দাদাগিরিতেও বাজিমাত বাদাম কাকুর! সৌরভের হাত থেকে ট্রফি জিতে নিলেন ভুবন বাদ্যকর

‘কাঁচা বাদাম’ (Kacha Badam) গায়ক বাদাম কাকু ভুবন বাদ্যকর (Bhuban Badyakar) এবার দাদাগিরি (Dadagiri Unlimited Season 9) দেখাতে হাজির হলেন খোদ দাদা সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) সামনে। নিজের গাওয়া গানের মারফত মাত্র কয়েকদিনের মধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছেন তিনি। এতদিন তার গান শুনেছেন সোশ্যাল মিডিয়ার মানুষেরা। তবে এবার তিনি টেলিভিশনের সামনে এলেন গান শোনাতে। প্ল্যাটফর্ম হয়ে দাঁড়ালো জি বাংলার (Zee Bangla) দাদাগিরি।

সম্প্রতি চ্যানেলের তরফ থেকে শেয়ার করা হয় কিছু ছবি এবং ভিডিও। সেই সূত্রে দর্শকরা জানতে পেরেছেন বীরভূমের দুবরাজপুরের বাদাম কাকু এবার আসছেন ক্যামেরার পর্দার সামনে। দাদাগিরির আসন্ন এপিসোড হতে চলেছে দারুণ আকর্ষণীয়। কারণ এই পর্বে মঞ্চ মাতাতে আসছেন ভুবন বাদ্যকর। চ্যানেলের তরফ থেকে শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে ভুবন বাদ্যকর বাদামের ঝুড়ি হাতে উপস্থিত হয়েছেন দাদাগিরির মঞ্চে।

আট থেকে আশি, সকলেই এখন ভুবন বাধ্য করে ‘কাঁচা বাদাম’ গানে মশগুল। এই গানটিকে কেন্দ্র করে একের পর এক রিমিক্স বেরোচ্ছে। সাধারণ কিছু শব্দকে নিজের মত করে সুর দিয়ে গান বেঁধেছিলেন ভুবন বাদ্যকর। তিনি নিজেও হয়তো ভাবেননি এই একটি গানের সুবাদেই আকাশছোঁয়া খ্যাতি পাবেন তিনি। এই গানের সুবাদে খ্যাতি, মান-সম্মান দুইই বাড়ছে তার। এবার কাঁচা বাদামের সুবাদে তিনি পৌঁছে গেলেন সৌরভ গাঙ্গুলির সামনে। সুযোগ পেয়ে আপ্লুত তিনিও।

তিনি নিতান্তই একজন সাধারণ মানুষ। গ্রামের সাদাসিধে ভাব তার মধ্যে রয়েছে। তিনি যেমন তাকে সেভাবেই তুলে ধরা হয়েছে মঞ্চে। আলাদা করে তাকে কিছুই শেখানো হয়নি। সহজ সরলভাবেই দাদার সঙ্গে গল্প জুড়েছিলেন তিনি। আড্ডার ছলেই খেলা সম্পন্ন হয়েছে। শেষমেষ সবাইকে হারিয়ে দিয়ে ভুবন বাদ্যকরই শেষ হাসিটা হাসলেন। দাদাগিরির ট্রফি উঠেছে তারই হাতে। এই ছবি দেখে বেজায় খুশি হলেন ভক্তরা। এই স্পেশাল পর্বের সম্প্রচার হবে আগামী ১৯শে ফেব্রুয়ারি।

গত বছরের শেষ ভাগে সোশ্যাল মিডিয়াতে দেখা গিয়েছিল বাদামের ঝুড়ি হাতে বাদাম বিক্রি করার জন্য ক্রেতাদের আকর্ষণ করতে গান গাইছেন এক ফেরিওয়ালা। তার গানটি জনৈক নেটিজেনের এতটাই ভাল লেগেছিল যে তিনি গানটির ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন। সেটি মাত্র কিছুদিনের মধ্যেই তুমুল ভাইরাল হয়ে যায়। এই বাদাম বিক্রেতা ফেরিওয়ালাই হয়ে উঠলেন সকলের অত্যন্ত পছন্দের ‘বাদাম কাকু’।