গাঁটছড়াকে চ্যালেঞ্জ ছুঁড়ে মিঠাইয়ের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে গৌরী, টিআরপি তালিকায় অবিশ্বাস্য চমক

প্রতি সপ্তাহের মতো বৃহস্পতিবার দুপুর নাগাদ প্রকাশ্যে এল বাংলা টেলিভিশনের (Bengali Telivision) টিআরপি (TRP) তালিকা। সিরিয়ালপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে সাপ্তাহিক রিপোর্ট কার্ড প্রকাশ করল বাংলা চ্যানেলগুলো। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহের টিআরপি তালিকাতেও রয়েছে বিশেষ চমক। মিঠাই (Mithai) নাকি গাঁটছড়া (Gantchhora), টপারের আসন রইল কার দখলে? সকাল থেকে এই প্রশ্ন ঘুরছে ভক্তদের মনে। তবে এই দুই ধারাবাহিককে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে এগিয়ে গেল গৌরী এলো (Gouri Elo)।

তবে না মিঠাই ভক্তদের মন খারাপের কোনও কারণ নেই। কারণ এই সপ্তাহে সেরার আসন ধরে রেখেছে মিঠাই রানী। ৭.৮ নম্বর পেয়ে মিঠাই হয়েছে এই সপ্তাহের বেঙ্গল টপার। অন্যদিকে গাঁটছড়াও দ্বিতীয় স্থান পেয়েছে। তবে অবিশ্বাস্যভাবে দ্বিতীয় স্থানে রয়েছে গৌরী এলোও! এই প্রথমবার টিআরপি তালিকাতে সেরা তিনের মধ্যে জায়গা পেল গৌরী। গাঁটছড়া এবং গৌরী এলোর নম্বর ৭.৩। অন্যদিকে মাত্র ০.১ নম্বরের হেরফেরে ধূলোকণা রইল তৃতীয় স্থানে।

Dhulokona Actress Sweta Mishra has Returned the offer of Heroine`s Character to Play Villain Character

এই সপ্তাহে কিন্তু সেরা দশের তালিকাতে আয় তবে সহচরীর জায়গা হল না। অন্যান্যবার প্রায় প্রত্যেক সপ্তাহেই সেরা দশের তালিকায় এই ধারাবাহিকের নাম থাকে। সেরা দশের তালিকায় আসার জন্য অনেকদিন অপেক্ষা করতে হয়েছিলো আয় তবে সহচরীকে। এতদিন বাদে আবারও তালিকা থেকে ছিটকে গেল সহচরী। অন্যদিকে নতুন ধারাবাহিকের মধ্যে খেলনা বাড়ি এবং লালকুঠিও জায়গা করে নিতে পেরেছে কিন্তু একেবারেই শেষের দিকে। অন্যদিকে গোধূলি আলাপ এবং বৌমা একঘর এই সপ্তাহেও আশানুরূপ ফল করতে পারল না।

এবার এক নজরে দেখে নিন সেরা দশের তালিকায় কোন ধারাবাহিক কোন অবস্থান পেয়েছে। চলতি সপ্তাহের সেরা দশের টিআরপি তালিকা : প্রথম – মিঠাই (৭.৮), দ্বিতীয় – গৌরী এলো (৭.৩), গাঁটছড়া (৭.৩), তৃৃতীয় – ধুলোকণা (৭.২), চতুর্থ – মন ফাগুন (৭.০), পঞ্চম – আলতা ফড়িং (৬.৮), ষষ্ঠ – লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৬.২), সপ্তম – উমা (৬.০), অষ্টম – এই পথ যদি না শেষ হয় (৫.৭), নবম – খেলনা বাড়ি (৫.৫), অনুরাগের ছোঁয়া (৫.৫), দশম – লালকুঠি (৫.৪)