লক্ষ্মী কাকিমার ম্যাজিকে ঘুরে দাঁড়ালো জি বাংলা, টিআরপি তালিকায় ব্যাপক রদবদল

এবারেও জিততে পারলো না মিঠাই (Mithai)। টানা চার সপ্তাহ ধরে গাঁটছড়ার (Gantchhora) কাছে কোণঠাসাই হয়ে রইল প্রাক্তন ‘বেঙ্গল টপার’ মিঠাই রানী। অন্যান্য বারের মতো এবারেও মাথার মুকুট ছিনিয়ে নিয়ে গেল গাঁটছড়া। শুধু তাই নয়, এই সপ্তাহের টিআরপি (TRP) তালিকায় হল বেনজির পরিবর্তন। লক্ষ্মী কাকিমার ম্যাজিকের কাছে ফিকে রয়ে গেল মন ফাগুন। কাজেই স্টার জলসা এবং জি বাংলার মধ্যে ফের হাড্ডাহাড্ডি লড়াই বেঁধেছে।

ঋদ্ধিমান এবং খড়ির শিবরাত্রি স্পেশাল পর্ব দর্শককে যে চ্যানেল ঘোরাতেই দেয়নি তার প্রমাণ এই সপ্তাহের টিআরপি। ১০.২ পয়েন্ট পেয়ে সেরার সেরা স্থানেই রইল গাঁটছড়া। দ্বিতীয় স্থানে রইল আলতা ফড়িং। স্টার জলসার এই ধারাবাহিক পেয়ে গিয়েছে ৯.৫ নম্বর। প্রথম থেকেই বাজিমাত করছে স্টার জলসার এই দুই ধারাবাহিক। টিআরপি আসন থেকে তাদের সরানো ক্রমশ কঠিন হয়ে পড়ছে।

Mithai Proves that Shome is not Samaresh`s Biological Father

তবে মিঠাই অনুরাগীদের মন খারাপের কারণ নেই। কারণ ৯.১ নম্বর পেয়ে সেরা তিনে ঠাঁই পেয়েছে জি বাংলার টপার। চতুর্থ স্থান ফের স্টার জলসা দখল করে নিয়েছে ৮.৩ নম্বর পেয়ে চতুর্থ স্থান দখল করেছে ধূলোকণা। পঞ্চম স্থান একসঙ্গে দখল করে নিয়েছে স্টার জলসা এবং জি বাংলা। লক্ষ্মী কাকিমা সুপারস্টার ৮.২ নম্বর পেয়ে রয়েছে পঞ্চম স্থানে। ওই একই নম্বর পেয়ে আয় তবে সহচরীও পঞ্চম স্থানেই রয়েছে।

এদিকে লক্ষ্মী কাকিমার দাপটে অনেকটাই পিছিয়ে পড়েছে মন ফাগুন। একের পর এক টুইস্ট থাকা সত্ত্বেও ৮.১ নম্বর পেয়ে ষষ্ঠ স্থানে চলে গিয়েছে এই ধারাবাহিক। গত সপ্তাহের তুলনায় অনুরাগের ছোঁয়াও কিছুটা পিছিয়ে পড়েছে।

৭.৭ নম্বর পেয়ে সপ্তম স্থানে পিছিয়ে পড়েছে অনুরাগের ছোঁয়া। অষ্টম স্থানে রয়েছে খুকুমণি হোম ডেলিভারি। ধারাবাহিকে প্রাপ্ত নম্বর ৭.৩। নবম এবং দশম স্থানে জি বাংলার দুটি ধারাবাহিক রয়েছে। নবম স্থানে রয়েছে উমা, প্রাপ্ত নম্বর ৭.২। দশম স্থানে রয়েছে পিলু, প্রাপ্ত নম্বর ৭.১।