বিয়ের পিঁড়িতে মৌনি রায়, সাত পাকে বাঁধা পড়ছেন নায়িকা

চলতি বছরের শুরু থেকেও বলি এবং টলি টাউনে চলছে বিয়ের মরশুম।এবার বিয়ে করতে চলেছেন অভিনেত্রী মৌনী রায় (Mouni Roy)।এখনও পর্যন্ত এই বিষয় মুখ না খুললেও অভিনেত্রীর ইনস্টাগ্রামে একই সাথে লেন্সবন্দি হয়েছে দুই পরিবার।

যে সুন্দরীর এক ঝলক হাজারও পুরুষের মনে তুফান তোলে, তার পাত্র কে? এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে দুবাইয়ের বাসিন্দা সূরজ নামবিয়ার (Suraj Nambia) সাথে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তিনি। তিনি হলেন দুবাইয়ের একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার।বর্তমানে তার প্রেমেই মজেছেন মৌনী রায়।

কিভাবে ঘটলো এই প্রেমের সূত্রপাত? জানা যাচ্ছে, লক ডাউন চলাকালীন দিদি জামাইবাবু এবং তাদের পরিবারের সাথে দুবাইতে ছিলেন মৌনী,সেই সময়ই সুরজের সাথে আলাপ হয় তার।প্রথমদিকে অবশ্য মৌনী দাবি করেছিলেন, তিনি এবং সুরাজ “জাস্ট ফ্রেন্ডস”।

কিছু মাস পরেই অবশ্য সোশ্যাল মিডিয়ায় সুরাজের মা বাবার সাথে ছবি পোস্ট করে তাদের মম এবং ড্যাড বলে সম্বোধন করেন এই অভিনেত্রী।

সম্প্রতি জানা যাচ্ছে,তাদের সম্পর্ককে বিয়ের পিঁড়িতে নিয়ে যেতে চান তারা। এই সূত্রেই দুই পরিবার মন্দিরা বেদীর বাড়িতে দেখা করে রীতিমত পাকা কথা সেরে ফেলেছেন।প্রসঙ্গত উল্লেখ্য,মৌনী এবং তার ভাইয়ের খুবই ঘনিষ্ঠ মন্দিরা বেদী।

ঘনিষ্ঠ সূত্রে খবর, শুধুমাত্র সুরাজ নন বরং তার পুরো পরিবারের সাথেই ভালো বন্ডিং তৈরি হয়েছে মৌনির।সুতরাং সুরাজের সাথেই গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি।তার অনুরাগীরা অপেক্ষা করছেন বিয়ের দিন ঘোষণার।

২০১৮ সালে অক্ষয় কুমারের বিপরীতে ‘গোল্ড’ ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন মৌনি। এর পর রাজকুমার রাওয়ের বিপরীতে ‘মেড ইন চায়না’ ছবিতেও দেখা যায় তাঁকে। অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে রণবীর-আলিয়ার সঙ্গে দেখা যাবে তাঁকে।

আরও পড়ুন : সংস্কারি বউমা টিভির পর্দায়, কিন্তু রিয়েল লাইফে সেক্স কুইন যেসব নায়িকারা