বিয়ের ১০ বছর পর মা হলেন সিরিয়ালের জনপ্রিয় এই অভিনেত্রী, রইল সদ্যজাতের ছবি

বিনোদনের দুনিয়া থেকে ফের ভেসে এল একটা দারুণ সুখবর। সদ্য মা হয়েছেন হিন্দি সিরিয়ালের (Hindi Mega Serial) জনপ্রিয় অভিনেত্রী নেহা মারদা (Neha Marda)। বালিকা বধু (Balika Vadhu) খ্যাত এই অভিনেত্রী সদ্য এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। কলকাতাতেই ভূমিষ্ঠ হয়েছে তার সন্তান। নেহা মারদা এবং আয়ুষ্মান আগারওয়ালের সন্তান জন্মের সুখবর সকলে খুশি হলেও সদ্যোজাতকে নিয়ে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে চিকিৎসকদের কপালে।

   

গর্ভাবস্থার একেবারে শেষ পর্যায়ে এসে কিছু জটিলতা দেখা দেয় নেহার শরীরে। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকরা তার প্রসব করান। সন্তানের জন্ম দিতে গিয়ে অবশ্য আর কোনও বিপদ হয়নি অভিনেত্রীর কিন্তু তার সদ্যোজাত কন্যা সন্তানকে এখন কড়া পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। তাকে রাখা হয়েছে NICUতে।

NEHA MARDA

২০২২ সালের নভেম্বর মাসে অভিনেত্রী প্রথম তার মা হওয়ার সুখবর শুনিয়েছিলেন। তার এই খবর পেয়ে ভক্তরা ভীষণ খুশি হয়েছিলেন। তিনি সোশ্যাল মিডিয়াতে এই সুখবর শেয়ার করে লেখেন, “এটা একটা দারুণ অনুভূতি যা আমি ভাষায় বোঝাতে পারব না। আমরা কখনও তোমার জন্য ডেসপারেট ছিলাম না। কিন্তু আজ মনে হচ্ছে তোমার প্রয়োজন ছিল।”

অভিনেত্রী তার অনাগত সন্তানকে উদ্দেশ্য করে লিখেছিলেন, “তুমি আমাদের প্রায়োরিটি। তুমিই আমাদের জীবন, ভালবাসা, পৃথিবী। ধন্যবাদ আমাদের পূর্ণতা দেওয়ার জন্য।” মেয়ের জন্মের পর টাইমস অফ ইন্ডিয়ার কাছে মুখ খুলেছিলেন অভিনেত্রী। তিনি জানান প্রেগন্যান্ট হওয়ার পর রক্তচাপজনিত জটিলতা তৈরি হয়েছিল তার শরীরে।

NEHA MARDA

গর্ভাবস্থার পঞ্চম মাস থেকে অভিনেত্রীর এই শারীরিক জটিলতা চরম মাত্রায় পৌঁছে যায়। তার চিকিৎসকরা অবশ্য অনেক আগে থেকেই তাকে এই জটিলতার সম্পর্কে সতর্ক করে দিয়েছিলেন। তবে ঈশ্বরের আশীর্বাদে সবকিছু ভালভাবে মিটে গিয়েছে। কন্যা সন্তানকে কাছে পেয়ে এখন খুবই খুশি অভিনেত্রী।

নেহার মেয়েকে ১৫ দিন এখন NICUতেই থাকতে হবে। সন্তানকে এখনও সেভাবে কোলে পাননি অভিনেত্রী। আসলে তার সন্তান প্রিম্যাচিউর বেবি তাই NICUতে তার জন্য আলাদা করে ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য, ২০১২ সালে ব্যবসায়ী আয়ুষ্মান আগারওয়ালকে বিয়ে করেন বালিকা বধু খ্যাত অভিনেত্রী। শেষবার তাকে ‘কিউ রিস্তো মে কাট্টি বাট্টি’ ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছিল।