‘মিঠাই’য়ের দর্শকদের জন্য এল বড় দুসংবাদ! নতুন এপিসোড দেখে ক্ষোভে ফুঁসছে দর্শকরা 

জি বাংলার (Zee Bangla) মিঠাই (Mithai) সিরিয়ালের বিরুদ্ধে আরও একবার ক্ষোভে ফেটে পড়লেন দর্শকরা। এই সিরিয়ালের সঙ্গে দর্শকদের মনের অনেকখানি অংশ জড়িয়ে রয়েছে। মিঠাইয়ের সঙ্গে দর্শকদের আবেগ ওতপ্রোতভাবে জড়িত। গত দুই বছর ধরে মিঠাই সিরিয়ালটির প্রতি আলাদাই একটা দুর্বলতা কাজ করেছে দর্শকদের মনে। অথচ সেই সিরিয়ালের বিরুদ্ধেই কিনা সোশ্যাল মিডিয়াতে বিস্ফোরক হলেন দর্শকরা।

গত দুই মাস ধরে এই সিরিয়ালের প্রধান লিড মিসিং। মিঠাইয়ের জায়গা নিয়েছে মিঠি। তবে মিঠিকে নিয়ে গল্প যেভাবে এগোচ্ছে তাতে বেড়েছে টিআরপি। কাজেই মিঠিকে যে দর্শকরা পছন্দ করেছেন তা বলাই বাহুল্য। কিন্তু গত দুই মাস ধরে অধীর আগ্রহে তারা অপেক্ষা করে থেকেছেন মিঠাইয়ের জন্য। কিন্তু প্রোমোতে বারবার মিঠাইয়ের আসার ইঙ্গিত মিললেও বাস্তবে কিন্তু মিঠাইয়ের কোনও দেখাই নেই।

এতেই কার্যত চটে গিয়েছেন মিঠাই সিরিয়ালের দর্শকদের একাংশ। কারণ কিছুদিন আগেই প্রোমোতে দেখানো হয়েছিল মিঠাই আসছে। এই খবর পেয়ে দারুণ খুশি হয়ে গিয়েছিলেন ভক্তরা। তারপর থেকে গত এক সপ্তাহ ধরে তারা অধীর আগ্রহে অপেক্ষা করে থেকেছেন দর্শকদের জন্য। কিন্তু তবুও মিঠাইয়ের দেখা মেলেনি। এরপর মিঠি এবং শাক্য কিডন্যাপ হয়ে যায়।

এরপরেও সিরিয়ালের একটি নতুন প্রোমো এসেছিল, সেটা দেখেও দর্শকরা নতুন করে আশাতে বুক বেঁধেছিলেন। এই প্রোমোতে দেখানো হয় কিডন্যাপাররা মিঠির মাথায় বন্দুক ধরে রেখেছে। অন্যদিকে আদিত্য আগারওয়াল মিঠিকে প্রশ্ন করছে কী তার আসল পরিচয়। মিঠি এরপর চেঁচিয়ে বলে ওঠে, “আমিই মিঠাই”। এই প্রোমো দেখে দর্শকরা ধামাকাদার কোনও এক এপিসোড আসছে বলে আন্দাজ করছেন।

কিন্তু এবারও তাদের সেই আশা পূরণ হল না। মিঠি আসলে মিথ্যে বলে তার পরিচয় দিয়েছিল। সেই কথাটা জানাজানি হতেই দর্শকদের মধ্যে ক্ষোম দেখা দিয়েছে। আর কতদিন মিঠাইয়ের জন্য অপেক্ষা করে থাকতে হবে? কেনই বা প্রতিটি প্রোমোতে মিঠাইয়ের ফিরে আসার আভাস দিয়ে পরে গল্পের মোড় ঘুরিয়ে দেওয়া হচ্ছে? সোশ্যাল মিডিয়াতে তারা এই প্রশ্নগুলি করতে শুরু করেছেন।

মিঠাই ফিরে আসুক বা না আসুক, মিঠিও যদি মিঠাই হয় সেটাও মেনে নিতে রাজি দর্শকদের একাংশ। কারণ দর্শকদের একাংশ ধরেই নিয়েছেন মিঠি আসলে মিঠাই। সে পরিচয় গোপন করে রয়েছে। কিন্তু আর যেন তর সইছে না দর্শকদের। যেভাবেই হোক এবার মিঠাইকে ফিরিয়ে আনা হোক। দর্শকদের আবেগ নিয়ে ছেলে খেলা বন্ধ হোক এবার, এমনটাই চাইছেন ভক্তরা।