
ছোটবেলার সঙ্গে সকলেরই অনেক দুষ্টু-মিষ্টি স্মৃতি জড়িয়ে থাকে। মাঝে মাঝে যেন ইচ্ছে হয় ছোটবেলার সেই দিনগুলোতেই যদি ফিরে যাওয়া যেত। সাধারণ মানুষের পাশাপাশি এমন ইচ্ছে তারকাদেরও হয়। তাই মাঝে মাঝে তারাও স্মৃতির পাতা হাতড়ে সেই দিনগুলোতে ডুব দেন। এবার যেমন সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে এক জনপ্রিয় টলিউড (Tollywood) অভিনেত্রীর ছোটবেলার ছবি (Tollywood Actress’s Childhood Photos)।
মাঝেমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল হয় টলিউড এবং বলিউডের নামিদামি তারকাদের ছোটবেলার ছবি। সমাজ মাধ্যমে যে অভিনেত্রীর ছবি ভাইরাল হয়েছে তাকে দেখে এক লহমাতে কেউ বর্তমান পরিচয় ধরতেই পারেননি। মায়ের কোলে বসে থাকা ছোট্ট মিষ্টি এই বাচ্চা মেয়েটা আর কেউ নয় তৃণা সাহা (Trina Saha)।
তৃণা বর্তমানে বাংলা সিরিয়ালের পাশাপাশি বাংলা সিনেমারও পরিচিত মুখ। খোকাবাবু, কলের বউ, খড়কুটো থেকে শুরু করে বর্তমানে বালিঝড় সিরিয়ালে অভিনয় করছেন তিনি। এছাড়া সিনেমাতেও তিনি তার অভিষেক ঘটিয়েছেন। তৃণা এখন বাংলা ইন্ডাস্ট্রিতে চুটিয়ে কাজ করছেন। তার ছোটবেলার ছবি দেখে ভক্তরা খুবই খুশি হয়েছেন।
সম্প্রতি তৃণার মায়ের জন্মদিন গিয়েছে। তাই মায়ের সঙ্গে নিজের ছোটবেলার কিছু ছবি তিনি শেয়ার করে নিয়েছেন সমাজ মাধ্যমের পাতায়। এই ছবিগুলোর মধ্যে কোথাও দেখা যাচ্ছে মায়ের কোলে বসে এক মনে খেলা করছে ছোট্ট তৃণা। আবার কোনওটাতে দেখা যাচ্ছে মায়ের পাশে চুপটি করে বসে ক্যামেরার সামনে তাকিয়ে আছেন তিনি।
দুষ্টুমির ফাঁকে মায়ের সঙ্গে বসে মন দিয়ে লেখাপড়া করছেন তৃণা এমন ছবিও ধরা পড়েছিলেন। পড়াশুনাতে তিনি বেশ মেধাবী ছাত্রী ছিলেন। অভিনয়ে আসার আগে তিনি একটি কোম্পানিতে কাজও করতেন। ভাল মাইনের বেতন ছেড়ে তিনি এই পেশা বেছে নিয়েছিলেন। যদিও তার মা অবশ্য প্রথমে মেয়ের এই সিদ্ধান্তে রাজি ছিলেন না।
View this post on Instagram
জন্মদিনে মায়ের সঙ্গে চারটি ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন শুভ জন্মদিন মা। সেই সঙ্গে মায়ের প্রতি ভালবাসার চিহ্ন একে দিয়েছেন তিনি। অভিনেত্রীর মাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ছোট্ট তৃণার মিষ্টি চেহারা দেখে মন গলে গিয়েছে তাদের।