কম বয়সে বিয়ে, দেড় মাসের মধ্যেই বাচ্চা! কেরিয়ার নষ্ট করে পস্তাচ্ছেন বাংলা সিরিয়ালের এই অভিনেত্রী

কম বয়সে বিয়ে করে এক মাসের মধ্যেই বাচ্চা! কেরিয়ার জলাঞ্জলি দিয়ে পস্তাচ্ছেন বাংলা সিরিয়ালের এই অভিনেত্রী

Bengali Mega Serial Actress Sananda Basak Left Acting After Marriage And Early Pregnancy

বাংলা সিরিয়ালের (Bengali Mega Serial) অভিনেত্রীদের মধ্যে অনেকেই এখন অবসর নিয়েছেন তাদের অভিনয় জীবন থেকে। এক দশক আগে পর্যন্ত পর্দা কাঁপাতেন যারা আজ তারা ক্যামেরা থেকে শতহস্ত দূরে দিন কাটাচ্ছেন। সেই অভিনেত্রীদের মধ্যে অধিকাংশই আজ বিবাহিত। তাদের জীবনে সন্তান এসেছে। সন্তান এবং সংসার সামলাতে গিয়ে অনেকেই অভিনয় জীবন থেকে দূরে সরে গিয়েছেন। এদের মধ্যে একজন হলেন সানন্দা বসাক (Sananda Basak)।

গোয়েন্দা গিন্নি, জয়ী, প্রথমা কাদম্বিনী থেকে নেতাজি, ইত্যাদি বহু সিরিয়ালে অভিনয় করেছেন সানন্দা। বলতে গেলে ছোট পর্দার খুবই পরিচিত মুখ তিনি। অথচ তাকে এখন আর পর্দাতে তেমন অভিনয় করতে দেখাই যায় না। অনেকেই ভেবেছিলেন ছোটপর্দা ছেড়ে হয়ত ওটিটি কিংবা সিনেমাতে নামছেন সানন্দা। কিন্তু বাংলা সিরিয়ালের পর্দাতে আর ফিরে আসেননি তিনি।

কেন হঠাৎ বাংলা সিরিয়ালে অভিনয় করা ছেড়ে দিলেন টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেত্রী? দিদি নাম্বার ওয়ানে এসে তিনি জানিয়েছিলেন তার আসল কারণটা। আসলে কেরিয়ারের শীর্ষে থাকতে থাকতেই বিয়ে করে নেন অভিনেত্রী। পর্দায় অভিনয় করতে করতেই স্বামীর সঙ্গে তার আলাপ হয়েছিল। তারপর বিয়ে করে নেন তিনি। কিন্তু বিয়ের দেড় মাসের মাথাতেই জানতে পারেন তিনি প্রেগন্যান্ট হয়ে পড়েছেন।

বিয়ের এক মাসের মধ্যেই সানন্দার জীবনটা পুরো বদলে যায়। দিদি নাম্বার ওয়ানে তিনি তার অভিজ্ঞতার কথা শেয়ার করতে গিয়ে বলেন, “কত স্বপ্ন ছিল। কিন্তু বিয়ের এক মাস কাটতে না কাটতেই জানতে পারি আমি অন্তসত্ত্বা। যেখানে আমার বন্ধুরা বিয়ের এক বছর পর বিদেশ ঘুরতে যাচ্ছে, সেখানে আমি তখন বাচ্চা বড় করছি। খুব রাগ হয়েছিল। আমার স্বামীর সঙ্গে সিরিয়াল করতে গিয়েই আলাপ। ওকেই তাই মাঝে মাঝে রাগ দেখাই।”

বিয়ের পর এত তাড়াতাড়ি জীবনে সবকিছু বদলে যাবে ভাবতে পারেননি সানন্দা। মেয়ের জন্মের পর করোনার সময়ে তিনি অভিনয় একেবারেই ছেড়ে দেন। নিজের অনেক শখ তিনি পূরণ করতে পারেননি। মাতৃত্বের জন্য বিসর্জন দিয়েছিলেন নিজের স্বপ্ন, কেরিয়ার। রচনা ব্যানার্জীর কাছে তিনি তার মনের মধ্যে জমে থাকা আফসোস ব্যক্ত করেছেন এই ভিডিওতে।

অবশ্য সানন্দার মেয়ে এখন বেশ বড় হয়েছে। এখন মা-মেয়ের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়েছে। সন্তান নিয়ে গুছিয়ে সংসার করছেন তিনি। সেই সঙ্গে টুকটাক কাজও করছেন অভিনেত্রী। কিছুদিন আগেই ‘অন্দরমহল’ নামের একটি ছবিতে অভিনয় করেছিলেন সানন্দা। তবে বাংলা সিরিয়ালে এখন আর তাকে দেখা যাচ্ছে না। অভিনেত্রী অভিনয়ের থেকে শাড়ি এবং গয়নার ব্যবসাতে মন দিয়েছেন বলে জানিয়েছেন।