শুধু অভিনয়ে চলে না সংসার, সাইড বিজনেস খুলে কোটিপতি এই ৪ বলিউড সুপারস্টার

বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে কাজের নিশ্চয়তা থাকে না। অতি বড় তারকার হাতেও বছরের সব সময় কাজ থাকে না। তাই স্থায়ী উপার্জনের খোঁজে নামিদামি তারকারাও ব্যবসা খুলে ফেলেছেন। অভিনয়ের পাশাপাশি ব্যবসা করে বছর বছর কোটি কোটি টাকা উপার্জন করছেন তারা। বলিউডের সেই সেলিব্রিটি ব্যবসায়ীদের (Bollywood Celebrity Business Man) খোঁজ রাখেন কি? আজ এই প্রতিবেদনে জেনে নিন বলিউডের ব্যবসায়ী সুপারস্টারদের পরিচয়।

সালমান খান (Salman Khan) : সালমান খানের রয়েছে নিজস্ব একটি প্রযোজনা সংস্থার ‘সালমান খান প্রোডাকশন’। সালমান, সোহেল এবং আরবাজ, তিন ভাই পারিবারিক চলচ্চিত্র প্রযোজনা সংস্থার অংশীদার ছিলেন। তারা প্রত্যেকেই নিজ নিজ হোম প্রোডাকশন হাউসের অধীনে সিনেমা বানান। সালমান খান অ্যান্ড ব্রাদার্স কোম্পানি এ পর্যন্ত ‘পেয়ার কিয়া তো ডরনা কেয়া’, ‘হ্যালো ব্রাদার’, ‘দাবাং’ এবং আরও কয়েকটি ছবির প্রযোজনা করেছে। এছাড়া সালমান খানের একটি স্বেচ্ছাসেবী সংস্থা আছে যার নাম Human Being।

শাহরুখ খান (Shah Rukh Khan) : শাহরুখ খানকেও অভিনয়ের পাশাপাশি ব্যবসা খুলতে হয়েছে। অভিনয়ের পাশাপাশি ব্যবসাটাও তিনি ভালই বোঝেন। বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট দল কলকাতা নাইট রাইডার্সের মালিক তিনি। অভিনেত্রী জুহি চাওলার সঙ্গে অংশীদারিত্বে ২০০৮ সালে আইপিএলের কলকাতা নাইট রাইডার্স কিনেছিলেন শাহরুখ।

অক্ষয় কুমার (Akshay Kumar) : অক্ষয় কুমার এবং শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা বেস্ট ডিল টিভির মালিকানায় আছেন। এটি একটি হিন্দি ২৪/৭ হোম শপিং টেলিভিশন চ্যানেল। ফ্রি টু এয়ার এবং সব ধরনের প্রধান কেবল ও DTH প্ল্যাটফর্মেই রয়েছে এই চ্যানেল।

হৃত্বিক রোশন (Hrithik Roshan) : হৃত্বিক রোশনের নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড HRX রয়েছে। তিনি তার ফ্যাশন ব্র্যান্ডের বেশিরভাগ অংশীদারিত্ব ফ্লিপকার্টের আওতাভুক্ত Myntra শপিং পোর্টালের কাছে বিক্রি করে দিয়েছেন। এছাড়া মুম্বাইতে সেন্টার কাল্ট নামের একটি জিম ও ব্যাঙ্গালোরের একটি ফিটনেস জিম কিউরফিটে তার ইকুইটি শেয়ার রয়েছে।