মুছে সাফ লক্ষ্মী কাকিমা, উড়ে গেল ধূলোকণা! টিআরপি তালিকায় ঘটে গেল অঘটন

সপ্তাহভর অপেক্ষার অবসান। নিয়মমাফিক বাংলা টেলিভিশনের (Bengali Telivision) টিআরপি (TRP) তালিকা এল প্রকাশ্যে। প্রত্যেক সপ্তাহের মত এই সপ্তাহের তালিকায় সেরা দশে এগিয়ে কে? জায়গা না পেয়ে ছিটকে গেল কোন ধারাবাহিক? এই প্রতিবেদনে রইল টিআরপি রেটিং তালিকায় সেরা দশের হিসেব। মিঠাই (Mithai) নাকি গাঁটছড়া (Gantchhora), এই তালিকায় এগিয়ে কে? জেনে নিন।

৪৪ সপ্তাহে রেকর্ড ভেঙে মিঠাইকে পেছনে ফেলে এগিয়েছিল গাঁটছাড়া। গত চার সপ্তাহের পর পঞ্চম সপ্তাহেও গাঁটছড়া এগিয়েই রইল। যদিও অবশ্য গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহের নম্বর বেশ কিছুটা কমেছে। তা হতে পারে চৈত্র মাসে জোর করে লগ্ন না মেনে দ্যুতির বিয়ে দেওয়ার জের, দর্শকের নজর হটলেও ৯.৬ নম্বর পেয়ে গাঁট ছড়া হল সবার সেরা। স্টার জলসার ধারাবাহিককে টপকে যেতে পারেনি আর কোনও ধারাবাহিক।

গাঁট ছড়ার পর দ্বিতীয় দখল করে রয়েছে মন ফাগুন। ৯.২ নম্বর জোগাড় করে মন ফাগুন মিঠাইকে টেক্কা দিতে পেরেছে। গত সপ্তাহের তুলনায় অনেকটাই এগিয়ে এসেছে এই ধারাবাহিক। গত সপ্তাহে ষষ্ঠ স্থানে ছিটকে গিয়েছিল মন ফাগুন। তৃতীয় স্থানে রয়েছে মিঠাই। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে মিঠাই এর নম্বর এবং অবস্থান দুইই উপরের দিকে উঠেছে। এই সপ্তাহে মিঠাই পেয়েছে ৯.১।

চতুর্থ স্থানে রয়েছে আলতা ফড়িং। স্টার জলসার এই নতুন ধারাবাহিক শুরু থেকেই টিআরপি তালিকা দখল করে রেখেছে। এই মুহূর্তে ৯ নম্বর পেয়ে চতুর্থ স্থানে রয়েছে আলতা ফড়িং। পঞ্চম স্থানে রয়েছে আয় তবে সহচরী। ধারাবাহিকে পরকীয়া ট্র্যাকের বদলে এসেছে সহচরীর কলেজ যাত্রা। টিআরপি তালিকাতে ৮.৫ নম্বর পেয়ে সহচরী পঞ্চম স্থান দখল করেছে।

Star Jalsha Anurager Chhoya Serial Cast, Actress Name

ষষ্ঠ স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া। এই ধারাবাহিকের সংগৃহীত নম্বর ৮.৪। ধূলোকণা ধারাবাহিকটি অবশ্য গত সপ্তাহের তুলনায় অনেকটাই পিছিয়ে পড়েছে। গত সপ্তাহের দ্বিতীয় স্থানে থাকলেও এই সপ্তাহে ৮.১ নম্বর পেয়ে সপ্তম স্থানে ছিটকে গিয়েছে ধূলোকণা। অষ্টম স্থানে রয়েছে জি বাংলার উমা ধারাবাহিকটি। ৭.৯ নম্বর পেয়েছে উমা। নবম স্থানে গৌরী এল এবং দশম স্থানে পিলু যথাক্রমে ৭.৫ এবং ৭.৪ নম্বর পেয়েছে।