উত্তম কুমারের নাতবৌ হয়েও হাতে নেই কাজ, কোথায় হারিয়ে গেলেন ত্বরিতা

বাংলা টেলিভিশন (Bengali Telivision) ইন্ডাস্ট্রিতে দেখতে দেখতে প্রায় ১২টা বছর কাটিয়ে ফেললেন অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায় (Twarita Chatterjee)। এই সময়ের মধ্যে তিনি অসংখ্য বাংলা ধারাবাহিকে অভিনয় করেছেন। কিন্তু এখন আর তাকে বাংলা টেলিভিশনে অভিনয় করতে দেখা যাচ্ছে না। শেষবার জি বাংলার ‘কড়ি খেলা’ ধারাবাহিকে তিনি অভিনয় করেছিলেন। তাহলে কি অভিনয় ছেড়ে দিলেন তিনি?

২০১০ সালে অভিনয় জগতে পা রাখেন ত্বরিতা। যদিও তার বহু আগে ‘ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিকের নায়িকার চরিত্রের সুযোগ পেয়েছিলেন তিনি। সেই চরিত্র ফিরিয়ে দিয়ে কার্যত অনেক বড় ভুল করেন ত্বরিতা। ওই প্রস্তাব পেয়েই ভাগ্য খুলে যায় ঋতাভরী চক্রবর্তীর। এরপর আর কখনও নায়িকা হওয়ার সুযোগ আসেনি তার হাতে।

 

কেরিয়ারের শুরু থেকেই চরিত্র অভিনেতা হিসেবেই কাজের সুযোগ পেয়েছিলেন তিনি। কখনও কি নায়িকা হওয়ার ইচ্ছে জাগে নি তার মনে? এই কথার জবাবে হিন্দুস্তান টাইমস বাংলাকে অভিনেত্রী বলেন, “আমি অভিনয়কে গুরুত্ব দিই। কোনও চরিত্রে অভিনয় করছি, তা নিছকই গৌণ বিষয়। অপুদা (শাশ্বত চট্টোপাধ্যায়), অম্বরীশদা (ভট্টাচার্য) আমার খুব প্রিয় অভিনেতা। একটা সময় পর্যন্ত ওঁরাও কিন্তু তথাকথিত মুখ্য চরিত্রে অভিনয় করেননি। আমার প্রিয় অভিনেত্রী শাবানা আজমির ক্ষেত্রেও তাই দেখেছি।”

উল্লেখ্য ত্বরিতা একজন অভিনেত্রী হওয়ার পাশাপাশি পুষ্টিবিদ। সেই সঙ্গে তিনি তার স্বামী তথা বাংলা টেলিভিশনের আরেক জনপ্রিয় অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিলে ক্যাফে চালাচ্ছেন। তার কথায়, “আমি কখনওই যে কোনও একটি কাজে নিজেকে সীমাবদ্ধ রাখতে চাইনি। নানা ধরনের কাজ করতে ভালোবাসি। আগাগোড়াই তাই করে এসেছি। এ ক্ষেত্রে একটি কথা বলতেই হবে। পেশাগত জীবনের প্রত্যেক পদক্ষেপে আমার শ্বশুরবাড়ির সমর্থন পাই। ফলে আমার কাজটা আরও সহজ হয়ে যায়।”

ত্বরিতা শুধুই নায়িকার চরিত্রে নয় নানা চরিত্রে অভিনয় করতে চান। তাছাড়া মুখ্য চরিত্রে অভিনয় করলে তিনি সবদিক সামাল দিয়ে উঠতে পারবেন না। তার কথায়, “নায়িকা হলে আমাকে অনেক দিন এক টানা শ্যুট করে যেতে হয়। অন্য কোনও চরিত্র বা কাজ করার সুযোগ থাকে না। পরিবারকেও সময় দেওয়ার অবকাশ থাকে না”।

এখন কেন তাকে অভিনয় করতে দেখা যাচ্ছে না? ‘করুণাময়ী রানী রাসমণি’র ধারাবাহিকের সারদামণি জানিয়েছেন, “আপাতত নিজেকে একটু সময় দিচ্ছি। বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয়ের প্রস্তাব এসেছিল। কিন্তু চরিত্রগুলি ঠিক মনের মতো নয়। তাই কাজ করতে রাজি হয়নি। এ ছাড়াও অন্য একটি কাজ নিয়ে ব্যস্ত আছি। খুব শীঘ্রই সেটির বিষয়ে জানাব”।