বাড়িতে লাগান এই কয়েকটি গাছ, বাড়ি থেকে বাপ বাপ বলে পালাবে মশা

বাড়ি থেকে চিরতরে দূর করুন মশা, আজই লাগান এই ১০টি গাছ

Best Mosquito repelling Plants : গ্ৰীষ্ম প্রধান দেশ হল ভারত। প্রায় সারা বছরই গরম থাকে এদেশে। তবে গ্ৰীষ্মকাল মানে শুধুমাত্র তাপমাত্রা বৃদ্ধি নয়, এই সময় মশা (mosquito)-র উপদ্রবও‌ খুব বেড়ে যায়। আর মশার কামড় থেকে বিভিন্ন ধরনের রোগ ছড়ায় যার মধ্যে সবচেয়ে কমন হল ম্যালেরিয়া (Malaria)ডেঙ্গু (dengue)

মশা তাড়ানোর কয়েল, তেলের রাসায়নিক যুক্ত ধোঁয়া মশা তাড়ায় ঠিকই, তবে তা আমাদের স্বাস্থ্যের জন্যেও মারাত্মক ক্ষতিকর! রাসায়নিক যুক্ত এই ধোঁয়ার প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে আমাদের শ্বাসযন্ত্র। তাহলে উপায়? মশা তাড়ানোর সবচেয়ে সহজ একটি উপায় হলো গাছ লাগানো। কয়েকটি গাছ আছে যা বাড়িতে রাখলে মশা আর আসবে না (Best Plants and Herbs to Naturally Repel Mosquitoes)

ল্যাভেন্ডার : মশা তাড়াতে ল্যাভেন্ডার গাছও বেশ উপকারী। বাড়িতে এ গাছ থাকলে এই গাছের গন্ধে কোনো কীটপতঙ্গ প্রবেশ করতে পারে না। ইঁদুরও ক্ষতি করে না এই গাছের। তাই সামান্য রৌদ্রজ্জ্বল স্থানে এ গাছ রেখে দিতে পারেন। ঘরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি এই গাছ বিরক্তিকর পতঙ্গসহ মশাকেও তাড়াবে অনায়াসেই।

লেমন গ্রাস : এই গাছটি দেখতে অনেকটা পুদিনা পাতার মতো, তবে পুদিনা পাতা নয়। একেবারে অযত্নেও এই গাছটি খুব দ্রুত বেড়ে ওঠে। লেমন গ্রাস বাড়িতে থাকলেই যে মশা চলা যাবে তা নয়। তবে বলা হয়, এর গন্ধ মশাকে দূরে সরিয়ে দিতে কার্যকরী ভূমিকা নেয়। তবে লেমন গ্রাস যদি জলে ফুটিয়ে নিয়ে তা দিয়ে ঘরে মেজে মোছা যায়, তাহলে তা মশা তাড়াতে উপকারি।

Natural way to kill Mosquitoes

লেবু পাতা : লেবু পাতার গন্ধ মশা, মাছি একেবারেই সহ্য করতে পারে না। তাই মশা তাড়াতে বাড়িতে লেবু গাছও লাগাতে পারেন।রোজমেরি : রোজমেরির গন্ধ মশাকে অনেকটাই দূরে রাখে। এর একটি অদ্ভূত গন্ধ রয়েছে, সেই গন্ধই মশাকে কাছে ঘেঁষতে দেয় না। গরম ও শুষ্ক তাপমাত্রায় রোজমেরি ভাল জন্মায়। আরও পড়ুন- বৈশাখে বিয়ের মরশুমে চুলের সৌন্দর্য ‘এক চুলও’ কমতে দেবেন না! সহজ উপায় একনজরে

ক্যাটনিপ : এই গাছে এক প্রকারের প্রাকৃতিক উদ্ভিজ কেমিক্যাল রয়েছে, যা বিড়ালের পছন্দ এবং মশা, মাছি, পোকামাকড়কে দূর করে। এই গাছ পোকামাকড় তাড়ানোর উপাদানের চাইতেও বেশি কার্যকর। আলো-বাতাস আসে এমন স্থানে খুব সহজেই এই গাছ বেড়ে ওঠে।

গাঁদা : গাঁদা গাছ বাড়িতে থাকলে মশার পরিমাণ কমে। ইন্ডোর প্ল্যান্ট হিসাবে বহু ধরনের গাঁদা গাছ পাওয়া যায়, আর তা থেকেই চলে যায় মশা। বাড়িতে দরজার সামনে এই গাছ রাখলে কাজ দেয়।

বেসিল : বেসিল যদি বাড়িতে থাকে, তাহলে তা খুবই কাজ দেয়। এর গন্ধেই দূরে সরে যায় মশা। ছোট্ট একটি পাত্রে বেসিল যদি ঘরে রাখা যায়, তাহলে তা কার্যকরী ফল দেয় মশা তাড়াতে।

আরও পড়ুন : করুন এই একটি ছোট্ট কাজ, বাড়ি থেকে বাপ বাপ বলে পালাবে মাছি

তুলসী : বাড়িতে তুলসী গাছ রাখলেও তা রোগ বিপত্তি থেকে যেমন রক্ষা দেয় বিভিন্ন ঔষধীগুণে, তেমনই মশা সহ বিভিন্ন পোকামাকড় তাড়াতে তুলসী খুবই কার্যকরী ফল দেয়।

পুদিনা : এমনকি পুদিনা পাতাও বাড়িতে রাখলে তা ভাল ফল দেয়। এর গন্ধে মশা দূরে চলে যায় বলে জানা যায়। এছাড়াও সিট্রোনেলা গ্রাস মশা তাড়াতে খুবই উপকারি।

আরও পড়ুন ‌: করুন এই একটি ছোট্ট কাজ, বাড়ি থেকে বাপ বাপ বলে পালাবে মশা