জি বাংলার (Zee Bangla) একমাত্র কুকিং রিয়েলিটি শো ‘রান্নাঘর’ (Rannaghor), দর্শকের কাছে যা সুদীপার রান্নাঘর নামেই পরিচয় পেয়ে এসেছে এতদিন। তবে হঠাৎ করেই সুদীপার রান্নাঘর দখল করে নিয়েছেন ‘কৃষ্ণকলি’র ‘শ্যামা’ ওরফে তিয়াসা রায় (Tiyasha Roy)। জনপ্রিয় কুকিং রিয়েলিটি শো’য়ের এত বড় পরিবর্তন মেনে নিতে পারছেন না দর্শকরা। তাদের দাবি তিয়াসাকে মোটেও মানাচ্ছে না সঞ্চালিকার ভূমিকায়। তাই তারা বিগত বেশ কিছুদিন ধরেই চ্যানেলের কাছে সুদীপা চ্যাটার্জীকেই (Sudipa Chatterjee) ফিরিয়ে আনার দাবি জানাচ্ছেন।
গত কয়েকদিনের এপিসোডে দেখা গিয়েছে রান্নাঘরের দায়ভার সামলাচ্ছেন তিয়াসা। কোথায় গেলেন সুদীপা? আসলে সুদীপা করোনা আক্রান্ত। অসুস্থ হয়ে পড়ায় তাই তিনি কিছুদিনের জন্য ব্রেক নিয়ে নিয়েছিলেন শুটিং ফ্লোর থেকে। সুদীপার অনুপস্থিতিতে রান্নাঘর সামলানোর জন্য চ্যানেলের তরফ থেকে তিয়াসার সঙ্গে যোগাযোগ করা হয়। তিয়াসাকে নিয়ে শুরু হয় বিশেষ পর্বের সম্প্রচার।
কলকাতার বিখ্যাত সব খাবার-দাবার বানাতে শেখানোর পর্বের সঞ্চালনা করছিলেন তিয়াসা। কলকাতার উত্তর থেকে দক্ষিণ, একেক দিন একেক রকম রেসিপি নিয়ে তিনি হাজির হয়েছেন দর্শকের সামনে। কিন্তু দর্শকের মন জিততে ব্যর্থ হলেন তিয়াসা। বিশেষত সুদীপার অনুগামীরা অবিলম্বে সুদীপাকেই ফেরত আনার দাবি তুলছেন। তাদের এক দাবি, সুদীপাকে ছাড়া রান্নাঘর মোটেও মানায় না!
তিয়াসাকে নিয়ে এই বিশেষ পর্ব শুরু হওয়ার আগেই অভিনেত্রী ফেসবুকে লাইভে এসে সকলের কাছে সহযোগিতা কামনা করেছিলেন। অভিনেত্রী এর আগে কখনও সঞ্চালনা করেননি। কাজেই এই কাজ নিয়ে তিনিও বেশ উৎসাহী ছিলেন। কারণ সঞ্চালিকা হিসেবে এটিই ছিল তার প্রথম কাজ। তিয়াসার ভক্তদের মতে, অভিনেত্রী বেশ দক্ষ হাতেই রান্নাঘর সামলাচ্ছেন। তবে সুদীপার অনুরাগীরা উল্টো মত পোষণ করছেন।
দর্শকের একাংশের মতে, ‘তিয়াসাকে ভালো লাগে না সে ভাবে উপস্থাপনা করতে পারে না’। কেউ লিখলেন, “দেখবোই না… সুদীপা দি কে চাই… ঢপের কৃষ্ণকলি লাগবে না….”। “সুদীপা দি কে ছাড়া রান্নাঘর চলবে না”, এই দাবিতে চ্যানেলের কাছে সরব হয়েছেন দর্শকরা। কারও কাছে আবার তিয়াসার হাতে বড় বড় নখ বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে! তাদের দাবি, হাতের নখ কেটে তবেই রান্না করা উচিত সঞ্চালিকার!
View this post on Instagram