ভাঙলো ২৫ বছরের সম্পর্ক, বলিউড ছেড়ে নতুন জীবন শুরু করতে যাচ্ছেন রানী মুখার্জী

আর অভিনয় করবেন না, নতুন পেশা নিয়ে নতুন জীবন শুরু করলেন রানী মুখার্জি

Rani Mukherjee Exchange After Born Hospital

দীর্ঘ প্রায় ২৫ বছরেরও বেশি সময় ধরে বলিউডের (Bollywood) সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন রানী মুখার্জী (Rani Mukherjee)। বাঙালি হলেও টলিউডে কেবল একটি ছবিতে তিনি অভিনয় করেছিলেন। ইন্দ্রানী হালদার প্রসেনজিৎ চ্যাটার্জীদের সঙ্গে ‘বিয়ের ফুল’ করার পর তিনি পাকাপাকিভাবে বলিউডেই চলে যান। এতদিন সেখানে রোমান্টিক, কমেডি থেকে সিরিয়াস সাসপেন্সধর্মী ছবিতেও অভিনয় করেছেন রানী।

নায়ক ছাড়া কেবল নারীকেন্দ্রিক ছবিতেও নিজেকে মেলে ধরেছেন রানী। গত ২৫ বছরে অসংখ্য সুপারহিট ছবি তিনি উপহার দিয়েছেন দর্শকদের। তবে এবার নিজেকে নতুন ভাবে মেলে ধরার পালা। রানী মুখার্জি তাই এখন অভিনয় ছেড়ে নতুন পেশা নিচ্ছেন। বিগত কিছু সময় ধরে তাকে সিনেমার পর্দায় তেমনভাবে নিয়মিত পাওয়া যাচ্ছে না। এবার জানা গেল তার নতুন পেশার কথা।

রানী মুখার্জি এবার নাকি লেখিকা হয়ে উঠতে চান। অভিনয় ছেড়ে দিয়ে এখন নিজের জীবনের নানা জানা-অজানা গল্প তিনি লিখতে চান বইয়ের পাতায়। ২১শে মার্চ, রানী মুখার্জীর জন্মদিন। আগামী বছর তার জন্মদিনেই নাকি মুক্তি পাবে তার লেখা প্রথম বই। গত ২৫ বছর ধরে জীবনে অনেক উত্থান পতন দেখেছেন তিনি। সেই সবকিছুই এবার স্মৃতির পাতা থেকে তুলে বইয়ের পাতায় লেখা হবে।

রানীর এই বইয়ের মধ্যে কী কী বিষয়বস্তু থাকবে জানেন? রানী তার বইতে লিখেছেন ইন্ডাস্ট্রির ভাল-খারাপ সব দিকগুলোর সম্পর্কে। তার জীবনের সাফল্য, ব্যর্থতা, বলিউডের পরিচালক ও প্রযোজকদের সঙ্গে তার সম্পর্কের সমীকরণ সবই এবার তার কলমে উঠে আসবে। অর্থাৎ তিনি এতদিন পর্যন্ত যে যে অভিজ্ঞতা পেয়েছেন বলিউড থেকে, সবকিছুই ভাগ করে নেবেন ভক্তদের সঙ্গে।

নিজের বায়োগ্রাফি লিখছেন রানী। বলিউডের সংবাদমাধ্যমগুলিতে এই খবর রটে গিয়েছে। এই বিষয়ে অভিনেত্রী বলেছেন, “দেখতে দেখতে ২৫টা বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়ে দিলাম। ভারতীয় সিনেমা আমাকে অনেক কিছু দিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত আমি আমার মনের কথা কাউকে বলিনি। ইন্ডাস্ট্রিতে প্রতিটি মুহূর্তে চুলচেরা বিশ্লেষণের মধ্যে দিয়ে হয় মহিলাদের। এই বিশ্লেষণ আমার উপরেও প্রভাব ফেলেছিল। সেই সব অভিজ্ঞতার কথাও রয়েছে থাকবে এই বইতে।’’

‘রাজা কি আয়েগি বারাত’ ছবি দিয়ে বলিউডে শুরু হয়েছিল তার কেরিয়ার। তারপর তিনি অসংখ্য ছবিতে কখনও শাহরুখ, কখনও সালমান খান, কখনও বিবেক ওবেরয়, আবার কখনও সেইফ আলি খানের সঙ্গে জুটি বাঁধেন। তবে তার প্রথম ছবি ‘রাজা কি আয়েগি বারাত’ দেখেই নাকি পরিচালক আদিত্য চোপড়া তার প্রেমে পড়ে গিয়েছিলেন। তাদের সম্পর্কের কথা জানাজানি হতেই রানীর বিরুদ্ধে আদিত্যের প্রথম বিয়ে ভাঙার অভিযোগ উঠেছিল। তবে দীর্ঘ কয়েক বছর সম্পর্কে থাকার পর তারা বিয়ে করেন।