শেষ লগ্নে ভেসে গেল শ্রীময়ী, খড়কুটোয় বিরক্ত দর্শক, টিআরপিতে ব্যাপক রদবদল

খুকুমণির রান্নার জাদু আর মিঠাইয়ের (Mithai) মিষ্টির জাদুতে চলতি বছরটা দেখতে দেখতে পার হয়েই গেল। ভোজনপ্রেমী বাঙালির রসনা তৃপ্তিকারী এই দুই ধারাবাহিকের জয়জয়কার টিআরপি (TRP) তালিকাতে বাজিমাত করে প্রত্যেকবার। তাই শীতের এই বনভোজনের মরসুমেই বা তার অন্যথা হবে কেন? দর্শকের ভালোবাসায় টিআরপি তালিকাতে ফের কামাল করলো মিঠাই আর খুকুমণি হোম ডেলিভারি (Khukumoni Home Delivery)।

টানা ৩৭ সপ্তাহ ধরে টিআরপি তালিকা ধরে রাখলো মিঠাই। ১১.১ রেটিং পেয়ে এবারেও বাংলা ধারাবাহিকের সেরা হয়েছে মিঠাইরানী। অন্যদিকে খুকুমণি হোম ডেলিভারি শুরুর দিন থেকেই স্টার জলসার (Star Jalsha) মুখ রক্ষা করছে। খুকুমণির জন্যই জি বাংলার (Zee Bangla) কাছে গো-হারান হেরে যাওয়ার হাত থেকে রক্ষা পাচ্ছে স্টার জলসা। এবারের প্রথম দুই স্থান জি বাংলার দখলে থাকলেও তৃতীয় স্থান দখল করে নিয়েছে খুকুমণি।

জি বাংলার দুই ধারাবাহিক উমা এবং যমুনা ঢাকি ৯.৫ রেটিং পয়েন্ট পেয়ে যৌথভাবে দ্বিতীয় স্থান ধরে রেখেছে। খুকুমণি হোম ডেলিভারি ৯.১ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থান দখল করেছে। এই তালিকা থেকে বেজায় খুশি খুকুমণির ভক্তরা। এই সপ্তাহেই আবার খুকুমণি আর বিহানের বিয়ে। কাজেই টিআরপি তালিকায় তরতরিয়ে উপরে ওঠার সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে খুকুমণির।

চতুর্থ স্থান আবারও জিবাংলার দখলেই গিয়েছে। সর্বজয়া এবং অপরাজিতা অপু যৌথভাবে ৮ নম্বর পেয়ে চতুর্থ স্থান দখল করেছে। তবে সেরা পাঁচে ফের জায়গা করে নিয়েছে স্টার জলসা। পঞ্চম স্থানে রয়েছে ঋষিরাজ আর পিহুর মন ফাগুন। এই ধারাবাহিকে প্রাপ্ত নম্বর, ৭.৯। এদিকে শেষ লগ্নে এসে রোহিত সেনের মৃত্যু দেখিয়ে টিআরপি তালিকা থেকে ছিটকে গেল শ্রীময়ী। সেরা দশে জায়গা হলো না খড়কুটোরও।

টিপু-বরফির বিয়ের পর থেকেই আয় তবে সহচরীর রেটিং বাড়ছে। শ্বশুরবাড়ির অসুরদের জব্দ করে ৭.৬ নম্বর জোগাড় করে নিয়ে ষষ্ঠ স্থান দখল করে নিয়েছে আয় তবে সহচরী। স্টার জলসার খেলাঘরও ৭.৫ নম্বর জোগাড় করে সপ্তম স্থানে রয়েছে। এর পরেই রয়েছে রানী রাসমণি। ৭.২ নম্বর পেয়ে অষ্টম স্থানেই রয়েছে রানী রাসমণি।

সেরা দশে জায়গা করে নিয়েছে গঙ্গারাম ও কৃষ্ণকলি। ৭.১ এবং ৬.৮ নম্বর পেয়ে যথাক্রমে নবম এবং দশম স্থানে রয়েছে গঙ্গারাম ও কৃষ্ণকলি। এদিকে ৬.৬ রেটিং পেয়ে ১২ তম স্থানে নেমে গিয়েছে শ্রীময়ী। ৬.৩ রেটিং পেয়ে খড়কুটোর জায়গা হয়েছে ত্রয়োদশ স্থানে।