স্টার জলসাতে (Star Jalsha) শুরু হয়েছে নতুন সিরিয়াল মেয়ে বেলা (Meye Bela)। এই সিরিয়ালের হাত ধরে দীর্ঘ বেশ কয়েক বছর পর আবার অভিনয় দুনিয়াতে ফিরে এসেছেন রূপা গাঙ্গুলী (Rupa Ganguly)। তাকে একটি যৌথ পরিবারের অসুখী এবং অসুস্থ গৃহবধূর চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। তবে মেয়েবেলার ‘বীথি’ চরিত্রটিতে অভিনয় করতে গিয়ে জোর সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাকে।
বীথির চরিত্রটির মাধ্যমে আসলে সিরিয়ালের নির্মাতারা বিয়ের পর মেয়েদের স্বপ্ন কীভাবে শ্বশুরবাড়িতে এসে একের পর ধাক্কায় ভেঙে চুরমার হয়ে যায় সেটাই দেখাতে চেয়েছেন। বিয়ের পরপরই পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছিল বীথির। তিনি কখনও তার স্বামীকে নিজের পাশে পাননি। শাশুড়ি মায়ের কথাতেই উঠবস করেন তার স্বামী।
এখন আবার পরিবারের সম্মান রক্ষা করার জন্য তার ছেলেকেও নিজের প্রেমিকাকে ভুলে একপ্রকার জোর করেই অন্য একটি মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে যাকে মোটেই সহ্য করতে পারেন না বীথি। কিন্তু বীথির এই চরিত্রটি দিন দিন দর্শকদের কাছে অসহ্য হয়ে দাঁড়াচ্ছে। তিনি যেভাবে ছেলের বিয়ের পরপরই বৌমার সঙ্গে শত্রুতা করতে উঠে পড়ে লেগেছেন দর্শকদের তা সহ্য হচ্ছে না।
এদিকে আবার রূপা গাঙ্গুলীকে এমন একটি চরিত্রে দেখার জন্য মোটেই প্রস্তুত ছিলেন না দর্শকরা। তার মত একজন অভিনেত্রীর কাছ থেকে এমন চরিত্র মোটেও আশা করা যায়নি বলেই মত দিচ্ছেন তারা। চ্যানেলের অফিসিয়াল পেজে কমেন্ট বক্সে মন্তব্যের ঝড় বয়ে যাচ্ছে। কেউ কেউ দাবি করছেন রূপা গাঙ্গুলী নাকি বীথির চরিত্রে নেশাগ্রস্থের মত অভিনয় করেন।
এদিকে সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে যখন প্রতিবাদের ঝড় উঠছে তখন একইসঙ্গে চরিত্রের মুখবদলেরও দাবি উঠছে। কেউ কেউ মনে করছেন রূপা গাঙ্গুলীর বদলে বীথির চরিত্রে যদি ইন্দ্রানী হালদারকে আনা যেত তাহলে সেটাই ঠিক হত। সোশ্যাল মিডিয়াতে তারা তাদের সেই দাবি জানাচ্ছেন চ্যানেল কর্তৃপক্ষকে।