

একদিকে বাংলাদেশী নায়ক হিরো আলম (Hero Alom), অন্যদিকে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড ‘কাঁচা বাদাম’ (Kacha Badam) গানের স্রষ্টা ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। সোশ্যাল মিডিয়াতে দুজনেই চরম আলোচিত ব্যক্তিত্ব। দুজনেই গান গেয়ে জনপ্রিয়। এবার এই দুই ‘সেলিব্রিটি’ একই ফ্রেমে আসছেন! এপার বাংলা ওপার বাংলা মিলেমিশে একাকার হবে এই দুই সেলিব্রিটির সম্মিলিত গানে। এবার যৌথ উদ্যোগে গানের ভিডিও আনতে চলেছেন তারা।
ফেসবুক, ইউটিউব জুড়ে বাদাম কাকুর জনপ্রিয়তা হু হু করে ছড়িয়েছে। কাঁচা বাদাম গানের ছন্দে টলিউড, বলিউড এমনকি হলিউডের তারকারাও একে একে কোমর দুলিয়েছেন। বাংলাদেশের নায়ক তথা গায়ক হিরো আলম এবার কলকাতায় এলেন ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকরের সঙ্গে গানের রেকর্ডিংয়ের জন্য।
হিরো আলম কলকাতায় পৌঁছানোর বিমানে উঠেই ছবি শেয়ার করেছিলেন ফেসবুকে। দমদমের পৌঁছেই ফেসবুকে লাইভ হয়ে তিনি জানিয়েছিলেন শনিবার এবং রবিবার দুটি চমক দিতে চলেছেন তিনি। শনিবার মিলেছে প্রথম চমক। ভুবন বাদ্যকরের সঙ্গে হিরো আলম একসঙ্গে গানের রেকর্ডিং করলেন। গানের নাম ‘হাউ ফানি’! শীঘ্রই এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হবে।
উল্লেখ্য, কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়াতে হিরো আলম ঘোষণা করেছিলেন তিনি এবার এই বাংলায় এসে কাজ করবেন। কথা রাখলেন বাংলাদেশী নায়ক। এদিন রেকর্ডিং স্টুডিওতে ভুবন বাদ্যকরের স্ত্রীও উপস্থিত ছিলেন। কলকাতার লেকটাউন স্টুডিওতে বাদাম কাকুর সঙ্গে রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটি লিখেছেন এফ এ প্রীতম এবং সঙ্গীত পরিচালনা করেছেন অজিত শাহিন। গানের রেকর্ডিংয়ের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথাও বলেছেন তিনি।
হিরো আলম সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘কলকাতায় এসেছি ভুবনকাকুর সঙ্গে নতুন গান করতে। বহু দিন ধরেই কথা চলছিল। আমরা দুই বাংলার দু’জন Viral শিল্পী একসঙ্গে গান করলাম। এ বার দুই বাংলায় এই গান ভাইরাল হবে।’’ গানের ভিডিওটি পরিচালনা করছেন সালাউদ্দিন গোলদার। উল্লেখ্য, হিরো আলম এবার টলিউডেও কাজ করতে চান বলে জানিয়েছিলেন।