হিন্দু ব্রাহ্মণের বাড়িতে ‘মুসলিম’ ছেলে কেন, ‘খরকুটো’ বয়কটের ডাক সোশ্যাল মিডিয়ায়

বর্তমানে “স্টার জলসা”র তাবড় তাবড় ধারাবাহিকগুলির মধ্যে বেশ জনপ্রিয় ধারাবাহিক হয়ে উঠেছে “খড়কুটো”। প্রথম থেকেই এই ধারাবাহিকের জনপ্রিয়তা তুঙ্গে। যৌথ পরিবারের মোড়কে পরিবেশিত ধারাবাহিকের গল্প। পর্দায় ধারাবাহিকের প্রতিটি চরিত্রের উপস্থিতিই যেন এক আলাদা আকর্ষণ। “মুখার্জি পরিবার” এর একজনও যদি “মিসিং” থাকেন তাহলে দর্শকদের একেবারেই ভাল লাগেনা।

যৌথ পরিবারের ধারণা নিয়ে স্টার জলসা ইতিপূর্বে অনেক ধারাবাহিক তৈরি করেছে। তবে এই ধারাবাহিকের গল্প যেন কিছুটা আলাদা। সাংসারিক কুট-কাচালি বলতে গেলে একেবারেই নেই। রয়েছে প্রচুর হাস্যরস। “সৌজন্য-গুনগুন” এর দুষ্টু-মিষ্টি দাম্পত্য, “পটকা”র খুনসুটি, “জ্যাঠাই”য়ের কৃপণতা, “বড়মা”র সঙ্গে “জ্যাঠাই”য়ের খিটিমিটি এবং তার সঙ্গে “রুপাঞ্জন”, “চিনি”, “মিষ্টি”, “ঋজু” উপস্থিতি ৭.৩০-৮ টা পর্যন্ত দর্শকদের মন ভালো করে রাখে।

তবে হালফিলে অবশ্য “খড়কুটো” তার জনপ্রিয়তা কিছুটা হলেও হারিয়েছিল। বিশেষত “গুনগুন” এর অপরিণত আচরণ দর্শকের “ন্যাকামো” বলে মনে হচ্ছিল। তার উপর আবার সামান্য বিষয় নিয়ে “ভজন” (সৌজন্যের বাবা) এর বাড়ি থেকে পলায়ন এবং সেই নিয়ে সংসারের নানা রকম জল্পনা ধারাবাহিকটিতে একঘেয়েমি নিয়ে এসেছিল। এখন অবশ্য সব সমস্যা মিটে গিয়েছে।

তবে ধারাবাহিকে এবার আসছে নতুন টুইস্ট। খড়কুটোতে হতে চলেছে “আগন্তুকের আগমন”! এই মর্মেই সম্প্রতি একটি প্রোমো রিলিজ করেছে চ্যানেল কর্তৃপক্ষ। “আগন্তুক” নাকি “পটকা”র পরিচিত। তবে তার সঙ্গে পটকার সম্পর্কটি ঠিক কী, তা অবশ্য এখনও জানা যায়নি। এদিকে আগন্তুক আবার জাতিতে মুসলিম। সব মিলিয়ে আগন্তুককে কেন্দ্র করে রহস্য জমজমাট হয়ে উঠেছে।

আরও পড়ুন : দুর্বল চিত্রনাট্য ও মাত্রাতিরিক্ত ন্যাকামিতে তিতিবিরক্ত দর্শক, কমছে ‘খড়কুটো’র টিআরপি

“পটকা” আবার আগন্তুককে বলছেন, “রাগ করে না সোনা! আমার তো কত দিনের স্বপ্ন ছিল তোকে এই বাড়িতে নিয়ে আসবো। আজ এতবছর পর সেই স্বপ্ন সত্যি হবার মুখে”! তিনি আবার এও বলেছেন যে তার (পটকা) শরীরে নাকি আগন্তুকের রক্ত বইছে! অতএব “পটকা”র সঙ্গে আগুন্তুকের সম্পর্ক ঠিক কি তা জানতে মরিয়া হয়ে উঠেছেন দর্শক। তবে চ্যানেল এখনই সব রহস্য প্রকাশ করতে নারাজ।

প্রসঙ্গত, আগন্তুকের চরিত্রে পর্দায় যাকে দেখা যাবে তিনি আর কেউ নন, ওটিটি প্ল্যাটফর্মের দুর্দান্ত অভিনেতা ঋষভ বসু। “খড়কুটো” ধারাবাহিকে অভিনয় মারফত ছোটপর্দায় তিনি ডেবিউ করতে চলেছেন। এখন ছোটপর্দায় তাকে কেমন ভাবে নেন দর্শক, তাই এখন দেখার।

আরও পড়ুন : ভারতের ১০ জন জনপ্রিয় অভিনেত্রী যারা মুসলিম ধর্ম পালন করেন

এদিকে “খড়কুটো” পরিবারে আগন্তুকের আগমনকে কেন্দ্র করে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। আগন্তুক যেহেতু মুসলিম ধর্ম সম্প্রদায়ের মানুষ সেই জন্য এই তথাকথিত আধুনিক সমাজের সংরক্ষণপন্থীরা একজোট হয়ে ধারাবাহিক বয়কটের ডাক দিচ্ছেন। তাদের দাবি, হিন্দু ব্রাহ্মণ পরিবারে কোনও বিধর্মী আসতে পারেন না!

ধারাবাহিকের প্রোমোতে দেখা যাচ্ছে, “গুনগুন” আগন্তুককে যখন কিছু খাবার পরিবেশনের প্রস্তাব দিচ্ছে তখন শোনা মাত্র তা নাকচ করে দিলেন আগন্তুক। কারণ তিনি রোজা রেখেছেন। তাই উপবাস ভেঙে কিছু খেতে তিনি পারবেন না। হিন্দু ব্রাহ্মণ পরিবারে ইসলাম ধর্মাবলম্বীর আগমনে দর্শকদের মধ্যে থেকে একদল বেজায় ক্ষুব্ধ হলেও দর্শকদের একাংশ কিন্তু ধারাবাহিকের এমন নতুন মোড় বেশ সহজ এবং সাবলীলভাবেই মেনে নিচ্ছেন। তাদের বক্তব্য সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে চেয়েছে চ্যানেল। এই মুহূর্তে যা অত্যন্ত প্রয়োজন।