অনস্ক্রিন রোম্যান্স গড়িয়েছে অফস্ক্রিনেও, বাংলা সিরিয়ালের এই জনপ্রিয় জুটিরা বাস্তবেও প্রেমিক-প্রেমিকা

অভিনয় করতে করতেই প্রেম, সিরিয়ালের এই জনপ্রিয় জুটিরা বাস্তবেও প্রেম করছেন

Bengali Television Actors and Actresses who are also Real Life Couple

বাংলা টেলিভিশন (Bengali Television) ইন্ডাস্ট্রিতে নায়ক-নায়িকার রোম্যান্সের উপর সিরিয়ালের (Bengali Mega Serial) জনপ্রিয়তা অনেকাংশ নির্ভর করে। যে সিরিয়ালে নায়ক-নায়িকার কেমিস্ট্রি যত জোরদার, সেই সিরিয়াল হয় ততবেশি হিট। তবে অনস্ক্রিন প্রেম করতে গিয়ে বাংলা সিরিয়ালের তারকারা অনেক সময় সহ অভিনেতাদের সঙ্গেই প্রেম করে বসেছেন। আজ এই প্রতিবেদনে রইল সেই তারকা জুটিদের খবর যারা রিলের পাশাপাশি রিয়েলেও চুটিয়ে রোম্যান্স করছেন (Bengali Mega Serial Real Life Couple)।

অনামিকা চক্রবর্তী এবং উদয় প্রতাপ সিং (Anamika Chakraborty and Uday Pratap Singh) : অনামিকা চক্রবর্তী বহু ধারাবাহিকে নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন। ‘এখানে আকাশ নীল’ তার অভিনীত ধারাবাহিকগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ। তিনি উদয় প্রতাপ সিং এর সঙ্গে প্রেম করছেন। উদয়কে এই মুহূর্তে মিঠাই ধারাবাহিকে অভিনয় করতে দেখছেন দর্শকরা।

সব্যসাচী চৌধুরী এবং ঐন্দ্রিলা শর্মা (Sabyasachi Chowdhury and Oindrila Sharma) : টলিউডের সেরা জুটিদের মধ্যে অন্যতম হলেন সব্যসাচী এবং ঐন্দ্রিলা। দুজনেই অভিনয় জগতের সুপরিচিত তারকা। ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকের বামাক্ষ্যাপা সব্যসাচী ক্যান্সার আক্রান্ত তার প্রেমিকা ঐন্দ্রিলাকে সব সময় আগলে রেখেছেন। তাদের বাস্তব জুটিটাকে ভক্তরা সেরা বলেই মানেন।

Sabyasachi Chowdhury shared health Update of Aindrila Sharma

অভিষেক বোস এবং সুরভি মল্লিক (Abhishek Bose And Surabhi Mallick) : প্রথমে দিয়া মুখার্জির সঙ্গে প্রেম করলেও অভিষেক এখন সুরভি মল্লিকের প্রেমে পড়েছেন। সুরভি নিজেও একজন অভিনেত্রী। ‘গঙ্গারাম’ ধারাবাহিকের সেট থেকেই তাদের প্রেম শুরু হয়। ‘গঙ্গারাম’ এর প্রেমিকাকে এখন স্টার জলসার নতুন ধারাবাহিক ‘হরগৌরী পাইস হোটেল’ এর খলনায়িকার ভূমিকায় দেখা যাচ্ছে।

সোহিনী ব্যানার্জি ও জয়সূর্য গুপ্ত (Sohini Banerjee and Joysurjo Banerjee) : জি বাংলার ‘উড়ন তুবড়ি’ ধারাবাহিকে অভিনয় করছেন এই অভিনেত্রী। নায়িকা হিসেবে এটাই সোহিনীর প্রথম ধারাবাহিক। বাস্তব জীবনে তার প্রেমিক হলেন জয়সূর্য গুপ্ত।

শ্বেতা মিশ্র ও রিত সেনগুপ্ত (Sweta Mishra and Rit Sengupta) : জাহানারা ধারাবাহিকের পর এখন ধূলোকণা ধারাবাহিকে দেখা যাচ্ছে অভিনেত্রী শ্বেতাকে। এই ধারাবাহিকে খলনায়িকা চড়ুইয়ের ভূমিকায় অভিনয় করছেন তিনি। বাস্তব জীবনে তার প্রেমিকের নাম রিত সেনগুপ্ত।

