শুধু টাকার জন্যই ওই ঘরে গিয়েছিলাম, ‘‘৫০ দিনে ২.২৫ কোটি আর কেউ দেবে?’’

২০০৩ সালে  ‘হাঙ্গামা’ ছবির মধ্যমে বলিউডে আত্মপ্রকাশ।  এর মাঝে কেটে গিয়েছে ১৬টা বছর, সিনেমা তো দূরের কথা, কোনও অনুষ্ঠানেও আর দেখা যায় না রিমি সেনকে।  অবশ্য রিমি সেনের আসল নাম শুভমিত্রা সেন Subhamitra Sen (Rimi Sen) । বাড়িতে কেউই তার অভিনয় জগতে আসার জন্য রাজি ছিলেন না। তবুও অভিনেত্রী হওয়ার ইচ্ছে নিয়ে চলে আসেন মুম্বই। প্রথমে বেশ কিছু বিজ্ঞাপনে সুযোগ পান রিমি। আমির খানের সঙ্গে ঠান্ডা পানীয়ের একটি বিজ্ঞাপনের পরই নজরে আসেন রিমি।

   

২০০৩ সালে বলিউডে ‘হাঙ্গামা’ সিনেমা দিয়ে তার ডেবিউট হয়। এর পর একে একে ‘ধুম’, ‘কিউ কি’ ও ‘গরম মশালা’, ‘গোলমাল’। এর পর আর কোনও ফিল্মেই সুযোগ পাননি রিমি। এর পর বিগ বস ৯ সিজনে ডাক পেয়েছিলেন রিমি। ২০১৫ সালের ওই বিগ বস ৯ সিজনের পর তাঁকে আর টিভির পর্দায়ও দেখা যায়নি।

এই বিগ বসে যাওয়া নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করে বসলেন তিনি। এক সাক্ষাৎকারে রিমি জানান, বিগ বসের ঘরে ৫০ দিন কাটানোর জন্য প্রায় ২ কোটি টাকা তিনি পেয়েছিলেন। শুধুমাত্র ‘টাকার জন্য’ তিনি বিগ বসে অংশগ্রহণ করেছিলেন, নিজেই স্বীকার করলেন অভিনেত্রী রিমি সেন।

এক সংবাদ মধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘কেউ খ্যাতির জন্য এই শোতে অংশ নেয়, আবার অনেকে টাকার জন্য। তবে আমি বিগ বসের ঘরে গিয়েছিলাম শুধুমাত্র টাকার জন্য। ঘরের ভিতর ৪৯ দিন কাটানোর জন্য তাঁরা আমাকে ২ কোটি ২৫ লক্ষ টাকা দিয়েছিল। এত অল্প সময় কেউই এত টাকা কামাতে পারবে না’।

তিনি আরও বলেন, নিজের ভিতরের ব্যক্তিত্বকে তুলে ধরাই বিগ বসের মূল উদ্দেশ্য। প্রত্যেকের ভিতরে কিছু খারাপ দিক রয়েছে, সেগুলোই তাঁরা বাইরে বের করে দেখানোর চেষ্টা করে। এরা কনটেস্টটেণ্টদের এমন কাজ দেয় যাঁর ফলে কনটেস্টটেণ্টদের ভিতরের সব থেকে খারাপ ব্যক্তিত্ব প্রকাশ পায় দর্শকদে।  নিজের এই খারাপ স্বতটাকেই দর্শকের কাছে উপস্থাপন করাটাই বিগ বসের আসল উদ্দেশ্য।