দেখতে দেখতে কেটে গেল পাঁচ মাস। অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় (Puja Banerjee) এবং কুণাল বর্মার ছেলে কৃশিবের বয়স হল পাঁচ মাস। মহাশিবরাত্রির দিন কেক কেটে জন্মদিন পালন করেছেন তারা। সেই মুহূর্তের ভিডিও রেকর্ড করে ইনষ্টগ্রামে আপলোডও করেছেন অভিনেত্রী।
হলুদ পাঞ্জাবি, সাদা পাজামায় ছেলেকে সাজিয়ে ছিলেন পূজা। ছেলের হাত ধরে শিবের মাথায় দুধও ঢেলেছেন। ছেলের কেক খাওয়ার ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করে ক্যাপশনে পূজা লেখেন, ‘আমার সোনার পাঁচ মাসের জন্মদিনের কেক। এ বার আর ওকে থামানো যাচ্ছে না।’
ছেলের নামকরণেও রয়েছে দারুন বৈচিত্র্য। কৃষ্ণ আর শিব মিলেমিশে একাকার ‘কৃশিব’ নামে। কৃশিবের নামের মধ্যে রয়েছে কৃষ্ণ এবং শিব। আবার শিবরাত্রির দিনই তার পাঁচ মাস পূর্ণ হল। এ হেন কৃশিব তো শিবরাত্রি পালন করবেই। তাই মায়ের কোলে চড়ে প্রথম শিবরাত্রি পালন করে ফেলল ছোট্ট কৃশিব।
এদিন খুদে প্রথম ভাত খেলো। মাথায় টোপর, আর ধুতি পাঞ্জাবি পরে বাবার কোলে উঠলো একরত্তি। ছবি প্রকাশ্যে আসতেই নেটিজেনরা তাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে।
View this post on Instagram
ছেলেকে নিয়েই সারাক্ষণ ব্যস্ত থাকেন অভিনেত্রী। দিন কয়েক আগে কৃশিবকে গোলাপি বিকিনি, মাথায় হেয়ার ব্যান্ড পরিয়ে মেয়ে সাজিয়েছিলেন অভিনেত্রী মা পূজা। সেই ভিডিও শেয়ার করে অভিনেত্রী লিখেছিলেন, “মেয়ে নেই তো কী হয়েছে, ছেলের সাথেই মজা করা যাক”। ‘ইটস বিকিনি শ্যুট’ গানে ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হয়।
View this post on Instagram