ধুয়ে মুছে সাফ লক্ষ্মী কাকিমা, উড়ে গেল ধূলোকণা, টিআরপি তালিকায় ব্যাপক রদবদল

নিয়মমাফিক বৃহস্পতিবার প্রকাশিত হল এই সপ্তাহের টিআরপি (TRP) ফলাফল, যে দিকে নজর থাকে গোটা বাংলার ধারাবাহিক অনুরাগীদের। বিগত কয়েক সপ্তাহ ধরেই গাঁটছড়ার (Gantchhora) কাছে কোণঠাসা মিঠাই (Mithai)। টিআরপি তালিকায় এই সপ্তাহে কি নিজের জায়গা ফিরে পেল মিঠাই? এগিয়ে কে? সেরা দশের তালিকা থেকে বাদ পড়লো কারা? রইল এই সপ্তাহের সেরা দশের সম্পূর্ণ রিপোর্ট কার্ড।

এই সপ্তাহের রিপোর্ট কার্ড দেখে ফের মন খারাপ হয়ে গেল মিঠাই ভক্তদের। একটুর জন্য গাঁটছড়ার কাছে পরাজিত মিঠাইরানী। নম্বর বাড়িয়েও গাঁটছড়াকে টেক্কা দিতে পারল না মিঠাই। ৯.৯ নম্বর পেয়ে সেরার সেরা ফের গাঁটছড়া। মাত্র ০.৪ নম্বর পেয়ে মিঠাই দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহের তুলনায় ০.২ নম্বর বেড়ে ৯.৩ পেয়েও মিঠাই দ্বিতীয়।

তৃতীয় স্থানে রয়েছে আলতা ফড়িং, প্রাপ্ত নম্বর ৮.৭। চতুর্থ স্থানে মন ফাগুন, নম্বর পেয়েছে ৮.৫। ৮.৪ নম্বর পেয়ে পঞ্চম স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া। ৮.৩ নম্বর পেয়ে আয় তবে সহচরী ষষ্ঠ স্থানে রয়েছে। ৮.১ নম্বর পেয়ে সপ্তম স্থান ধরে রেখেছে উমা। ধূলোকণার নম্বর অনেকটাই পিছিয়েছে। ৭.৮ নম্বর পেয়ে অষ্টম স্থানে রয়েছে স্টার জলসার ধারাবাহিক।

নবম স্থানে জি বাংলার গৌরী এলো, মোট প্রাপ্ত নম্বর ৭.৭। পিলু ৭.৪ নম্বর পেয়ে দশম স্থানে রয়েছে। নন ফিকশনের মধ্যে দাদাগিরি পেয়েছে ৬.০ নম্বর এবং দিদি নাম্বার ওয়ান ৬.২ নম্বর পেয়েছে। গ্র্যান্ড ফিনালে সপ্তাহে ৫.৪ নম্বর পেয়েছে ‘সুপার সিঙ্গার সিজন ৩’।

Zee Bangla Didi No 1 Audition 2022

এক নজরে দেখে নিন সেরা দশের টিআরপি তালিকা : গাঁটছড়া ৯.৯ (প্রথম), মিঠাই ৯.৩ (দ্বিতীয়), আলতা ফড়িং ৮.৭ (তৃতীয়), মন ফাগুন ৮.৫ (চতুর্থ), অনুরাগের ছোঁয়া ৮.৪ (পঞ্চম), আয় তবে সহচরী ৮.৩ (ষষ্ঠ), উমা ৮.১ (সপ্তম), ধুলোকণা ৭.৮ (অষ্টম), গৌরী এলো ৭.৭ (নবম), পিলু ৭.৪ (দশম)