Balasore Train Accident : ভারতে রেল ব্যবস্থার (railway system) যেমন সুনাম রয়েছে। ঠিক তেমনি রেল দুর্ঘটনাই এক মাত্র কারণ যার ফলে রেলের নাম খারাপ হচ্ছে। সম্প্রতি ওড়িশার বালাশ্বরে এমনি একটি দুর্ঘটনার কবলে পড়েছিল অসংখ্য মানুষ। এখনও পর্যন্ত জানা গিয়েছে, এই দুর্ঘটনায় প্রায় ২৩৮ জনের বেশি এবং আহত হয়েছেন প্রায় ৬০০ জনেরও বেশি। তবে এই সংখ্যা ভবিষ্যতে আরও বাড়বে।
আমাদের দেশে এমন ঘটনা প্রায় প্রতি বছরই দেখতে পাওয়া যায়। তবে এবারের ঘটনায় ক্ষতির পরিমাণ অনেকটাই বেশি। যে কারণে সারা দেশেই এই ঘটনা নিয়ে চর্চা চলছে। তবে প্রশ্ন হল কেন এই ঘটনা ঘটেছিল এবং কীভাবে? সেই ঘটনা সম্পর্কে অনেকেই জানেন না। আসলে মোট তিনটি ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়েছিল এই দিন।
এই তিনটি ট্রেনের মধ্যে একটি ছিল মালগাড়ি এবং অন্যদুটি ছিল হামাসফর এক্সপ্রেস এবং করমন্ডল এক্সপ্রেস। প্রথমে করমন্ডল এক্সপ্রেসটি ঐ মালগাড়ির উপরে ওঠে গিয়েছিল যার ফলে ট্রেনের কামরাগুলো দুমরে-মুচরে উল্টে গিয়েছিল। এরপরেই পুরো ঘটনাটি ঘটে। ট্রেনগুলিতে মোট ১৫টি কামরা ছিল। সংঘর্ষের ফলে এই ১৫ কামরাই এদিক ছিটকে গিয়ে ছিল।
ঘটনাটি ঘটে যাওয়ার পর সেই কামরা গুলির ভিতরে আটকে গিয়েছিলেন বহু মানুষ। তাই জন্য সেই কামরাগুলি কেটে তার ভিতর থেকে মানুষদের উদ্ধার করা হয়। যদি এই কাজটি করতে অনেক সময় লেগে গিয়েছিল। ঘটনার খবর জানতে পেরে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন।
অন্যদিকে এই পুরো উদ্ধারকার্যের জন্য সেনাবাহিনীর মদত নেওয়া হয়েছিল এবং আহতদের উদ্ধার করার পর বালাশ্বর হাসপাতালে ভর্তি করা হচ্ছিল। সেই হাসপাতালে আহতদের দেখার জন্য মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক পৌঁছে গিয়েছিলেন। তবে শুধু মাত্র ওড়িশার মুখ্যমন্ত্রী নয়, দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রীয় সরকারের অনেক মন্ত্রীরাও পৌঁছে গিয়েছিলেন।
আরও পড়ুন : ভারতের সব থেকে ভয়াবহ ৭ রেল দুর্ঘটনা, যার পরিণাম ছিল ভয়ঙ্কর
কেন্দ্রিয় রেল মন্ত্রী আশ্বিনী বৈষ্ণব ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানিয়েছিলেন, ” যত তাড়াতাড়ি সম্ভব আহতদের উদ্ধার করার কাজ শেষ করা হবে এবং ভুবনেশ্বর, কলকাতা বা বালাশ্বরে আহত ব্যক্তিদের জন্য উন্নত মানের চিকিৎসার সুযোগ সুবিধা দেওয়া হবে।”
আরও পড়ুন : কেউ আগুনে পুড়ে, কেউ গাড়ি দুর্ঘটনায়, মর্মান্তিক মৃত্যু হয়েছে বলিউডের এই ৭ তারকার