মাসের বাজেট মাত্র ১৫০ টাকা, রিচার্জ করতে হবে মোবাইল নম্বর, কিন্তু যেভাবে দিন কে দিন রিচার্জের প্ল্যান বেড়ে যাচ্ছে এতে রীতিমতো মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের। ভাবছেন তো কোন রিচার্জ আপনার সাধ্যের মধ্যে হবে?চলুন জেনে নিই Jio, Airtel, Vodafone-এর রিচার্জ প্ল্যান সম্পর্কে।
১৫০ টাকার মধ্যে Jio-এর প্ল্যান
১৫০ টাকার মধ্যে জিও’র রিচার্জ অফার রয়েছে তিনটি। প্ল্যানগুলি হলো ৯৮+১০, ১২৯ ও ১৪৯।
৯৮+১০ টাকার প্ল্যানে ২৮ দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। জিও থেকে জিও আনলিমিটেড কল। অন্য নেটওয়ার্কে ১০ টাকার টপ-আপ থেকে মিনিটে ৬ পয়সা করে চার্জ করবে।
১২৯ টাকার প্ল্যানে জিও থেকে জিও আনলিমিটেড কল, নন নেট কলে ১০০০ মিনিট ফ্রি, ২ জিবি ইন্টারনেট, ৩০০ টি এসএমএস। ভ্যালিডিটি ২৮ দিনের জন্য।
১৪৯ টাকার প্ল্যানে জিও থেকে জিও আনলিমিটেড কল ফ্রি, নন নেট কলে রয়েছে ৩০০ মিনিট। ১ জিবি করে ইন্টারনেট প্রতিদিন, ১০০ টি করে এসএমএস। বৈধতা ২৪ দিন।
১৫০ টাকার মধ্যে Vodafone-এর প্ল্যান
ভোডাফোনের পাঁচটি প্ল্যান রয়েছে।এরমধ্যে ৪৮ ও ৯৮ টাকার প্ল্যান দুটিতে কোন কলিংয়ের সুবিধা নেই। শুধু ৩ জিবি, ৬ জিবি করে ইন্টারনেট রয়েছে।
৯৯ টাকার একটি প্ল্যান রয়েছে তাতে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল, ১ জিবি ইন্টারনেট, ১০০ টি এসএমএস ফ্রি। অফারটি ১৮ দিনের জন্য।
আরও পড়ুন :- Vodafone-এর Unlimited রিচার্জ প্ল্যান, এক রিচার্জেই সব ফ্রী
১২৯ টাকায় প্ল্যানটিতে ৩০০ টি এসএমএস পাবেন, অফারটি থাকবে ২৪ দিনের জন্য। আনলিমিটেড যেকোনো নেটওয়ার্ক।
১৪৯ টাকার প্ল্যানটিতে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল, ২ জিবি ইন্টারনেট, ৩০০ এসএমএস, বৈধতা ২৮ দিনের।
১৫০ টাকার মধ্যে Airtel-এর প্ল্যান
৪৮ টাকার প্ল্যানটিতে কলিংয়ের সুবিধা নেই, ৩ জিবি ইন্টারনেট রয়েছে। ৯৮ টাকার প্ল্যানটিতে রয়েছে ৬ জিবি ইন্টারনেট। এতেও কলিংয়ের কোন সুবিধা নেই।
আরও পড়ুন :- কোন নেটওয়ার্ক দিচ্ছে সবথেকে বেশি সুবিধা? দেখে নিন প্ল্যান
৯৯ টাকার প্ল্যানটিতে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল, ইন্টারনেট ১ জিবি, ১০০ এসএমএস, ১৮ দিনের জন্য।
আরও পড়ুন :- এক রিচার্জেই সব ফ্রী, Airtel-এর সব Unlimited প্ল্যান
১২১ টাকার প্ল্যানটিতে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল, ১ জিবি ইন্টারনেট, ৩০০ এসএমএস, ২৪ দিনের জন্য।
১৪৯ টাকায় যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলের সাথে ২ জিবি ইন্টারনেট, ৩০০ এসএমএস ফ্রি। এই প্যাকটি ২৮ দিনের জন্য।