“যে রাঁধে সে চুলও বাঁধে। আমরা নারী আমরা পারি।” মেয়েরা নিজেদের সংসার সামলাতে একাই একশো একথা আমরা সবাই জানি এবং মানি। শুধু বাড়ির কাজ না দরকার পড়লে বাইরের কাজ সবই সুন্দর ভাবে করতে পারে। লকডাউনে এমনই প্লট এর উপর শুরু হয়েছিল স্টার জলসার (Star Jalshar) নতুন ধারাবাহিক ভাগ্যলক্ষী (Bhaggolokkhi)।
ধারাবাহিকে দেখিয়েছে এক অনাথ ক্লাস ১২ পাস করা ভাগ্যশ্রীর জীবনের কথা। নায়ক বোধয়ন এর বিয়ের দিন তার শাড়ির দোকান বন্ধ হয়ে যায়। ভাগ্যশ্রীর বুদ্ধির জোরে সেই বন্ধ শাড়ির ব্যবসার হাল সামলায়। আর অন্য দিকে দেওর জাও শাশুড়ি কে নিয়ে সুন্দর ভাবে সংসার ও করে। এই ধারাবাহিক এর কাহিনী দর্শক দের খুব ই মনে ধরেছে।
ইতিমধ্যে ধারাবাহিক এর সময় পরিবর্তন হয়েছে। রাত ৯ টার পরিবর্তে বিকাল ৪:৩০ সম্প্রচারিত হচ্ছে। আর এই জন্য ধারাবাহিকের দর্শক দের মধ্যে জনপ্রিয়তা কমে আসছিল। এর মধ্যে এই ধারাবাহিক শেষ হওয়ার জল্পনা ঘিরে মন ভেঙেছে দর্শক দের।
গত ৮ মাস একটা পরিবারের মতো করেই কাজ করেছিলেন ‘ভাগ্যলক্ষ্মী’ পরিবারের সদস্যরা। সিরিয়ালটিও ছিল একটি পরিবারের গল্পকে কেন্দ্র করে। ধীরে ধীরে এগিয়েছিল গল্পের বুনন। কিন্তু হঠাৎই সেই ধারাবাহিক বন্ধ করার সিদ্ধান্ত নেয় চ্যানেল কর্তৃপক্ষ।
View this post on Instagram
সূত্রের খবর চলতি মাসে এই ধারাবাহিক শেষ হতে পারে। প্রথমে সেভাবে কেউ কিছু না জানালেও আভাস দিয়েছিলেন ধারাবাহিকের অন্যতম চরিত্র রোহিনী। যেখানে অভিনেত্রী মেক আপ রুমে বসে একটি ভিডিও করেন যেখানে, বোধায়ন গলা ছেড়ে ‘চান্না মেরেয়া’ গান গাইছেন, আর মেক-আপ করতে ব্যস্ত রোহিনী। নীচে ক্যপশানে লেখেন,‘খুব মিস করব এই মেক আপ রুম ড্রামা গুলো’।
View this post on Instagram
গতকাল ভাগ্যলক্ষী ধারাবাহিকের শেষ শ্যুটিং ছিল। দুঃখ হলেও শেষ দিন সেটে পুরো পরিবারের দেখা মিললো। এই দিন খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। মেনুতে ছিল, ভাত,ডাল, পাতি লেবু, স্যালাড, আলু ভাজা, পাঁঠার মাংস, মিষ্টি, কাঁচা গোল্লা আর মিষ্টি দই। শেষ দিন বেশ মজা করে খাওয়া দাওয়া করলেন।