‘যারা ছবি বয়কট করছে তারা নিম্ন মানের মানুষ’, বাবুলের মন্তব্যে ধুয়ে দিলেন নেটিজেনরা

‘হ্যাশট্যাগ বয়কট বলিউড’ ট্রেন্ড এখন সারা ভারত জুড়ে চলছে। অন্যদিকে টলিউডেরও (Tollywood) বেশ কিছু মুভি এখন বয়কটের মুখে পড়েছে। এর মধ্যে রয়েছে রাজ চক্রবর্তীর ‘ধর্ম যুদ্ধ’, কৌশিক গাঙ্গুলীর ‘লক্ষ্মী ছেলে’, ইন্দ্রদীপ দাশগুপ্তের ‘বিসমিল্লাহ’ও এখন সোশ্যাল বয়কটের মুখে পড়েছে। ইতিমধ্যেই বয়কট বিতর্কে মুখ খুলতে শুরু করেছেন রাজ চক্রবর্তী থেকে শুরু করে অভিনেতা ঋদ্ধি সেনরা। এবার মুখ খুললেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)।

বাবুল সুপ্রিয় একজন গায়ক রাজনীতিবিদ এবং সেই সঙ্গে অভিনেতাও বটে। এর আগেও তিনি টলিউডে ঋতুপর্ণা সেনগুপ্তের বিপরীতে একটি ছবিতে অভিনয় করেছিলেন। বহু বছর বাদে আবারও কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘লক্ষ্মী ছেলে’ ছবির হাত ধরে অভিনয়ে ফিরেছেন বাবুল। আর ফিরতেই এই ছবি কিনা বয়কটের মুখে পড়লো! ছবিতে তিনি একজন সৎ রাজনীতিবিদের ভূমিকা অভিনয় করেছেন।

এদিকে সোশ্যাল মিডিয়াতে তো ‘লক্ষ্মী ছেলে’ বয়কট করা নিয়ে তোলপাড় চলছে। ছবিতে ধর্মীয় গোঁড়ামি, কুসংস্কারের বিরুদ্ধে সামাজিক সচেতনতা ছড়ানোর বার্তা দেওয়া আছে। কিন্তু টলিউডে যেভাবে বয়কটের কালচার চলছে তাতে রীতিমত বিরক্ত হয়ে পড়েছেন বাবুল। সম্প্রতি দক্ষিণ কলকাতার একটি অভিজাত রেস্টুরেন্টে ছবির গোটা টিমের সঙ্গে উপস্থিত ছিলেন তিনিও। সেখানেই তিনি তার ক্ষোভ উগড়ে দিলেন।

বয়কট বিতর্ক নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি তার জবাবে বলেন, “বয়কট ট্রেন্ড অত্যন্ত জঘন্য কারণ বলিউড বা ভারতীয় চলচ্চিত্র মানুষকে বিনোদন জুগিয়ে এসেছে। আমি দর্শকদের অনুরোধ করব তারা যেন এটা বোঝে যে বয়কট ট্রেন্ড টাকার বিনিময়ে ইচ্ছাকৃতভাবে করা হয়েছে।” উল্লেখ্য এখন বড় বাজেট থেকে বড় স্টার, কোনও ম্যাজিকই বলিউডের ছবি বাঁচাতে পারছে না। দর্শকদের দাবি এর জন্য দায়ী বলিউড।

দর্শকরা বলিউডের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত, ভারতীয় ঐতিহ্য এবং সংস্কৃতি নিয়ে ছেলে খেলা, অপসংস্কৃতিকে সমর্থন, নেপোটিজম ইত্যাদি নানা বিষয়ে অভিযোগ তুলেছেন। তবে দুঁদে রাজনীতিবিদ বাবুল সুপ্রিয় কিন্তু সমস্ত দায়ভার দর্শকদের উপরই চাপিয়ে দিয়েছেন। তার দাবী, “বয়কটের ট্রেন্ড অত্যন্ত নোংরা এবং নিম্নমানের চিন্তাধারা থেকে শুরু হয়েছে।”

যদিও বাবুল সুপ্রিয়র এই প্রতিক্রিয়াতে নেটিজেনরা কিন্তু চটে আগুন হয়েছেন। সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে নেতিবাচক মন্তব্য শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। দর্শকদের বিরুদ্ধেই বাবুলের এই মন্তব্য ভালভাবে নেননি দর্শকদের একাংশ। তাদের দাবি সাধারণ মানুষের উপর দোষ না দিয়ে বরং নিজেদের ভুল ত্রুটিগুলোকেই শোধরানো উচিত।