
টলিউডের (Tollywood) সম্পর্ক ভাঙ্গা-গড়ার খেলা লেগেই আছে। জনপ্রিয় টলিউড তারকাদের মধ্যে প্রেম বিয়ে এবং বিচ্ছেদের খবর হামেশাই উঠে আসে পেজ থ্রির পাতায়। ‘আলতাফড়িং’ এর ব্যাংক বাবু ওরফে অর্ণব ব্যানার্জী (Arnab Banerjee) এবং ঈপ্সিতা মুখার্জী (Ipshita Mukherjee) প্রেম, বিয়ে, বিচ্ছেদ পর্বের পর এখন আবার নতুন করে সংসার শুরু করলেন।
জি বাংলার (Zee Bangla) ‘আলো ছায়া’ (Alo Chaya) ধারাবাহিকে কাজ করতে গিয়ে অর্ণব এবং ঈপ্সিতার মধ্যে আলাপ হয়। পর্দাতে সম্পর্কে তারা ছিলেন দেওর-বৌদি। কিছুদিন প্রেমের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার পর ২০২২ সালে তাদের সম্পর্ক আইনি স্বীকৃতি পায়। রেজিস্ট্রির এক বছরের মধ্যেই তারা বিয়ের পিঁড়িতে বসবেন বলে কথা ছিল।
কিন্তু আচমকাই কয়েক মাসের মাথায় শোনা যায় অর্ণব এবং ঈপ্সিতা নাকি বিচ্ছেদের পথে হাঁটছেন। এই সম্পর্কে প্রথম থেকেই মুখে কুলুপ এঁটেছিলেন টলিউডের জনপ্রিয় এই জুটি। ২০২২ সালের শেষের দিকে তাদের সামাজিক বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু সেই বিয়েটাও ক্যান্সেল হয়ে যায়।
বাংলা টেলিভিশনের জনপ্রিয় এই জুটির সম্পর্ক ভেঙে যাওয়ার খবরে বেশ মুষড়ে পড়েছিলেন তাদের ভক্তরা। কিন্তু ভক্তদের জন্য রয়েছে একটা দারুণ সুখবর। কারণ বিচ্ছেদ হওয়ার কথা থাকলেও শেষমেষ মিলনের পথেই এগোলেন তারা। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একত্রে ছবি শেয়ার করে তারা এই সুখবর দিয়েছেন।
ঈপ্সিতা এবং অর্ণব এখন দার্জিলিংয়ে ছুটি কাটাচ্ছেন। দার্জিলিংয়ের ‘বিজন বাড়ি’তে নিভৃতে সময় কাটাচ্ছেন দুজনে। যে ছবি সোশ্যাল মিডিয়ায় তারা শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে একে অপরের দিকে চেয়ে রয়েছেন তারা। কিন্তু তাদের মুখ অস্পষ্ট। অস্পষ্ট এই ছবির মধ্যেও ফুটে উঠছে তাদের সম্পর্কের গভীর সমীকরণ।
View this post on Instagram
ছবিটি শেয়ার করে সোশ্যাল মিডিয়াতে ক্যাপশনে তারা লিখেছেন ‘ব্লারড’। এই ছবি অর্ণব এবং ঈপ্সিতা দুজনেরই ইনস্টাগ্রাম একাউন্ট থেকে শেয়ার হয়েছে। ছবির কমেন্ট বক্সে ‘ফড়িং’ ওরফে খেয়ালী মন্ডল লিখেছেন, “উফ আমার দুপুরটা ভাল হয়ে গেল এই ছবিটা দেখে।” ভক্তরা লিখছেন, “এইভাবেই জুড়ে থেক, তোমরা মেড ফর ইচ আদার।”