গাঁটছড়াকে টপকে গেল মিঠাই, পাত্তা পেল না কেউ, টিআরপি তালিকায় ব্যাপক রদবদল

টানা ১৪ সপ্তাহের হিসেব উল্টে দিয়েছে মিঠাই (Mithai) রানী। মাঝে কয়েক সপ্তাহের জন্য ছিটকে গেলেও মিঠাইতে এখন আগের ৪৪ সপ্তাহের মতই জমজমাট এপিসোড চলছে। তাই তো দর্শককে চ্যানেল ঘোরানোর সুযোগই দিচ্ছে না জি বাংলা। সদ্য প্রকাশ পেয়েছে এই সপ্তাহের টিআরপি (TRP) তালিকা। এই সপ্তাহেও স্টার জলসাকে টপকে বেঙ্গল টপার জি বাংলার (Zee Bangla) মিঠাই।

গাঁটছড়া (Gantchhora) এই সপ্তাহেও মিঠাই এর কাছে হেরেছে। মিঠাই রানী ৮.৬ নম্বর পেয়ে প্রথম স্থানে রয়েছে। অন্যদিকে গাঁটছড়ার নম্বর কমে হয়েছে ‌৮.৪। তবে দ্বিতীয় স্থান গিয়েছে স্টার জলসার এই ধারাবাহিকের কাছে। গাঁটছড়ার সঙ্গেই যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছে গৌরী এলো। গত কয়েক সপ্তাহের তুলনায় নম্বর বাড়িয়ে বেশ খানিকটা এগিয়ে এসেছে এই ধারাবাহিক। অনুরাগের ছোঁয়া ৭.৯ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে।

Star Jalsha Anurager Chhoya Serial Cast, Actress Name

চতুর্থ স্থানে রয়েছে উমা। উমা পেয়েছে ৭.৬ নম্বর। পঞ্চম স্থানে রয়েছে আলতা ফড়িং। আলতা ফড়িংয়ের প্রাপ্ত নম্বর ৭.৫। ৭.৪ নম্বর পেয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ধূলোকণা। এরপর সপ্তম স্থানে রয়েছে পিলু। পিলুর প্রাপ্ত নম্বর ৭.২। অন্যদিকে লক্ষ্মী কাকিমা সুপারস্টার ৬.৭ নম্বর পেয়ে অষ্টম স্থানে রয়েছে।

Aay Tobe Sohochori Poster

আয় তবে সহচরী ৬.৭ নম্বর পেয়ে নবম স্থানে রয়েছে। দশম স্থানে রয়েছে মন ফাগুন। মন ফাগুনের প্রাপ্ত নম্বর ৬.৬। এই সপ্তাহেও টিআরপি তালিকায় নাম তুলতে ব্যর্থ উড়ন তুবড়ি এবং গোধূলি আলাপ। শুরু হওয়ার পর থেকে কিছুতেই সেরা দশে জায়গা করে নিতে পারছে না এই দুই ধারাবাহিক। এক নজরে দেখে নিন চলতি সপ্তাহের টিআরপি তালিকা।

TRP Of Bengali Serials This Week, 3 February 2022

মিঠাই – ৮.৬ (প্রথম), গাঁটছড়া – ৮.৪ (দ্বিতীয়), গৌরী এলো – ৮.৪ (দ্বিতীয়), অনুরাগের ছোঁয়া – ৭.৯ (তৃতীয়), উমা – ৭.৬ (চতুর্থ), আলতা ফড়িং – ৭.৫ (পঞ্চম), ধুলোকণা – ৭.৪ (ষষ্ঠ), পিলু – ৭.২ (সপ্তম), লক্ষ্মী কাকিমা সুপারস্টার – ৭.০ (অষ্টম), আয় তবে সহচরী – ৬.৭ (নবম), মন ফাগুন – ৬.৬ (দশম)