

ইদানিং বাংলা সিরিয়াল থেকে বহু অভিনেতা এবং অভিনেত্রী বড়পর্দায় কাজের সুযোগ পাচ্ছেন। তাও আবার দেব, জিৎ (Jeet), প্রসেনজিতদের মত নামীদামী তারকাদের ছবিতে কাজ করে সরাসরি টলিউডে অভিষেক ঘটছে তাদের। কিছুদিন আগেই যেমন প্রসেনজিতের ছবিতে ঈপ্সিতা ব্যানার্জী কাজ করেছেন, দেবের ছবিতে অভিষেক হয়েছে শ্বেতা ভট্টাচার্যের।
এবার বাংলা সিরিয়ালের আরও এক অভিনেত্রীর ভাগ্য খুলে গেল জিতের ছবির সুবাদে। খুব শীঘ্রই এবার বড় পর্দায় অভিষেক ঘটতে চলেছে বাংলা সিরিয়ালের জনপ্রিয় খলনায়িকা আয়েশা ভট্টাচার্যের (Ayesha Bhattacharya)। ‘কাঞ্চি’ সিরিয়ালের এই অভিনেত্রী জিতের চেঙ্গিস (Chengis) ছবির হাত ধরে এবার বড় পর্দায় পা রাখতে চলেছেন। সম্প্রতি টলি গসিপের কাছে এই সম্পর্কে মুখ খুলেছিলেন খোদ অভিনেত্রী।
বাংলা সিরিয়ালের একজন জনপ্রিয় অভিনেত্রী হলে আয়েশা। ইটিভি বাংলাতে ‘বামাক্ষ্যাপা’ ধারাবাহিকে শিশু শিল্পী হিসেবে অভিনয় করে তার কেরিয়ার শুরু হয়। জিতের ছবির অডিশনের জন্য তিনি ডাক পেয়েছিলেন। সেখানে অডিশন দেওয়ার পর তাকে চূড়ান্ত হিসেবে বেছে নেওয়া হয়। প্রথম ছবিতে জিতের সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ পেয়ে নিজেকে ধন্য বলে মনে করছেন অভিনেত্রী।
আয়েশা বলেছেন এই ছবিতে তাকে অনেক নতুন ধরনের দৃশ্য করতে হয়েছে। প্রচুর চ্যালেঞ্জিং দৃশ্য ছিল তার। জিতের সঙ্গে অনেকগুলো সিন করার সুযোগ ছিল। সবশেষে জিত তার কাজের অনেক প্রশংসা করেছেন। ছবির শুটিংয়ের কাজ শেষ হয়ে গিয়েছে। এখন শুধু নিজের প্রথম ছবির মুক্তির অপেক্ষায় দিন গুণছেন আয়েশা।
এটাই আয়েশার অভিনীত প্রথম ছবি নয়। এর আগে আরেকটি বাংলা ছবিতে অভিনয় করেছিলেন তিনি। সেখানে তার চরিত্রটি সেকেন্ড লিড ছিল। নায়িকা হিসেবে এটাই তার প্রথম কাজ। তাই এই ছবিটিকে নিয়ে দারুণ উৎসাহিত অভিনেত্রী। সেই সঙ্গে কিছুটা ভয় কাজ করছে তার মনে। কারণ এতদিন নিজেকে ছোটপর্দায় দেখতে অভ্যস্ত হয়েছেন তিনি। বড় পর্দাতে দর্শকরা তাকে কেমনভাবে গ্রহণ করবেন সেটা ভেবে তিনি একটু নার্ভাস।
আয়েশা জানিয়েছেন এই গল্পটা ৮০-৯০ এর দশকে একটি মাফিয়া গ্যাংয়ের সত্যি ঘটনার উপর ভিত্তি করে বানানো হয়েছে। ছবির পরিচালক রাজেশ গাঙ্গুলী গল্পটি নিজেই লিখেছেন। ছবিটির মুক্তির দিন ঘোষণা করা হয়নি এখনও। আয়েশা জানিয়েছেন জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসে মুক্তি পেতে পারে জিতের সঙ্গে তার প্রথম ছবি ‘চেঙ্গিস’।