বারবার ফসকে যাচ্ছে মাথার মুকুট, টিআরপিতে মিঠাইকে টপকে গেল মন ফাগুন

সদ্য ভ্যালেন্টাইন সপ্তাহ (Valentine’s Week) গিয়েছে। সপ্তাহজুড়ে সেলিব্রেশন চলেছে জোর কদমে। বাংলা ধারাবাহিকগুলিতেও বাঙালির তেরো পার্বণের মতই ধুমধাম করে পালন হল ভ্যালেন্টাইন সপ্তাহ। বিশেষত বেশ কিছু ধারাবাহিক তো আবার ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন রেখেছিল। এই তালিকায় স্টার জলসা এবং জি বাংলার বেশ কিছু ধারাবাহিক ছিল।

স্টার জলসার মন ফাগুন (Mon Phagun) এবং জি বাংলার মিঠাই (Mithai) ও এই পথ যদি না শেষ হয় (Ei Poth Jodi Na Sesh Hoi) ধারাবাহিকে ভ্যালেন্টাইনস ডে স্পেশাল এক ঘন্টার পর্ব সম্প্রচার হয়েছিল গত ১৪ই ফেব্রুয়ারি। সেদিন মিঠাইতে সন্ধ্যা ৭.৩০ টা থেকে ৮.৩০ টা পর্যন্ত বিশেষ পর্ব সম্প্রচারিত হয়। মন ফাগুনের সম্প্রচার হয় রাত ৮.৩০ টা থেকে ৯.৩০ টা পর্যন্ত। মন ফাগুনে চমক হিসেবে হাজির হয়েছিলেন টলিউডের নামিদামি তারকারা।

মন ফাগুনকে স্পেশাল করে তুলতে উপস্থিত হয়েছিলেন অঙ্কুশ হাজরা। নৃত্যশিল্পী দেবলীনা কুমার এবং গায়িকা লগ্নজিতাকে নিয়ে নাচে-গানে এক ঘন্টার জমজমাট পর্ব বেশ উপভোগ করেছেন দর্শকরা। তাছাড়া চ্যানেলের আরেকটি ধারাবাহিক আয় তবে সহচরী থেকেও সহচরী এবং বরফি হাজির হয়েছিলেন এই অনুষ্ঠানে। সেই অনুযায়ী টিআরপি তালিকাতে বেশ এগিয়ে গিয়েছে মন ফাগুন।

Here is Why Mithai is Falling Down on TRP List Continuously

ভ্যালেন্টাইনস ডে স্পেশাল পর্ব অতিবাহিত হওয়ার পর দেখা গেল টিআরপির নিরিখে তিন ধারাবাহিকের মধ্যে সবথেকে বেশি নম্বর পেয়েছে মন ফাগুন। ১০.৯ নম্বর পেয়ে মিঠাইকে ছাপিয়ে গিয়েছে এই ধারাবাহিক। দ্বিতীয় স্থানে অবশ্য রয়েছে মিঠাই রানী। মিঠাইয়ের সংগৃহীত নম্বর ৯.৬। তৃতীয় স্থানে রয়েছে এই পথ যদি না শেষ হয়। প্রাপ্ত নম্বর ৭.৮।

৪৪ সপ্তাহের সফল যাত্রার পর শেষমেষ স্টার জলসার গাঁটছড়ার কাছে পরাজয় স্বীকার করতে বাধ্য হল মিঠাই। এই মুহূর্তে বেঙ্গল টপার গাঁটছড়া। গত তিন সপ্তাহ ধরে গাঁটছড়ার জয়জয়কার চলছে বাংলা টেলিভিশনের দুনিয়াজুড়ে। সামনে আসছে মহা শিবরাত্রি স্পেশাল পর্ব। যেখানে ঋদ্ধিমানের কাছে রাহুলের পর্দা ফাঁস করবে খড়ি। কাজেই আগামী কয়েক সপ্তাহেও টিআরপি তালিকাতে গাঁটছড়ার জয়জয়কার চলবে। এমনটাই মনে করছেন দর্শকরা।