মিঠাইয়ের ঝড়ে উড়ে গেল ধূলোকণা, টিআরপি তালিকায় ব্যাপক রদবদল, খেল দেখাল মন ফাগুন

হাতে এসে গেল এই সপ্তাহের টিআরপি (Bengali Telivision TRP) তালিকা। স্টার জলসা (Star Jalsha) এবং জি বাংলার (Zee Bangla) হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে কোন ধারাবাহিক এগুলো? পিছিয়ে পড়েছে কোন ধারাবাহিক? জানা গেল গত সপ্তাহের ফলাফল। এই সপ্তাহে মিঠাই (Mithai) ভক্তরা দারুণ খুশি। আর হবে নাই বা কেন? মিঠাই যে আবার টপারের আসন ফিরে পেয়েছে। শুধু ধূলোকণা (Dhulokona) নয়, মিঠাই টপকে গিয়েছে গাঁটছড়াকেও (Gantchhora)!

৮.৩ নম্বর নিয়ে মিঠাই রানী আবার সবার সেরা। গাঁটছড়া সামান্য পিছিয়ে থাকলেও খুব বেশি নম্বরের পার্থক্য কিন্তু নেই। ৭.৭ রেটিং পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এই ধারাবাহিক। অন্যদিকে টিআরপিতে এই সপ্তাহে খেল দেখিয়েছে মন ফাগুন। গত কয়েক সপ্তাহ পরে আবার সেরা পাশে জায়গা দখল করে নিয়েছে এই ধারাবাহিকটি।

Asmee Ghosh Opted out From Star Jalsha`s Dhulokona গত কয়েক সপ্তাহে ধূলোকণা বেশ ভালোই ফলাফল করেছে। কিন্তু ‌ এই সপ্তাহের ধারাবাহিকের রেটিং বেশ কমেছে। অন্যদিকে নতুন ধারাবাহিকের মধ্যে খেলনা বাড়ি এবং লালকুঠিও সেরা দশের তালিকার মধ্যে রয়েছে। তবে স্টার জলসার দুই ধারাবাহিক গোধূলি আলাপ এবং বৌমা একঘর এবারেও টিআরপি তালিকাতে ভালো ফলাফল করতে পারল না।

Star Jalsha Godhuli Alap Director Opens Up About the Serial

বাদবাকি কোন ধারাবাহিক কোন স্থানে রইল? রইল এই সপ্তাহের সম্পূর্ণ টিআরপি তালিকা। প্রথম – মিঠাই (৮.৩), দ্বিতীয় – গাঁটছড়া (৭.৭), তৃতীয় – মন ফাগুন (৭.৬) চতুর্থ – আলতা ফড়িং (৭.৪), ধুলোকণা (৭.৪) পঞ্চম – গৌরী এলো (৭.২), ষষ্ঠ – লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৬.৯), সপ্তম – উমা (৫.৯), অনুরাগের ছোঁয়া (৫.৯), এই পথ যদি না শেষ হয় (৫.৯), অষ্টম – আয় তবে সহচরী (৫.৭), নবম – খেলনা বাড়ি (৫.৫), দশম – লালকুঠি (৫.৩).