উলটপালট টিআরপিতে দারুণ চমক মিঠাইয়ের, কে হল বেঙ্গল টপার? রইল তালিকা

দারুণ চমক টিআরপিতে, কে হল বেঙ্গল টপার? রইল তালিকা

Bengali Mega Serials TRP List Released On 16th February 2023

এক সপ্তাহের অপেক্ষার অবসান হল। এই সপ্তাহের টিআরপি (TRP) তালিকা জানার জন্য মিঠাই (Mithai) ভক্তরা দারুণ উদগ্রীব ছিলেন। কারণ এই সপ্তাহে মিঠাইয়ের ভাগ্য নির্ভর করছিল ‘বালিঝড়ে’র হাতে। অনেকেই মনে করেছিলেন নতুন এই সিরিয়ালের কারণে হয়ত মিঠাইয়ের টিআরপি কমে যাবে। কিন্তু হয়েছে ঠিক তার উল্টোটা। মিঠাইয়ের ঝোড়ো ব্যাটিংয়ের কাছে ভেসে গিয়েছে ‘বালিঝড়’।

এই সপ্তাহের টিআরপি তালিকাতে অবশ্য টপার হয়েছে স্টার জলসার (Star Jalsha) অনুরাগের ছোঁয়াই (Anurager Chhowa)। ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৯.২। টিআরপি তালিকাতে জি বাংলার (Zee Bangla) জগধাত্রীকে (Jagadhatri) এবারেও পেছনে ফেলে দিয়েছে সূর্য-দীপা। জগদ্ধাত্রী পেয়েছে ৮.৭ নম্বর। যে কারণে অনুরাগের ছোঁয়ার পরে দ্বিতীয় স্থান পেয়েছে এই সিরিয়ালটি। তৃতীয় স্থানে রয়েছে গৌরী এলো। ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৮.৪।

GOURI ELO

চতুর্থ স্থানে রয়েছে খেলনা বাড়ি। খেলনা বাড়ির প্রাপ্ত নম্বর ৮.৩। নিম ফুলের মধু ৭.৮ নম্বর পেয়ে পঞ্চম স্থানে রয়েছে। বাংলা মিডিয়াম ৭.৪ নম্বর নিয়ে ষষ্ঠ স্থান পেয়েছে। সপ্তম স্থানে রয়েছে রাঙ্গা বউ। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৯। অষ্টম স্থানে রয়েছে পঞ্চমী এবং গাঁট ছড়া। এই দুটি ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৭।

এক্কাদোক্কা ৬.৬ নম্বর পেয়েছে। এই ধারাবাহিকটি নবম স্থানে রয়েছে। মেয়েবেলা ৬.৪ নম্বর পেয়ে দশম স্থানে রয়েছে। এবার আসা যাক মিঠাইয়ের ফলাফল প্রসঙ্গে। মিঠাই গতবারের মতো এবারও সেরা দশের মধ্যে ঢুকতে পারেনি। কিন্তু টিআরপিতে ৬ রেটিং পেয়েছে সিরিয়ালটি। অন্যদিকে বালিঝড় কেবল ৪.৬ নম্বর পেয়েছে।

BALI JHOR 1

এদিকে নতুন শুরু হওয়া ধারাবাহিকদের মধ্যে ইচ্ছে পুতুল, মন দিতে চাই এবং তোমার খোলা হাওয়ার টিআরপি ক্রমশ কমছে। তোমার খোলা হাওয়া ৪.৩ নম্বর পেয়েছে। ইচ্ছে পুতুল ৩.৫ নম্বর পেয়েছে। গোধূলি আলাপ ৩.৫ এবং মন দিতে চাই ৩ নম্বর পেয়েছে।