‘অনেক হয়েছে, আর নয়’, বয়কটের পাল্টা জবাব দিতে প্রস্তুত হচ্ছে বলিউড

একের পর এক ছবি ফ্লপ, যত বড় বাজেটেরই ছবি হোক না কেন, বলিউডের (Bollywood) ছবি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন দর্শকরা। কোনও না কোনও বিষয়কে কেন্দ্র করে ছবি দেখার আগেই উঠছে বয়কটের (Boycott) ডাক। এর প্রভাব যে কি মারাত্মক তা হাড়ে হাড়ে বুঝছে বলিউড। অক্ষয় কুমার, আমির খান থেকে শুরু করে রণবীর কাপুররা পর্যন্ত দর্শকদের বয়কটের শিকার হচ্ছেন। এমনটা চলতে থাকলে বলিউডের ভবিষ্যৎ নিয়ে দেখা দিচ্ছে প্রশ্ন।

এই যেমন সম্প্রতি আমির খানের ‘লাল সিং চাড্ডা’, অক্ষয় কুমারের ‘রক্ষা বন্ধন’ বয়কটের চক্করে চূড়ান্ত ফ্লপ হয়েছে। দর্শকরা কেউই ছবি দেখেননি। ছবি মুক্তির আগে থেকেই ‘লাল সিং চাড্ডা’ বয়কটের ডাক দিয়েছিল গোটা দেশ। এই পরিস্থিতি দেখে শুনে এবার গোটা বলিউডকে একজোট হওয়ার ডাক দিলেন অভিনেতা অর্জুন কাপুর (Arjun Kapoor)।

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ১৮০ কোটি টাকা খরচ করে, চার বছরের কঠোর পরিশ্রমের পর আমির খান যে ছবিটি নিয়ে এসেছেন তা ৩০ কোটি টাকাও উপার্জন করতে পারছে না। অথচ এই ছবি অস্কার কর্তৃপক্ষের প্রশংসা পেয়েছে। সামনেই বলিউডের আরও বড় বাজেটের ছবি মুক্তি পেতে চলেছে। এদিকে এখন থেকেই বয়কটের ডাক দিতে শুরু করেছেন দর্শকরা। বলিউডের ‌এখন শিয়রে শমন। অর্জুন কাপুর এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দর্শকদেরই এক হাত নিলেন।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে অর্জুন বলেন, “আমরা মনে করি আমরা বয়কটের বিষয়ে চুপ থেকে ভুল করছি, লোকেরা আমাদের নীরবতার সুযোগ নিচ্ছে। আমাদের মনে হয়, ওরা কি বলবে আমাদের ছবিই কথা বলবে, এটা ভেবেই আমরা ভুল করছি। আমি মনে করি আমরা অনেক সহ্য করেছি, এখন লোকেরা এটিকে অভ্যাসে পরিণত করেছে।”

ক্ষুব্ধ অর্জুন মনে করেন এই বিষয় নিয়ে ইন্ডাস্ট্রির লোকেদের একত্রিত হওয়া দরকার এবং খোলামেলা কথা বলা দরকার। তিনি বলেছেন, “লোকেরা আমাদের নিয়ে যা বলে তা সব সত্য না। লোক আমাদের নামের কারণে নয়, বরঞ্চ চলচ্চিত্রের কারণে আমাদের পছন্দ করে। কিন্তু এখন মানুষের কাছে নামটাই বেশি গুরুত্ব হয়ে দাঁড়িয়েছে।”

তিনি আরও বলেছেন, “সরাসরি কাউকে বয়কট করা বা কিছু বলা এটা ঠিক না। এইটা মানুষ জনকে তাতিয়ে দেয়া। একটি ছবি না দেখে সেই ছবির প্রতি বিচার করা ঠিক না। একটি ছবি তৈরিতে শত শত মানুষের পরিশ্রম থাকে। তাই ছবি দেখুন তারপর ওই প্রসঙ্গে কথা বলুন। আজকাল বয়কট একটি প্রবণতা হয়ে দাঁড়িয়েছে, যা মোটেও ঠিক না।” এই পরিস্থিতিতে গোটা বলিউডকে একত্রিত হওয়ার ডাক দিয়েছেন তিনি এবং বিষয়টার উপর নজর রাখার কথাও বলেছেন।