ক্যান্সার সামলেও রক্ষা নেই, আশঙ্কাজনক অবস্থায় ফের হাসপাতালে ভর্তি ঐন্দ্রিলা শর্মা

ক্যান্সার সামলেও শেষরক্ষা হল না, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন ঐন্দ্রিলা

ফের একবার গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন জনপ্রিয় টেলিভিশন (Bengali Television Actress) অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। এবারে তার অবস্থা আরও বেশি আশঙ্কাজনক বলেই জানা যাচ্ছে। মঙ্গলবার রাতে আচমকাই স্ট্রোক হয় তার। এর ফলে মাথায় রক্ত জমাট বেঁধে যায় অভিনেত্রীর। সাত তাড়াতাড়ি তাকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করাতে হয়। আনন্দবাজার পত্রিকা থেকে খবর, অভিনেত্রী এখন কোমায় রয়েছেন।

উল্লেখ্য ঐন্দ্রিলা দীর্ঘদিন ধরেই ক্যান্সারের সঙ্গে লড়ছেন। খুব ছোটবেলাতেই মেরুদন্ডের ক্যান্সারে আক্রান্ত হন তিনি। তবে ক্যান্সার সামলে বারবার তিনি জীবন যুদ্ধে জয়ী হয়েছেন। পরপর ২ বার ক্যান্সার তাকে মৃত্যুমুখে নিয়ে গিয়েছিল। দীর্ঘদিনের চিকিৎসার পর আবার সুস্থ জীবনে ফিরতে পেরেছিলেন ঐন্দ্রিলা। আর এই লড়াইটা অনেকের কাছেই অনুপ্রেরণার মত।

‘জীয়ন কাঠি’ সিরিয়াল খ্যাত অভিনেত্রী যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন তার জন্য প্রতিবার তার ভক্তরা প্রার্থনা জানিয়েছেন। প্রতিবার নিজের জীবনী শক্তির জোরে মারণব্যাধিকে হারিয়ে সুস্থ জীবন ফিরে পেয়েছেন ঐন্দ্রিলা। তাই তার ভক্তরা আশা করছেন এবারেও নিশ্চয়ই আবার লড়াই করে জিতে ফিরবেন অভিনেত্রী। তবে চিকিৎসা করে জানাচ্ছেন ৪৮ ঘন্টা না কাটলে কিছুই জানানো সম্ভব হবে না।

দ্বিতীয়বার ক্যান্সার থেকে মুক্ত হয়ে কিছু মাস আগেই আবার স্বাভাবিক জীবনে ফিরেছিলেন ঐন্দ্রিলা। তিনি কথা দিয়েছিলেন আবার কাজের দুনিয়াতে ফিরবেন। সেইমত কাজ শুরু করেছিলেন তিনি। জি বাংলা অরিজিনালসে ‘ভোলে বাবা পার করেগা’ ছবিতে অনির্বাণ চক্রবর্তীর মেয়ের ভূমিকাতে অভিনয় করেছিলেন তিনি। তারপর থেকে সুস্থই ছিলেন ঐন্দ্রিলা। কিন্তু আচমকাই ঘটে গেল এই বিপত্তি।

Actress Aindrila Sharma is back to Shooting

এই মাসেই দিল্লিতে যাওয়ার কথা ছিল ঐন্দ্রিলার। শুটিং থেকে কিছু দিনের ছুটিও নিয়েছিলেন তিনি। কিন্তু মঙ্গলবার রাতে আচমকাই ঘটে গেল এই বিপদ। চিকিৎসকরা অবশ্য জানিয়েছেন বুধবার তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। কিন্তু ৪৮ ঘণ্টা না কাটলে কিছুই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আপাতত জানা গিয়েছে তার শরীরের এক দিক অসাড় হয়ে গিয়েছে। বাম হাত সামান্য নড়াচড়া করতে পারছেন আর শুধু চোখ নাড়াতে পারছেন।

চিকিৎসকরা অবশ্য জানিয়েছেন ঐন্দ্রিলার বয়স যেহেতু কম তাই স্ট্রোকের ক্ষেত্রে তার ঝুঁকিও কম রয়েছে। তবে তার জ্ঞান ফিরলে তখনই আসল পরিস্থিতিটা জানা যাবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঐন্দ্রিলার এই কঠিন যাত্রাপথে সবসময় তার পাশে থেকে সাহস জুগিয়েছেন প্রেমিক সব্যসাচী চৌধুরী। কিন্তু এইবার তার অসুস্থতায় তিনিও ভেঙে পড়েছেন বলে জানা যাচ্ছে।