তবে বর্তমানে অভিনয় অভিনেতাকে আর দেখতে পাওয়া যায় না। ২০০১ সালের মুম্বাই পুলিশের কাছে মাদককাণ্ডে গ্রেফতার হয়েছিলেন অভিনেতা। জানা যায় সেইসময় ৯ গ্রাম কোকেন উদ্ধার করা হয়েছিল অভিনেতার কাছ থেকে। ওই বছরই তাকে রিহাবে পাঠানো হয়েছিল।

রণবীর কাপুর (Ranbir Kapoor) : একবার একটি সাক্ষাৎকারে রণবীর কাপুর স্বীকার করেছিলেন যে তিনি তার কলেজ জীবনে মাদকের প্রতি আসক্ত হয়ে উঠেছিলেন। তবে তিনি খুব তাড়াতাড়িই নিজের ভুল বুঝতে পারেন এবং মাদক সেবন ছেড়ে দেন। বর্তমানে তার দুটো আসক্তি রয়েছে, নিকোটিন এবং মিষ্টি।

ইয়ো ইয়ো হানি সিং (Yo Yo Honey Singh) : র‌্যাপ গানের জন্য বিখ্যাত হানি সিং। ‘চার বোতল ভদকা’, ‘সানি সানি’ ইত্যাদি একাধিক গান রয়েছে যেগুলির কারণে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন হানি সিং। তবে জনপ্রিয়তা পাবার পর একসময় ড্রাগসের নেশায় ডুবে গিয়েছিলেন হানি সিং। যদিও পরে চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠেছেন গায়ক।

বিজয় রাজ (Vijay Raaz) : বলিউডের নায়কদের বাদ দিলেও যেন অনেক অভিনেতারা রয়েছেন যাদের অভিনয় দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে। এমনই এক অভিনেতা হলেন বিজয় রাজ। নিজের অভিনীত সমস্ত ছবিতেই দুর্দান্ত অভিনয় করেছেন তিনি। তবে অভিনেতাও একসময় মাদককাণ্ডে ধরা পড়েছিলেন।

অর্জুন কাপুর (Arjun Kapoor) : নিজের মাদকাসক্তির কথা নিজেই স্বীকার করে নিয়েছিলেন এই অভিনেতা। অর্জুন কাপুর জানিয়েছিলেন তার বাবা বনি কাপুর যখন দ্বিতীয় বিয়ে করেন তখন তিনি বাবা-মায়ের বিচ্ছেদ এবং সৎ মাকে মেনে নিতে পারেননি। সেই সময়ে অবসাদে ভুগতে শুরু করেন তিনি। একইসঙ্গে মাদকের প্রতি আসক্তিও বেড়ে গিয়েছিল তার।