দীপাবলি শুভেচ্ছার SMS পাচ্ছেন? সাবধান না হলে নিমেষে খালি হয়ে যাবে ব্যাঙ্ক একাউন্ট

দীপাবলী শুভেচ্ছার SMS পেলে এখনই হোন সাবধান! নয় তো হতে হবে দেউলিয়া

Diwali Scam : গতকাল সারাদেশ জুড়ে অনুষ্ঠিত হলো দীপাবলি উৎসব। আজ দিওয়ালি। ফের আরো একবার আলোর উৎসবে মানবেন গোটা দেশ। সকলের ঘরে ঘরে জ্বলে উঠবে আলো। একে অপরকে মিষ্টিমুখ করিয়ে জানানো হবে দীপাবলী (Deepabali) -র এবং দিওয়ালি (Diwali) -র শুভেচ্ছা। মা কালীর আরাধনায় গোটা দেশ সেজে উঠেছে খুশির আনন্দে। কিন্তু এত আনন্দের মধ্যেও আপনাকে কিন্তু হতে হবে সাবধান না হলে সমস্ত আনন্দ হয়ে যাবে মাটি।

বর্তমানে যে কোন অনুষ্ঠানে আমরা একে অপরকে মেসেজের মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে থাকি। বিজয়ার শুভেচ্ছা হোক অথবা দীপাবলির শুভেচ্ছা, হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে সর্বত্র ছড়িয়ে থাকে একাধিক মেসেজ। এত শত শত মেসেজের মধ্যেও কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে না হলে আপনি হয়ে যেতে পারেন দেউলিয়া।

DIWALI SCAM

   

দিওয়ালি মেসেজের নামে সম্প্রতি পাতা হয়েছে অনলাইন জালিয়াতির ফাঁদ, যে ফাঁদে যদি আপনি একবার জড়িয়ে পড়েন তাহলে আপনার আনন্দ নিরানন্দে পরিণত হতে বেশি সময় লাগবে না। স্ক্যাম মেসেজ আজকালকার যুগে নতুন কোন কথা নয়। এক ক্লিকেই খালি হয়ে যেতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং হ্যাক হয়ে যেতে পারে আপনার মোবাইল।

তেমনি একটি স্ক্যাম মেসেজ পাঠানো হচ্ছে দীপাবলি উৎসব উপলক্ষে। পাঠানো হচ্ছে একটি লিংক, যাতে ক্লিক করলেই আপনি চমৎকার উপহার পাবেন বলে দাবি করা হচ্ছে সেই মেসেজে। কিন্তু সেই মেসেজে ক্লিক করে যদি আপনি একবার কিউআর কোড স্ক্যান করে ফেলেন তাহলে আপনাকে বাঁচাবে কার সাধ্য!!

DIWALI SCAM

অনেকেই উপহারের লোভে বা ফ্রি ভাউচারের লোভে এমন মেসেজে ক্লিক করে ফেলেন। অনেকেই ভাবেন একটি ক্লিক করলে কি আর এসে যাবে? কিন্তু একটা পদক্ষেপেই কিন্তু আপনার সমস্ত ভুলের সূত্রপাত হয়ে যাবে। লিংকে ক্লিক করলে একের পর এক অপশন আসবে এবং সেখানে গেলেই আপনার কাছে আসবে একটি কিউ আর কোড স্ক্যান করলে আপনি কোন উপহার পাবেন তো না উল্টে আপনার ব্যাংক অ্যাকাউন্ট হয়ে যাবে খালি।

আরও পড়ুন : কালীপূজায় মায়ের পাশে ডাকিনী-যোগিনী থাকে কেন? ডাকিনী-যোগিনীর আসল পরিচয় কী?

Diwali Scam

আরও পড়ুন : পৃথিবীর এই শহরগুলোতে পোশাক পরা নিষিদ্ধ, না মানলে দিতে হবে মোটা জরিমানা

স্ক্যান করা ছাড়াও কোনভাবেই কাউকে ফোনে অথবা সোশ্যাল মিডিয়াতে মোবাইল নম্বর, ইমেল আইডি এবং ওটিপি দেবেন না ভুলেও। এতে শুধুমাত্র আপনার অর্থ লুট করা হবে তা নয়, আপনার সমস্ত ব্যক্তিগত ছবি এবং তথ্য চলে যাবে হ্যাকারদের কাছে। এই ব্যক্তিগত ছবি বা ভিডিও ব্যবহার করে আপনাকে পরবর্তীকালে ব্ল্যাকমেইল করা হতে পারে তাই বারবার সাবধান হয়ে থাকতে হবে কোন তথ্য শেয়ার করার আগে।