টিআরপি তালিকায় ব্যাপক রদবদল, মিঠাইয়ের ঝড়ে উড়ে গেল ধূলোকণা, খেল দেখাল খেলনা বাড়ি

মিঠাই (Mithai), নাকি গাঁট ছড়া (Gantchhora), নাকি দুজনকেই টপকে ধূলোকণা (Dhulokona) জিতে নেবে সেরার সেরা আসন? রেজাল্ট জানার জন্য সকাল থেকেই প্রতীক্ষার প্রহর গুনছিলেন বাংলা ধারাবাহিকের দর্শকরা। অবশেষে এল সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত। বৃহস্পতিবার দুপুর গড়াতে না গড়াতেই হাতে এসে গেল বাংলা টেলিভিশনের (Bengali Telivision) ধারাবাহিকের টিআরপি (TRP) তালিকা।

বৃহস্পতিবার সকাল থেকেই বাংলা ধারাবাহিকের ভক্তরা এই মুহুর্তের জন্য অপেক্ষা করে বসে থাকেন। এই সপ্তাহের তালিকা দেখে অবশ্য মিঠাই ভক্তরা আবার হতাশ হলেন। কারণ সেরার সেরা আসন দখল করে নিয়েছে গাঁট ছড়া। ঋদ্ধি-খড়ি জুটির প্রেমের রসায়নের কাছে পাত্তা পাচ্ছে না রিকি দ্য রকস্টার এবং মিঠাইয়ের প্রেম। তবুও মন খারাপের কারণ নেই বিশেষ। কারণ ধূলোকণাকে টপকে দ্বিতীয় স্থানে রয়েছে মিঠাই। তৃতীয় স্থানে পিছিয়ে গিয়েছে ধূলোকণা। অন্যান্যদের মধ্যে কে কোন জায়গা দখল করে নিল? দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকা।

এই সপ্তাহের টিআরপি তালিকায় দেখা যাচ্ছে প্রথম সপ্তাহেই সেরা দশের মধ্যে জায়গা করে নিয়েছে ‘খেলনা বাড়ি’। বিশ্বজিৎ-আরাত্রিকা অভিনীত এই ধারাবাহিক ৫.৭ নম্বর পেয়ে স্লট লিড করছে। বিপরীতে সুস্মিতা দের ‘বৌমা একঘর’ তেমনভাবে ভাল ফলাফল করতে পারেনি। ধারাবাহিক শুরু হওয়ার আগে নেটিজেনদের একাংশ যতই আপত্তি তুলুন না কেন ধীরে ধীরে কিন্তু খেলনা বাড়ি দর্শকদের মন জয় করে নিচ্ছে।

Here is Why Gantchhora Continuously gaining Top Position on TRP List

চলতি সপ্তাহের সেরা দশের তালিকা : প্রথম – গাঁটছড়া (৮.১), দ্বিতীয় – মিঠাই (৮.০), তৃতীয় – ধূলোকণা (৭.৭), চতুর্থ – আলতা ফড়িং (৭.৫), পঞ্চম – গৌরী এলো (৭.৪), ষষ্ঠ – লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৭.১), সপ্তম – মন ফাগুন (৬.৬), অষ্টম – অনুরাগের ছোঁয়া (৬.৪), নবম – উমা (৫.৯), আয় তবে সহচরী (৫.৯), দশম – এই পথ যদি না শেষ হয় (৫.৭), খেলনা বাড়ি (৫.৭)