৪৬ বছর পর সন্তানের মুখ দেখলন প্রীতি জিন্টা, মা হওয়ার আনন্দে আপ্লুত বলিউড অভিনেত্রী

প্রেমিকার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, একাধিক সম্পর্কে ফাটল! ৪৬ বছর পর মা হলেন প্রীতি জিন্টা

Bollywood Actress Preity Zinta and Gene Goodenough Became Parents after 46 Years

জমজ সন্তানের মা হয়েছেন বলিউড (Bollywood) সুন্দরী প্রীতি জিন্টা (Preity Zinta)। প্রীতি জিন্টা এবং তার স্বামী জেন গুডেনাফের (Gene Goodenough) ঘরে ২ সদ্যজাতের আগমন হয়েছে। আনন্দে উচ্ছ্বসিত হয়ে প্রীতি টুইটারে এই সুখবরটি নেটিজেনদের সঙ্গে ভাগ করে নিয়ে লিখলেন, ‘আমাদের যমজ সন্তান জয় জিন্টা গুডেনাফ এবং দিয়া জিন্টা গুডেনাফকে স্বাগত জানাই।’ সুখবর শুনে নেটিজেনরাও বেজায় খুশি।

২০১৬ সালে জেন গুডেনাফকে বিয়ে করে চিরতরে লস অ্যাঞ্জেলসের বাসিন্দা হয়ে যান বলিউড সুন্দরী। বলিউডের সঙ্গে তার সম্পর্ক ঘুঁচেছে। আপাতত বিদেশেই জেনের সঙ্গে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন প্রীতি (Preity Zinta)। মাঝেমধ্যেই তারা দেশবিদেশ ঘুরতে বেরিয়ে পড়েন। জেনের সঙ্গে মাঝেমধ্যে নানান রোমান্টিক ছবি আপলোড করেন সোশ্যাল মিডিয়াতে। এবার দাম্পত্য জীবনের এক নতুন পর্বে প্রবেশ করলেন এই তারকা দম্পতি।

প্রীতি বৃহস্পতিবার সুখবরটি সকলের সঙ্গে ভাগ করে নিয়ে আরও লিখেছেন, “জীবনের নতুন পর্ব নিয়ে আমরা উচ্ছ্বসিত। হাসপাতালের চিকিৎসক, নার্স এবং সারোগেটকে অনেক ধন্যবাদ”। জেনের সঙ্গে বিয়ের পর ভারত থেকে অনেক দূরে সরে গেলেও প্রীতি তার দেশের একটি অনাথ আশ্রমের শিশুদের দত্তক নিয়েছেন। এবার দুই জমজ সন্তানের মাতৃত্ব উপভোগ করতে চলেছেন প্রীতি জিন্টা।

উল্লেখ্য জেনের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে প্রীতির জীবনে বিতর্ক কিছু কম ছিলনা। বারবার সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। তবে কোনখানেই থিতু হতে পারছিলেন না। পাঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিন্টার সঙ্গে নেস ওয়াদিয়ার সম্পর্কের চড়াই-উৎরাই কারোর অজানা নয়। এরপরেও কখনও পরিচালক আব্বাস টায়ারওয়ালা, কখনও বা পরিচালক কমল আমরোহি, প্রযোজক ভরত শাহ থেকে শুরু করে ছোটা শাকিল মামলাতে বারংবার জড়িয়ে পড়েছেন প্রীতি জিন্টা।

সিমলার একটি রাজপুত পরিবারে জন্ম হয়েছিল প্রীতির। তার বয়স যখন ১৩ বছর, তখন পথদুর্ঘটনায় তিনি তার বাবা-মাকে হারিয়ে ফেলেন। এরপর দীর্ঘ সংগ্রামের পর ১৯৯৭ সালে শেখর কাপুরের সূত্র ধরে ‘দিল সে’ ছবির মাধ্যমে তিনি বলিউডে প্রবেশ করেন। শেখরের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন শেখরের স্ত্রী সুচিত্রা কৃষ্ণমূর্তি। তবে তা অস্বীকার করেন অভিনেত্রী।

এরপর পরিচালক আব্বাস টায়ারওয়ালার সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়লেন প্রীতি। প্রীতির বিরুদ্ধে আব্বাসের অভিযোগ ছিল তার ছবি ‘ইশক ইন প্যারিস’ এর ডায়লগ লেখার জন্য প্রীতি তাকে যে ১৮ লক্ষ ৯০ হাজার টাকার চেক দিয়েছেন তা বাউন্স করেছে। এই নিয়ে প্রীতির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।

বলিউড অভিনেতা সালমান খানের সঙ্গেও প্রীতির সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়। সেই সময়ে ঐশ্বর্য এবং সালমানের একটি অডিও ফাঁস হয়ে গিয়েছিল। সেখানে উল্লেখ করা হয়েছিল প্রীতির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছেন সালমান। বিষয়টি নিয়ে সালমান চুপ থাকলেও প্রীতি কিছু সংবাদমাধ্যমের বিরুদ্ধে মানহানির মামলা করেন। পরে জানা যায় এই অডিওটি ছিল ভুয়ো।

এছাড়াও প্রযোজক ভরত শাহের সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের ডন ছোটা শাকিলের যোগাযোগ নিয়ে আদালতে গিয়ে সাক্ষ্য দিয়েছিলেন প্রীতি। সেই নিয়েও কিছু কম চর্চা হয়নি। পরে কমল আমরোহির সঙ্গে প্রীতি জিন্টার সম্পর্ক নিয়ে বিতর্ক তৈরি হয়। তবে প্রীতিকে নিয়ে সবথেকে বেশি বিতর্ক হয়েছিল তার এবং ব্যবসায়ী নেস ওয়াদিয়ার সম্পর্ককে কেন্দ্র করে। ওয়াদিয়া গ্রুপের উত্তরাধিকারী হওয়ার সুবাদে বম্বে ডায়িং, বম্বে বর্মণ ট্রেডিং, ব্রিটানিয়া, গো এয়ারের মতো একাধিক সংস্থার রয়েছে তার অধীনে।

২০১৪ সালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলেন প্রীতি। অভিনেত্রী অভিযোগ করেছিলেন, ঝগড়া নেস চলাকালীন এমন জোরে প্রীতির হাত ধরে টানেন যে তার চোট লাগে। এরপর তাদের সম্পর্ক ভেঙে যায়। অবশেষে প্রীতির জীবনে প্রবেশ করেন জেন। ২০১৬ সালে তাদের বিয়ে হয়। জেনের সঙ্গে প্রীতি পাড়ি দেন লস অ্যাঞ্জেলসে। এবার যমজ সন্তানের মা হয়ে নতুন জীবনের পথে পা বাড়ালেন বলিউড সুন্দরী প্রীতি জিন্টা।