টিআরপিতে ‘নিম ফুলের মধু’র জয়জয়কার, কে হল বেঙ্গল টপার? চমকে দেবে টিআরপি তালিকা

গুনে গুনে ঠিক সাত দিন পর আবার প্রকাশিত হল বাংলা ধারাবাহিকের (Bengali Mega Serial) রেজাল্ট। বৃহস্পতিবার সকাল থেকেই দর্শকদের উৎসাহ থাকে টিআরপি (TRP) ফলাফল জানার জন্য। অবশেষে এসে গেল বহু প্রতীক্ষিত সেই রেজাল্ট। অন্যান্য সপ্তাহের মতো এই সপ্তাহেও অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa) হয়েছে সবার সেরা। স্টার জলসার (Star Jalsha) এই সিরিয়াল ৯ নম্বর পেয়ে সবাইকে ছাপিয়ে প্রথম স্থান দখল করেছে।

এদিকে জি বাংলার (Zee Bangla) সিরিয়ালগুলোর মধ্যে জগদ্ধাত্রী রয়েছে দ্বিতীয় স্থানে। ৮.৩ নম্বর পেয়েছে এই সিরিয়ালটি। তবে অনুরাগের ছোঁয়া বিশাল নম্বরের ব্যবধানে প্রথম স্থান দখল করে রেখেছে। এদিকে আবার নিম ফুলের মধু নম্বর বাড়িয়ে তৃতীয় স্থানে পৌঁছে গিয়েছে। পর্ণার কাণ্ডকারখানা দর্শকরা ভালই উপভোগ করছেন। যৌথ পরিবারকে বাঁচাতে বাড়িতে ডাকাতি করানোর প্ল্যান দর্শক ধরে রাখতে কাজ করছে।

NEEM PHULER MODHU

নিম ফুলের মধু এই সপ্তাহে ৭.৮ নম্বর পেয়েছে। টিআরপির সেরা দশের তালিকায় তৃতীয় স্থান পেয়েছে এই সিরিয়াল। চতুর্থ স্থানে রয়েছে গৌরী এলো। এই সিরিয়ালের প্রাপ্ত‌ নম্বর ৭.৭। পঞ্চম স্থানে রয়েছে খেলনা বাড়ি। ৭.৫ নম্বর পেয়েছে এই সিরিয়ালটি। পঞ্চমী সিরিয়ালটি রয়েছে ষষ্ঠ স্থানে। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৭।

সপ্তম স্থানে রয়েছে জি বাংলার আরেকটি সিরিয়াল রাঙা বউ। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৬ । অষ্টম স্থানে রয়েছে মেয়ে বেলা। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৪। নবম স্থানে রয়েছে বাংলা মিডিয়াম। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.২। মিঠাই রয়েছে দশম স্থানে। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.১।

ANURAGER CHHOWA

অনুরাগের ছোঁয়া এই সপ্তাহ থেকে মুকুটের মুখোমুখি হতে চলেছে। এর আগে তোমার খোলা হাওয়াকে একদিনের জন্য স্লট পেতে দেয়নি অনুরাগের ছোঁয়া। এরকম একটা কড়া প্রতিদ্বন্দ্বীর বিপরীতে জি বাংলার নতুন সিরিয়াল কেমন ফলাফল করবে সেটাই দেখার। অন্যদিকে আবার মেয়েবেলা এবং নিম ফুলের মধুও ধীরে ধীরে টিএমপি বাড়াচ্ছে।

MEYE BELA

রূপা গঙ্গোপাধ্যায়ের অভিনয়কে যতই ‘মাতালের মত’ বলে সমালোচনা হোক না কেন, মৌ এবং ডোডোর মধ্যে ফাটল ধরানো নিয়ে বীথিকে যতই অসহ্য মনে হোক না কেন দর্শকরা যে সিরিয়ালটিকে উপভোগ করছেন তা বলাই বাহুল্য। ভবিষ্যতে মেয়েবেলা এবং নিম ফুলের মধুর টিআরপি আরও বাড়ার সম্ভাবনা দেখা দিচ্ছে।