রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, আলাপ করুন কমেডিয়ান বিশ্বনাথ বসুর স্ত্রী দেবিকা’র সঙ্গে

শুধু নায়ক-নায়িকা নির্ভর সিনেমা কখনোই দর্শকের মনোযোগ আকর্ষণ করতে পারে না। দর্শকের মনে ছাপ ফেলার জন্য নায়ক-নায়িকার পাশাপাশি দুর্দান্ত খলনায়কের যেমন প্রয়োজন হয়, তেমনই আবার নায়কের সঙ্গে খলনায়কের ভারী দৃশ্যের ফাঁকে ফাঁকে একটু হাসির পরশ না রাখলেও যেন ঠিক জমে না। আর টলিউডে (Tollywood) এই কাজটা বহুদিন ধরেই করে আসছেন অভিনেতা বিশ্বনাথ বসু (Biswanath Basu)।

বিশ্বনাথ বসু, টলিউডের অত্যন্ত দক্ষ একজন অভিনেতা। তাকে দর্শকের মন ভালো করার কারিগরও বলা যেতে পারে। তিনি কমেডিয়ান হিসেবে এ পর্যন্ত টলিউডের বহু ছবিতে কাজ করেছেন। তার উপস্থিতিই দর্শকদের ঠোঁটে হাসি ফোটাতে পারে। এহেন অভিনেতা দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই সিনে অনুরাগীদের বিনোদন জুগিয়ে আসছেন। পর্দার পাশাপাশি পর্দার জগতের বাইরেও তিনি ভীষণ ভালো মনের একজন মানুষ।

বিশ্বনাথ বসু রিল জগতের বাইরে বাস্তব জীবনে কার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন? তার স্ত্রীর নাম এবং পরিচয় জানতে নিশ্চয়ই উৎসাহী দর্শক? তাহলে আজ এই প্রতিবেদন মারফত বিশ্বনাথ বসুর স্ত্রীর সাথে আলাপটা এবার না হয় সেরেই ফেলুন। বিশ্বনাথের স্ত্রীর নাম দেবিকা বসু (Debika Basu)। ২০০৩ সালে দেবিকার সঙ্গে বিশ্বনাথের বিয়ে হয়। দেবিকার সঙ্গে দীর্ঘদিনের প্রেম সম্পর্ক ছিল বিশ্বনাথের। দেবিকার ছবিগুলি দেখলেই বুঝতে পারবেন তিনি রূপে টলিউড নায়িকাদের মতোই সুন্দরী।

দেবিকা এবং বিশ্বনাথের বিয়েটাও কিন্তু বেশ মজার। বিশ্বনাথ আসলে দেবিকাকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করতে চেয়েছিলেন! কারণ তার মনে হয় যে পালিয়ে গিয়ে বিয়ে করার মধ্যে যে অ্যাডভেঞ্চার রয়েছে, তা অনুষ্ঠান করে বিয়ে করার ক্ষেত্রে নেই। তাই তিনি দেবিকাকে নিয়ে পালাতেই চেয়েছিলেন। তবে তেমনটা আর হল কই? বিশ্বনাথ এবং দেবিকার পরিবার তাদের সম্পর্ক মেনে নিয়েছিলেন। তাই বিয়ের আগে আর পালানো হয়ে উঠলো না তাদের।

২০০৩ সালে পরিবারের সম্মতি নিয়েই বিয়েটা করেছিলেন বিশ্বনাথ এবং দেবিকা। বলা ভালো, অনুষ্ঠান করে বিয়ে করতে বাধ্য হয়েছিলেন। তবে পালিয়ে বিয়ে করার শখ কিন্তু তারা ইতিমধ্যেই পূরণ করে নিয়েছেন। বিয়ের প্রায় ১০ বছর পেরিয়ে যাওয়ার পর তারা আবার পালিয়ে গিয়ে বিয়ে করেন! তাদের বিয়েতে বরযাত্রী হিসেবে ছিলেন তাদের দুই পুত্রসন্তান এবং বিশ্বনাথের চার ভাই। ছেলেদের সামনেই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন বাবা-মা।

এমনই মজার মানুষ বিশ্বনাথ। তার স্ত্রী দেবিকাও স্বামীর এমন মজার মজার খুনসুটির সঙ্গী। বিশ্বনাথ সম্পর্কে বলতে গিয়ে দেবিকা বারবার বলেন, “বিশ্বনাথের মত এত সুন্দর মনের এবং কমেডিয়ান স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার”। বিশ্বনাথ এই মুহূর্তে টলিউডের একজন ব্যস্ততম অভিনেতা হলেও স্ত্রী এবং সন্তানদের সব আবদার তিনি পূরণ করেন। স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে সুখী গৃহকোণ রচনা করেছেন বিশ্বনাথ বসু।

শুধু টলিউডেই নয়, বিশ্বনাথের কৌতুক অভিনয় ওপার বাংলার মানুষদেরও মন ছুঁয়ে গিয়েছে। বিগত দুই দশক ধরে দুই বাংলার মানুষকে নিজের কৌতুকাভিনয় দিয়ে একসূত্রে বেঁধে রেখেছেন বিশ্বনাথ বসু। বিশ্বনাথ তার বাড়িতেও কিন্তু সর্বদা পরিবারের সদস্যদের মজায় এবং আনন্দে মাতিয়ে রাখেন। তার মত স্বামী পেয়ে তার স্ত্রী দেবিকা বসুও নিজেকে সৌভাগ্যবতী বলে মনে করেন।

আরও পড়ুন : রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, অভিনেতা টোটার স্ত্রী সৌন্দর্যে হার মানাবে যেকোনও টলিউড নায়িকাদের