উলটপালট টিআরপিতে নম্বর কমলো অনুরাগের ছোঁয়ার, বেঙ্গল টপার হল কে? চমকে দিচ্ছে ফলাফল

উলটপালট টিআরপিতে চমকে দিচ্ছে ফলাফল, কে হল বেঙ্গল টপার? রইল তালিকা

Bengali Mega Serial`s TRP List Released On 16th March 2023

এক সপ্তাহ পর নিয়ম অনুসারে বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে এই সপ্তাহের টিআরপি (TRP) তালিকা। জি বাংলা (Zee Bangla), স্টার জলসার (Star Jalsha) সিরিয়ালগুলোর (Bengali Mega Serial) মধ্যে টিআরপি নিয়ে চলে হাড্ডাহাড্ডি লড়াই। আর এবারেও স্টার জলসা এবং জি বাংলা একে অপরকে টক্কর দিয়েছে। গত কয়েক সপ্তাহের ফলাফল অনুসারে এই সপ্তাহেও টপার হয়েছে ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। তবে নম্বর বেশ অনেকটাই কমে গিয়েছে।

‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালটি গত সপ্তাহ পর্যন্ত ৯ এর ঘরে নম্বর পেয়েছিল। কিন্তু টপার হলেও এই সপ্তাহের নম্বর কমে আটের ঘরে নেমে গিয়েছে। দ্বিতীয় হয়েছে জগদ্ধাত্রী। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৮। ‘খেলনা বাড়ি’ ৭.৫ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে। চতুর্থ স্থানে রয়েছে গৌরী এলো এবং নিম ফুলের মধু। এই দুই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৭.৩।

PARNA FROM NEEM PHULER MODHU

পঞ্চম স্থানে রয়েছে জি বাংলার রাঙা বউ সিরিয়ালটি। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৭। টিআরপি অনেকটা বাড়িয়ে এর সেরা ৫ এর মধ্যে ঢুকে পড়ল এই সিরিয়াল। ষষ্ঠ স্থানে রয়েছে পঞ্চমী। স্টার জলসার এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৩। সপ্তম স্থানে আছে মেয়ে বেলা। এই সিরিয়ালটি পেয়েছে ৬.১ নম্বর। অষ্টম স্থান পেয়েছে সোহাগ জল। সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬।

নবম স্থানে রয়েছে স্টার জলসার হরগৌরী পাইস হোটেল। এই সিরিয়ালটি পেয়েছে ৫.৯ নম্বর। দশম স্থানে রয়েছে গাঁটছড়া। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.৮‌। উল্লেখ্য এই সপ্তাহের সেরা দশের তালিকা থেকে কিন্তু ছিটকে গিয়েছে মিঠাই। কিন্তু স্লট লিডার হয়েছে অবশ্যই। বিপরীতে বালি ঝড়ের থেকে অনেকটাই এগিয়ে গিয়েছে মিঠাই।

mithai

এই সপ্তাহে মিঠাই কেবল ০.১ নম্বরের জন্য সেরা দশের মধ্যে স্থান পায়নি। এদিকে অনুরাগের ছোঁয়ার বিপরীতে টিকতে না পেরে স্বস্তিকা দত্তের সিরিয়াল তোমার খোলা হাওয়া সরিয়ে দেওয়া হচ্ছে। খুব শীঘ্রই এই ধারাবাহিকের স্থানে আসছে শ্রাবণী ভূঁইয়ার নতুন সিরিয়াল মুকুট। সেরা পাঁচের মধ্যে স্টার জলসাকে কেবল প্রথম স্থান বাদে আর একটিও জায়গা ছাড়েনি জি বাংলা।

Mukut

এদিকে মিঠাইয়ের টিআরপি যেভাবে কমে গেল তাতে দর্শকদের মনে নতুন করে এই সিরিয়াল বন্ধ হওয়া নিয়ে দুশ্চিন্তা দেখা দিয়েছে। মিঠাই যদি বন্ধ হয়ে যায় তাহলে সেই জায়গায় আনা হতে পারে মন দিতে চাই সিরিয়ালটিকে। স্টার জলসাতে সদ্য শুরু হয়েছে নতুন স্বাদের সিরিয়াল কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ। এটি একটি টিআরপি মেটেরিয়াল ধারাবাহিক তাই আগামী সপ্তাহের তালিকায় প্রথম দিকে জায়গা করে নিতেই পারে।