মোটা বলে শুনতে হত কটাক্ষ! ১৫ কেজি ওজন কমিয়ে ‘হট বোম্ব’ ভারতী সিং

সোশ্যাল মিডিয়ার যুগে বলিউড (Bollywood) নায়িকাদের সমালোচনা করাটা যেন আরও বেশি সহজ হয়েছে। গোটা বলিউড খুঁজলেও এমন একজন নায়িকাকে পাওয়া যাবেনা যাকে শরীরের গঠন নিয়ে কটাক্ষ সম্মুখীন হতে হয়নি। তা সে বিশ্বসুন্দরী ঐশ্বর্য রায় হোন বা লাফটার কুইন ভারতী সিং (Bharti Singh)। নায়িকাদের বডি শেমিং করাটা যেন নেটিজেনদের একচেটিয়া অধিকার হয়ে দাঁড়িয়েছে!

তবে এবার আর ভারতী সিংকে তার ওজন নিয়ে আর কটাক্ষ করতে পারবেন না কেউ। এতদিন মোটা চেহারা নিয়ে সকলকে বিনোদনের খোরাক যুগিয়েছেন ভারতী। কমিক সেন্স দিয়ে লোক হাসিয়েছেন। তবে এবার তাকে দেখে অবাক হওয়ার পালা নেটিজেনদের। কারণ সেই মোটাসোটা চেহারার ভারতী আজ একেবারে বলিউড সুন্দরীদের মতো স্লিমট্রিম ফিগার নিয়ে হাজির ক্যামেরার সামনে।

দ্য কপিল শর্মা শো’য়ের স্ট্যান্ড আপ কমেডিয়ান ভারতী সিংয়ের এই শারীরিক পরিবর্তন দর্শকদের অবাক করে দিয়েছে। ভারতী জানাচ্ছেন, রোগা হওয়াটা তার লক্ষ্য ছিল না। তিনি শুধু ফিট থাকতে চেয়েছিলেন। তার ফলশ্রুতিতে আজ তিনি নিজের শরীর থেকে বাড়তি ১৫ কেজি ওজন ঝরিয়ে ফেলেছেন। দুর্দান্ত ফিটনেস নিয়ে টেক্কা দিচ্ছেন বলিউড সুন্দরীদের।

একটি সাক্ষাৎকারে ভারতী বলেন, “ওজন কমানো বা স্লিম হওয়া কখনই আমার উদ্দেশ্য ছিল না। আমি কেবল ফিট হওয়ার জন্য এই ডায়েট শুরু করেছি। আমি একজন ডায়াবেটিক রোগী, এবং কোভিড দ্বিতীয় তরঙ্গের সময় আমি বুঝতে পেরেছিলাম যে আমি নিজের কাজ নিজে করতে পারছি না কারণ আমি শ্বাস ধরে রাখতে পারছিনা।” এরপরই তিনি নিজের ওজন কমানোর দিকে নজর দিলেন।

কিন্তু কীভাবে সেই অসাধ্য সাধন হলো? লাফটার কুইনের কথায়, “প্রথম দিকে, প্রথম ১০-১৫ দিনের মধ্যে, আমি অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলাম। আমি মাঝরাতে ঘুম থেকে উঠে রাতের খাবার থেকে ম্যাগি বা অবশিষ্ট সবজি খেতাম। তার ডায়েট প্ল্যান সম্পর্কে কথা বলতে গিয়ে ভারতী সিং বলেন, “আমি কোন ডায়েট অবলম্বন করিনি, আমি শুধু ১৫-১৬ ঘন্টা উপোস করেছিলাম এবং বাড়িতে তৈরি খাবার যেমন চা, ডিম, সবজি, কড়ি-চাওয়াল ইত্যাদি খেয়েছি। ”

নিজের ওজন কমানোর সফরে ভারতী তার স্বামী হর্ষ লিম্বাচিয়াকে সর্বদা নিজের পাশে পেয়েছেন। হর্ষ সর্বদা উৎসাহ যুগিয়ে বলেছেন, “রোগা হতে হবে না কিন্তু ফিট থাকো।” ভারতী আরও জানিয়েছেন শীঘ্রই তারা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন। তাই হবু সন্তানের জন্য তাকে সুস্থ থাকতে হবে। এভাবেই নিজের ফিটনেস রহস্য ফাঁস করে বহু মহিলার অনুপ্রেরণা হয়ে উঠলেন লাফটার কুইন ভারতী সিং।