বিনোদনের দুনিয়াতে আবার আত্মহত্যা, অবসাদে আত্মঘাতী জনপ্রিয় বাঙালি গায়ক

একের পর এক আত্মহত্যা (Suicide), একের পর এক মৃত্যু! গত দুই সপ্তাহ ধরে টলিউড একের পর এক নক্ষত্রকে হারাচ্ছে। রোজদিন নতুন নতুন মৃত্যু সংবাদ শুনতে-শুনতে রীতিমতো শিউড়ে উঠছেন নেটিজেনরা। কিন্তু মৃত্যুর মিছিল যেন থামছেই না। বাংলা টেলিভিশন এবং মডেলিং এর দুনিয়ায় উঠতি মডেল ও অভিনেত্রীদের আত্মহত্যার খবরের মাঝে সকলকে নাড়িয়ে দিয়ে গেল জনপ্রিয় বাঙালি গায়কের (Bengali Singer) মৃত্যুর সংবাদ।

বাংলাদেশের (Bangladesh) তরুণ গায়ক আতিফ আহমেদ নিলয়ের (Atif Ahmed Niloy) প্রাণহীন ঝুলন্ত দেহ সম্পত্তি উদ্ধার করেছে বাংলাদেশের পুলিশ। বাংলাদেশের মিডিয়া সূত্রে খবর, অবসাদে আত্মঘাতী হয়েছেন নিলয়। প্রয়াত গায়কের বন্ধু তথা অপর কন্ঠশিল্পী তাসনিম মীম বন্ধুর মৃত্যুর কারণ সম্পর্কে এমনটাই দাবি করেছেন। তিনি জানিয়েছেন বিগত কয়েক মাস ধরেই অবসাদে ভুগছিলেন তিনি।

কিছু মাস আগেই নিলয়ের বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। এরপর থেকেই অবসাদ ঘিরে ধরে তাকে। বাবার মৃত্যুর পর থেকেই সোশ্যাল মিডিয়াতে হতাশা ব্যক্ত করে পোস্ট দিতেন নিলয়। তাছাড়া নিলয়ের ব্যক্তিগত জীবনেও কিছু সমস্যা ছিল বলে জানা যাচ্ছে। গত ২১ মে নিলয়ের শেষ ফেসবুকে পোস্টেও হতাশা ঝড়ে পড়ছে।

শেষ পোস্টে নিলয় লিখেছিলেন, “আল্লাহ আমার উপর হেদায়েত দান করুন। দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছি। নিজের অজান্তে কেন যেন সবাইকে কষ্ট দিয়ে কথা বলি। কিছু বুঝতে পারতেছি না কেন এমন হচ্ছে।’’ এরপর মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ। বাংলাদেশের পুলিশ ঘটনার তদন্ত করে ঘটনাটিকে আত্মহত্যা বলে রিপোর্ট করেছে।

ATIF AHMED NILOY FACEBOOK

এদিকে গায়কের ঘনিষ্ঠ মহলের দাবি, বাবাকে হারানো ছাড়াও দাম্পত্য জীবন নিয়ে অবসাদে ভুগছিলেন নিলয়। স্ত্রী নওশিন আক্তারের পরিবার নিয়ে কিছু সমস্যা চলছিল। তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় ছিলেন এই গায়ক। তাঁর গাওয়া কিছু জনপ্রিয় গান ‘কার বাসর ঘুমাও বন্ধু’, ‘বোকা পাখি আপন চিনলি না’ ওপার বাংলার পাশাপাশি এপার বাংলার শ্রোতাদেরও মুগ্ধ করেছে।