নতুনদের ভিড়েও পুরনোই সেরা, দর্শকদের মতে জনপ্রিয়তার বিচারে আজও সেরা এই ধারাবাহিকগুলো

নিত্যনতুন সিরিয়ালের (Bengali Mega Serial) ভিড়ে দর্শকরা রীতিমত হাঁসফাঁস করছেন ইদানিং। কোনটা ছেড়ে কোনটা দেখবেন ভেবে উঠতেই পারছেন না তারা। কিন্তু দিন কতক নতুন সিরিয়াল দেখার পরই দর্শকদের আগ্রহের পারদ যেন নিচে নেমে যাচ্ছে। এত শত ধারাবাহিকের ভিড়েও দর্শকরা খুঁজে ফেরেন সেই পুরনো দিনের আমেজ, যা কেবল শুধু পুরনো দিনের সিরিয়ালেই পাওয়া যেত। আজ এই প্রতিবেদনে রইল দর্শকদের বিচারে জি বাংলার (Zee Bangla) সেরকমই কিছু সেরা ধারাবাহিকের নাম।

এক আকাশের নীচে (Ek Akasher Niche) : ২০০০ সালের এই ধারাবাহিকটি আজও মনে রেখেছেন জি বাংলার দর্শকরা। ধারাবাহিকটি সর্বসাকুল্যে প্রায় ৫ বছর চলেছিল। সে সময় জি বাংলার নাম ছিল আলফা বাংলা। জি বাংলা সব থেকে প্রাচীনতম ধারাবাহিক ‘এক আকাশের নীচে’তে অভিনয় করেছিলেন টলিউডের তাবড় তাবড় অভিনেতা এবং অভিনেত্রীরা। এদের মধ্যে ছিলেন সুমিত্রা মুখোপাধ্যায়, অরিন্দম শীল, রজতাভ দত্ত, শাশ্বত চ্যাটার্জী, রিতা দত্ত চক্রবর্তী, অপরাজিতা আঢ্যসহ অন্যান্যরা।

রাজা অ্যান্ড গজা (Raja And Goja) : কমেডি নির্ভার এই ধারাবাহিকটি ৮ থেকে ৮০ সকলেরই অত্যন্ত পছন্দের তালিকায় ছিল। রাজা-গজার দুষ্টু-মিষ্টি মজার মজার কান্ড কারখানা দেখতে দেখতে হেসে গড়াতেন দর্শকরা। সৌরভ বন্দ্যোপাধ্যায় এই ধারাবাহিকে রাজা চরিত্রে অভিনয় করেছিলেন। গজার চরিত্রে অভিনয় করেছিলেন অম্বরীশ ভট্টাচার্য।

সুবর্ণলতা (Subarnolota) : জনপ্রিয় লেখিকা আশাপূর্ণা দেবীর ‘সত্যবতী’ ট্রিলজির দ্বিতীয় পার্ট থেকে জি বাংলা এনেছিল ‘সুবর্ণলতা’ ধারাবাহিকটি। উনবিংশ শতাব্দীতে সংসারের ঘেরাটোপে আবদ্ধ স্বাধীনতাকামী একজন নারী সমাজের কঠোর সংস্কারের প্রতিবাদ করে। সুবর্ণলতার এই চরিত্রটি দর্শকরা বেশ পছন্দ করেছিলেন। এই ধারাবাহীকে অভিনয় করেছিলেন অনন্যা চ্যাটার্জী, বিশ্বনাথ বসু, সাবিত্রী চ্যাটার্জী এবং অন্যান্যরা।

গোয়েন্দা গিন্নী (Goyenda Ginni) : এই ধারাবাহিকের নায়িকা সংসার করার পাশাপাশি বুদ্ধি খাটিয়ে একাই ঘরে-বাইরে বিভিন্ন রহস্যের সমাধান করে ফেলতেন। তথাকথিত গোয়েন্দা বা পুলিশ অফিসার না হয়েও গোয়েন্দা গিন্নীর রহস্য সমাধান করার ভঙ্গিমা নজর কেড়েছিল দর্শকদের।

Indrani Haldar is Coming Back with Goyenda Ginni Season 2

এই ধারাবাহিকে অভিনয় করেছিলেন ইন্দ্রানী হালদার, ইন্দ্রজিৎ বসু, সাহেব চ্যাটার্জী এবং আরও অনেকে। আজও পরমাকে ভুলতে পারেননি দর্শকরা। আজও সোশ্যাল মিডিয়াতে এই ধারাবাহিকের পরবর্তী সিজন আনার দাবিতে সোচ্চার হোন দর্শকরা। গোয়েন্দা গিন্নীর দ্বিতীয় সিজন কবে আসে সেটাই এখন দেখার।