সায়ন্ত মোদক ও প্রিয়াঙ্কা মিত্র (Sayanta Modak and Priyanka Mitra) : নয়নতারা ধারাবাহিকের পর এখন সায়ন্তকে এক্কাদোক্কা ধারাবাহিকে পলের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। আগে তিনি দেবচন্দ্রিমা সিংহ রায়ের সঙ্গে সম্পর্কে ছিলেন। তবে তাদের ব্রেকআপের পর এখন খড়কুটো ধারাবাহিকের চিনি ওরফে প্রিয়াঙ্কার সঙ্গে নতুন সম্পর্ক তৈরি হয়েছে সায়ন্তর।

সুস্মিতা দে ও অনির্বাণ রায় (Susmita Dey and Anirban Roy) : অপরাজিতা অপু ও বৌমা এক ঘর ধারাবাহিকের নায়িকা সুস্মিতাও বাস্তব জীবনে চুটিয়ে প্রেম করছেন। তার প্রেমিকের নাম অনির্বাণ রায়। কিছুদিন আগেই তাদের প্রেমের খবর জানাজানি হয়ে যায়।

জন ভট্টাচার্য ও সঞ্জনা ব্যানার্জি (John Bhattacharya and Sanjana Banerjee) : রিমলি ধারাবাহিকের নায়ক জন ভট্টাচার্যও প্রেম করছেন বলে শোনা যাচ্ছে। প্রথমে অবশ্য ইন্ডাস্ট্রিতে গুজব ঘটেছিল রিমলি নায়িকা ইধিকা পালের সঙ্গেই নাকি জন প্রেম করছেন। তবে তার আসল প্রেমিকা হলেন সঞ্জনা ব্যানার্জি।

পায়েল দেব ও শিখর ট্যান্ডন (Payel Deb Sikhar Tandon) : এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকে মুমুর চরিত্রে অভিনয় করছেন পায়েল। তিনি শিখর ট্যান্ডনের সঙ্গে প্রেম সম্পর্কে আবদ্ধ রয়েছেন।

সায়ন কর্মকার ও তিতলি আইচ (Sayan Karmakar and Titli Aich) : কে আপন কে পর, জীবন সাথী ধারাবাহিকের পর এখন আকাশ আটে শ্রেয়সী ধারাবাহিকে অভিনয় করছেন সায়ন। এই ধারাবাহিকেই তার সহ অভিনেত্রী তিতলি আইচের সঙ্গে তার প্রেমে রয়েছে বাস্তবেও। যদিও সায়ন এবং তিতলি এর আগে কে আপন কে পর ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করেছিলেন।

shruti das swarnendu samaddar

শ্রুতি দাস ও স্বর্ণেন্দু শেখর সমাদ্দার (Shruti Das And Swarnendu Shekhar Samaddar) : ত্রিনয়নী, দেশের মাটি ধারাবাহিকের নায়িকা শ্রুতিও বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। অভিনয় করতে করতে ত্রিনয়নীর পরিচালক স্বর্ণেন্দুর প্রেমে পড়ে যান শ্রুতি। তাদের বয়সের পার্থক্য প্রায় ১৫ বছর। বয়সের এত বেশি পার্থক্য থাকা সত্ত্বেও তারা কিন্তু চুটিয়ে প্রেম করছেন।

অর্ণব ব্যানার্জি এবং ঈপ্সিতা মুখার্জী (Arnab Banerjee and Ipshita Mukherjee) : আলোছায়া, শ্রীময়ী ধারাবাহিকের পর এখন আলতা ফড়িং ধারাবাহিকে অভিনয় করছেন অর্ণব। অন্যদিকে সুবর্ণলতাখ্যাত অভিনেত্রী ঈপ্সিতা মুখোপাধ্যায় ধূলোকণায় অভিনয় করছেন। বাস্তবে তারাও একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ।

আরিয়ান ভৌমিক ও নন্দিনী দত্ত (Aryan Bhowmik and Nandini Dutta) : আরিয়ান ভৌমিক ও বাস্তব জীবনে প্রেম করছেন বলে জানা যায়। বাংলা টেলিভিশন এবং কাকাবাবু সিরিজের সিনেমার অভিনেতা আরিয়ান বাস্তবে অভিনয় করছেন নন্দিনী দত্তের সঙ্গে।

সন্দীপ্তা সেন ও সৌম্য মুখার্জী (Sandipta Sen And Soumya Mukherjee) : শেষবার করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছিল বাংলা সিরিয়ালের এই জনপ্রিয় অভিনেত্রীকে। বাস্তব জীবনে তার প্রেম নিয়ে অনেক গুঞ্জন রয়েছে ইন্ডাস্ট্রিতে। তবে সৌম্য মুখার্জির সঙ্গে প্রেমের কথা স্বীকার করে তিনি তাতে সীলমোহর দিয়েছেন