দীঘা-পুরী নয়, মাত্র ৫০০ টাকায় ঘুরে আসুন এই টুরিস্ট স্পটগুলো থেকে

কলকাতার খুব কাছেই এক টুকরো স্বর্গ, কম খরচে ঘুরে আসুন এই টুরিস্ট স্পটগুলো থেকে

Tourist Spot Near Kolkata : কাজের চাপে মাঝে মাঝেই মনে হয় কোথাও যেন ঘুরে আসি। কিন্তু সব সময় তা হয়ে ওঠে না। দূরে কোথাও ভ্রমণের জন্য অনেক আগে থেকেই টিকিট কাটতে হয়, প্ল্যান করতে হয় এবং হোটেল বুকিং করতে হয়। ফলে ইচ্ছে হলেই হঠাৎ করে দূরের কোন ট্রিপ করা যায় না। কিন্তু যদি কাছাকাছি কোথাও ঘুরে আসতে হয় তাহলে হঠাৎ করেই প্ল্যানিং করে নেওয়া যায়। চলুন আজ আপনাদের বলব এমন ৫ টি জায়গা যা কলকাতা (Kolkata) থেকে ঢিল ছোড়া দূরত্বে, কিন্তু আপনাকে এনে দেবে ছুটির আমেজ (Best Tourist Spot Near Kolkata)

রায়চক (Raichak) : কলকাতা থেকে মাত্র ৫৫ কিলোমিটার দূরে ডায়মন্ড হারবারের কাছে একটি শহর হল এই রায়চক। এখানে গেলে আপনি পাবেন এমন একটি দুর্গ, যাকে পরবর্তীকালে পাঁচতারা হোটেলে রূপান্তরিত করা হয়েছে। এই হোটেলে গেলে নদীর তীরে কিছুটা সময় কাটিয়ে আসতে পারবেন আপনি, এছাড়া চাইলে গঙ্গা ভ্রমনও করতে পারেন। কলকাতা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে একান্ত সময় কাটানোর জন্য এত সুন্দর জায়গা আর হয় না।

Taki

   

টাকি (Taki) : অনেকে এই স্থানকে বলে ‘মিনি সুন্দরবন’। সুন্দরী গরান, গোল পাতার জঙ্গলের মধ্যে শান্ত নিরিবিলি একটি স্থান হলো এই টাকি। এখানে গেলে আপনি ইছামতি নদীর তীরে দেখতে পাবেন মাছরাঙ্গা দ্বীপ, যেখানে শান্ত এবং নিরিবিলি স্থানে কিছুটা সময় কাটিয়ে আসতে পারবেন আপনি। মাত্র ১০০ টাকা খরচ করলেই আপনি দেখতে পাবেন এখানকার সমস্ত ঐতিহাসিক স্থান।

তাজপুর (Tajpur) : দিঘার পাশাপাশি এই তাজপুর এখন মানুষের ভীষণ পছন্দের একটি স্থান কারণ খুব নিরিবিলি এবং শান্ত পরিবেশে দীঘার সমুদ্রের আনন্দ উপভোগ করা যায় তাজপুরে এলে। তাজপুরে গেলে আপনি দেখতে পাবেন প্রচুর লাল কাঁকড়া। মন্দারমনির মত একেবারে নিরিবিলি নয় আবার দীঘার মত কোলাহল মুখর নয়, মাঝামাঝি নিঝঞ্ঝাট এই জায়গায় একবার গেলে আপনার ভালো লাগবেই।

Bakkhali

বকখালি (Bakkhali) : দক্ষিণবঙ্গ জুড়ে যে বিভিন্ন বদ্বীপ রয়েছে তার মধ্যে অন্যতম হলো এই বকখালি। এখানে আপনি সমুদ্র দেখতে পাবেন কিন্তু সেই সমুদ্র ভীষণ শান্ত। আপনি চাইলে বকখালি থেকে হেনরি আইল্যান্ডে ঘুরে আসতে পারেন। সারা সপ্তাহ কাজের চাপ সামলে শুধুমাত্র একান্তে যদি কিছুটা সময় কাটাতে চান তাহলে বকখালির মত আর ভালো জায়গা হয় না।

আরও পড়ুন : পৃথিবীর এই শহরগুলোতে পোশাক পরা নিষিদ্ধ, না মানলে দিতে হবে মোটা জরিমানা

Kolaghat

আরও পড়ুন : ভুলে যান দীঘা-পুরি, কম খরচে ঘুরে আসুন বাংলার খুব কাছে ভারতের নায়গ্রা থেকে

কোলাঘাট (Kolaghat) : দীঘা, মন্দারমনি, তাজপুর যেখানেই যান না কেন আপনাকে কোলাঘাট পেরিয়ে যেতেই হবে। কলকাতা থেকে মাত্র ৭৫ কিলোমিটার দূরে এই কোলাঘাটে আপনি লংড্রাইভ এ যেতেই পারেন আপনার পার্টনারের সঙ্গে। রূপনারায়ণ নদীর তীরে বিকেলে সূর্যাস্ত দেখতে দেখতে ভালোবাসার কথা বলার জন্য এই জায়গাটির কোন বিকল্পই হয় না।